০১ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

তীর্থে অযোধ্যায় গেলে আদিবাসীরা পাবে ৫ হাজার টাকা, ঘোষণা গুজরাত সরকারের

আহমেদাবাদ: অযোধ্যায় রাম জন্মভূমিতে তীর্থ করতে গেলে আদিবাসীদের ৫ হাজার টাকা করে মাথাপিছু আর্থিক সাহায্য দেবে গুজরাত সরকার। শনিবার এমনটাই ঘোষণা করলেন এ রাজ্যের পর্যটন মন্ত্রী পূর্ণেশ মোদি। তাঁর যুক্তি, আদিবাসীরা শবরী মাতার উত্তরসূরি। রাম যখন ১৪ বছর বনবাসে ছিলেন তখন এই শবরী মাতা দেখা করতে গিয়েছিলেন তাঁর সঙ্গে। তবে শুধু অযোধ্যার রাম জন্মভূমি নয়, কৈলাশ মানস সরোবর যাত্রা, সিন্ধু দর্শন ও শ্রাবন তীর্থ যাত্রার জন্যও অনুরূপ সরকারি আর্থিক অনুদান দেওয়া হয়। গুজরাতের দাংস জেলার আদিবাসী অধ্যুষিত সুবীর গ্রামে অবস্থিত শবরী ধামে উপস্থিত জনতাকে উদ্দেশ্য করে এই আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছিলেন শুক্রবার। সরকারি ঘোষণায় আরও বলা হয়েছে, দাংস জেলার সাপুতারা থেকে নর্মদা জেলার স্ট্যাচু অফ ইউনিটি পর্যন্ত একটি পর্যটন সার্কিট গড়ে তুলতে শুরু করেছে রাজ্য সরকার। দশেরা উদযাপনের সময়ও এই কথা বলেন মন্ত্রী পূর্ণেশ।

সর্বধিক পাঠিত

‘জয় শ্রী রাম’ বলাতে চাপ, বিজেপির রাজ্যে নির্যাতনের শিকার কাশ্মীরি ব্যবসায়ীরা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

তীর্থে অযোধ্যায় গেলে আদিবাসীরা পাবে ৫ হাজার টাকা, ঘোষণা গুজরাত সরকারের

আপডেট : ১৭ অক্টোবর ২০২১, রবিবার

আহমেদাবাদ: অযোধ্যায় রাম জন্মভূমিতে তীর্থ করতে গেলে আদিবাসীদের ৫ হাজার টাকা করে মাথাপিছু আর্থিক সাহায্য দেবে গুজরাত সরকার। শনিবার এমনটাই ঘোষণা করলেন এ রাজ্যের পর্যটন মন্ত্রী পূর্ণেশ মোদি। তাঁর যুক্তি, আদিবাসীরা শবরী মাতার উত্তরসূরি। রাম যখন ১৪ বছর বনবাসে ছিলেন তখন এই শবরী মাতা দেখা করতে গিয়েছিলেন তাঁর সঙ্গে। তবে শুধু অযোধ্যার রাম জন্মভূমি নয়, কৈলাশ মানস সরোবর যাত্রা, সিন্ধু দর্শন ও শ্রাবন তীর্থ যাত্রার জন্যও অনুরূপ সরকারি আর্থিক অনুদান দেওয়া হয়। গুজরাতের দাংস জেলার আদিবাসী অধ্যুষিত সুবীর গ্রামে অবস্থিত শবরী ধামে উপস্থিত জনতাকে উদ্দেশ্য করে এই আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছিলেন শুক্রবার। সরকারি ঘোষণায় আরও বলা হয়েছে, দাংস জেলার সাপুতারা থেকে নর্মদা জেলার স্ট্যাচু অফ ইউনিটি পর্যন্ত একটি পর্যটন সার্কিট গড়ে তুলতে শুরু করেছে রাজ্য সরকার। দশেরা উদযাপনের সময়ও এই কথা বলেন মন্ত্রী পূর্ণেশ।