৮০ বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন ইসরাইলের, লাগাতার বিমান হামলায় বাড়ছে নিহতের সংখ্যা

- আপডেট : ২০ অক্টোবর ২০২৫, সোমবার
- / 104
পুবের কলম, ওয়েবডেস্ক: ইসরাইল-হামাস যুদ্ধবিরতি ঘোষণা হলেও থামেনি যুদ্ধ। যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গাজায় হামলা অব্যাহত রয়েছে ইসরাইলি বাহিনীর। রবিবার ইসরাইলি সেনার হামলায় অন্তত ৪৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। সোমবার গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, গত ১০ অক্টোবর গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইসরাইল অন্তত ৮০ বার চুক্তি লঙ্ঘন করেছে। যুদ্ধবিরতি পর এপর্যন্ত ইসরাইলি বাহিনীর হামলায় কমপক্ষে ৯৭ ফিলিস্তিতি নিহত ও ২৩০ জন আহত হয়েছেন।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, যুদ্ধবিরতি লঙ্ঘন করে সেনাদের ওপর হামলার অভিযোগ তুলে রবিবার গাজায় ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরাইল। গাজার খান ইউনিস এলাকায় একের পর এক বিমান হামলায় আকাশজুড়ে ছড়িয়ে পড়ে ধোঁয়ার কুণ্ডলী। ইসরাইলি গোলাবর্ষণ ও বিমান হামলায় নিহত হয়েছে অনেকে। আহতদের দ্রুত নাসের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নিহতদের বেশিরভাগই শিশু বলে জানান চিকিৎসকরা।
এদিকে সেনাদের ওপর হামলা চালানোর প্রতিবাদে হামাসকে চরম মূল্য দিতে হবে বলেও হুশিঁয়ারি দিয়েছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ। তবে যুদ্ধবিরতি লঙ্ঘনের দাবি অস্বীকার করেছে হামাস।
উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যস্থতায় এবং ১০ অক্টোবর থেকে কার্যকর হওয়া ফিলিস্তিনি ভূখণ্ডে যুদ্ধবিরতি ইসরাইল এবং হামাসের মধ্যে দুই বছরেরও বেশি সময় ধরে চলমান ধ্বংসাত্মক যুদ্ধের অবসান ঘটায়। তবে স্পষ্টতই সেই যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলা শুরু করেছে ইসরাইলি বাহিনী। যদিও এর আগে হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতির চুক্তি ভাঙার অভিযোগ তোলে নেতানিয়াহু।