০৬ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ১৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

আবাসন দুর্নীতি মামলায় ইয়েদুরাপ্পাকে নোটিশ হাইকোর্টের

সুস্মিতা
  • আপডেট : ৫ অগাস্ট ২০২১, বৃহস্পতিবার
  • / 23

বেঙ্গালুরু, ৫ আগস্ট: কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা আরেকটি বড় ধাক্কার সম্মুখীন৷ কর্ণাটক হাইকোর্ট মঙ্গলবার একটি আবাসন প্রকল্পে দুর্নীতির মামলায় তাকে, তার ছেলে বিওয়াই বিজয়েন্দ্র এবং রাজ্যের প্রাক্তন মন্ত্রী এসটি সোমেশেকরকে নোটিশ জারি করেছে৷ দুর্নীতির অভিযোগটি ছিল এই যে কর্ণাটকের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা, তার ছেলে, নাতি এবং জামাইসহ বেশ কয়েকজন বেঙ্গালুরুতে একটি বেসরকারি সংস্থাকে বহুমূল্য সরকারি আবাসন প্রকল্পের বরাত পাইয়ে দিতে ঘুষ নিয়েছিলেন। কিন্তু ইয়েদুরাপ্পা সেই অভিযোগ উড়িয়ে দিয়েছেন৷ কিন্তু নোটিশ জারি হওয়ায় তা নতুন মোড় নিল৷ বিচারপতি এস সুনীল দত্ত যাদব এক সমাজকর্মী আব্রাহাম টিজে-এর একটি আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন। আদালত আব্রাহামের দায়ের করা অভিযোগের তদন্তেরও নির্দেশ দিয়েছে।
শশীধর মারাদি, সঞ্জয় শ্রী, বিরুপাকাশাপ্পা ইয়ামাকানামর্দি, ইয়েদির সমস্ত আত্মীয়, আইএএস অফিসার জি সি প্রকাশ, হোটেল ব্যবসায়ী কে রবি, এবং ঠিকাদার চন্দ্রকান্ত রামালিঙ্গমকেও নোটিশ পাঠিয়েছে হাইকোর্ট৷

আব্রাহামের অভিযোগ, ইয়েদুরাপ্পা যখন কর্ণাটকের মুখ্যমন্ত্রী ছিলেন, তখন রাজ্যের রাজ্যপাল জিজ্ঞাসাবাদের অনুমতি দিতে অস্বীকার করেছিলেন। যেহেতু ইয়েদি এখন প্রাক্তন মুখ্যমন্ত্রী, তাই তদন্ত করা যেতে পারে। আবেদনকারীর আইনজীবীরা যুক্তি দেখিয়েছেন যে যেহেতু ইয়েদুরাপ্পা এখন মুখ্যমন্ত্রী নন, তাই তার বিচার পরিচালনার জন্য কোনও পূর্ব অনুমতির প্রয়োজন নেই। আব্রাহাম তার আবেদনে ১২.৫ কোটি টাকার দুর্নীতির অভিযোগ তুলেছেন৷ ইব্রাহিম এর আগে ইয়েদি এবং তার পরিবারের বিরুদ্ধে আবাসন প্রকল্প অনুমোদনে ঘুষ নেওয়ার অভিযোগ করে একটি মামলা দায়ের করেন। এই মামলার শুনানি আগামী সপ্তাহ পর্যন্ত স্থগিত করা হয়েছে।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আবাসন দুর্নীতি মামলায় ইয়েদুরাপ্পাকে নোটিশ হাইকোর্টের

আপডেট : ৫ অগাস্ট ২০২১, বৃহস্পতিবার

বেঙ্গালুরু, ৫ আগস্ট: কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা আরেকটি বড় ধাক্কার সম্মুখীন৷ কর্ণাটক হাইকোর্ট মঙ্গলবার একটি আবাসন প্রকল্পে দুর্নীতির মামলায় তাকে, তার ছেলে বিওয়াই বিজয়েন্দ্র এবং রাজ্যের প্রাক্তন মন্ত্রী এসটি সোমেশেকরকে নোটিশ জারি করেছে৷ দুর্নীতির অভিযোগটি ছিল এই যে কর্ণাটকের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা, তার ছেলে, নাতি এবং জামাইসহ বেশ কয়েকজন বেঙ্গালুরুতে একটি বেসরকারি সংস্থাকে বহুমূল্য সরকারি আবাসন প্রকল্পের বরাত পাইয়ে দিতে ঘুষ নিয়েছিলেন। কিন্তু ইয়েদুরাপ্পা সেই অভিযোগ উড়িয়ে দিয়েছেন৷ কিন্তু নোটিশ জারি হওয়ায় তা নতুন মোড় নিল৷ বিচারপতি এস সুনীল দত্ত যাদব এক সমাজকর্মী আব্রাহাম টিজে-এর একটি আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন। আদালত আব্রাহামের দায়ের করা অভিযোগের তদন্তেরও নির্দেশ দিয়েছে।
শশীধর মারাদি, সঞ্জয় শ্রী, বিরুপাকাশাপ্পা ইয়ামাকানামর্দি, ইয়েদির সমস্ত আত্মীয়, আইএএস অফিসার জি সি প্রকাশ, হোটেল ব্যবসায়ী কে রবি, এবং ঠিকাদার চন্দ্রকান্ত রামালিঙ্গমকেও নোটিশ পাঠিয়েছে হাইকোর্ট৷

আব্রাহামের অভিযোগ, ইয়েদুরাপ্পা যখন কর্ণাটকের মুখ্যমন্ত্রী ছিলেন, তখন রাজ্যের রাজ্যপাল জিজ্ঞাসাবাদের অনুমতি দিতে অস্বীকার করেছিলেন। যেহেতু ইয়েদি এখন প্রাক্তন মুখ্যমন্ত্রী, তাই তদন্ত করা যেতে পারে। আবেদনকারীর আইনজীবীরা যুক্তি দেখিয়েছেন যে যেহেতু ইয়েদুরাপ্পা এখন মুখ্যমন্ত্রী নন, তাই তার বিচার পরিচালনার জন্য কোনও পূর্ব অনুমতির প্রয়োজন নেই। আব্রাহাম তার আবেদনে ১২.৫ কোটি টাকার দুর্নীতির অভিযোগ তুলেছেন৷ ইব্রাহিম এর আগে ইয়েদি এবং তার পরিবারের বিরুদ্ধে আবাসন প্রকল্প অনুমোদনে ঘুষ নেওয়ার অভিযোগ করে একটি মামলা দায়ের করেন। এই মামলার শুনানি আগামী সপ্তাহ পর্যন্ত স্থগিত করা হয়েছে।