০৪ অক্টোবর ২০২৫, শনিবার, ১৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ফের চালুর পথে চিনের সঙ্গে কলকাতার বিমানযাত্রা

সুস্মিতা
  • আপডেট : ৩ অক্টোবর ২০২৫, শুক্রবার
  • / 358

পুবের কলম ওয়েবডেস্ক: করোনার সময় বেশকিছু কারণে তৈরি হয়েছিল সমস্যা। তারপর ভারত-চিনের সামরিক সংঘাতের জেরে বন্ধ হয়ে গিয়েছিল দুই দুশের সরাসরি বিমান পরিষেবা। অক্টোবরের শেষ থেকে এবার সেই পরিষেবা শুরু করতে চলেছে নয়াদিল্লি। বৃহস্পতিবার বিবৃতি দিয়ে সেকথা জানাল বিদেশমন্ত্রক। জানা গিয়েছে, আগামী ২৬ অক্টোবর থেকে কলকাতা-গুয়াংঝৌ পর্যন্ত সরাসরি বিমান পরিষেবা শুরু করবে ইন্ডিগো।

এক বিবৃতিতে বিদেশমন্ত্রক জানিয়েছে, ভারত ও চিনের পারস্পরিক কূটনৈতিক সম্পর্ক মজবুত করার লক্ষ্যে চলতি বছরের শুরু থেকেই ভারত সরকারের তরফে উদ্যোগ নেওয়া হয়। সরকারের সেই সিদ্ধান্তকে মান্যতা জানিয়ে বিমান পরিষেবা শুরু করার জন্য প্রযুক্তিগত বৈঠক হয় দুই দেশের অসামরিক বিমান সংস্থার মধ্যে। বৈঠকের পরই, অক্টোবরের শেষ থেকে নির্দিষ্ট কয়েকটি বিমানবন্দর থেকে ভারত ও চিনের মধ্যে সরাসরি পরিষেবা শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ দিকে সরকারিভাবে ছাড়পত্র মিলতেই অসামরিক বিমান পরিবহণ সংস্থা ইন্ডিগোর তরফে একটি বিবৃতি দেওয়া হয়েছে। সেই সংস্থা জানিয়েছে, চিনের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার জন্য আগামী ২৬ অক্টোবর থেকে কলকাতা থেকে গুয়াংঝৌ পর্যন্ত প্রতিদিন নন-স্টপ বিমান পরিষেবা চালানো হবে। সরকারের তরফে অনুমোদন পাওয়ার পর শীঘ্রই দিল্লি থেকেও গুয়াংঝৌ পর্যন্ত পরিষেবা শুরু করা হবে বলেও জানিয়েছে বিমান সংস্থাটি।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ফের চালুর পথে চিনের সঙ্গে কলকাতার বিমানযাত্রা

আপডেট : ৩ অক্টোবর ২০২৫, শুক্রবার

পুবের কলম ওয়েবডেস্ক: করোনার সময় বেশকিছু কারণে তৈরি হয়েছিল সমস্যা। তারপর ভারত-চিনের সামরিক সংঘাতের জেরে বন্ধ হয়ে গিয়েছিল দুই দুশের সরাসরি বিমান পরিষেবা। অক্টোবরের শেষ থেকে এবার সেই পরিষেবা শুরু করতে চলেছে নয়াদিল্লি। বৃহস্পতিবার বিবৃতি দিয়ে সেকথা জানাল বিদেশমন্ত্রক। জানা গিয়েছে, আগামী ২৬ অক্টোবর থেকে কলকাতা-গুয়াংঝৌ পর্যন্ত সরাসরি বিমান পরিষেবা শুরু করবে ইন্ডিগো।

এক বিবৃতিতে বিদেশমন্ত্রক জানিয়েছে, ভারত ও চিনের পারস্পরিক কূটনৈতিক সম্পর্ক মজবুত করার লক্ষ্যে চলতি বছরের শুরু থেকেই ভারত সরকারের তরফে উদ্যোগ নেওয়া হয়। সরকারের সেই সিদ্ধান্তকে মান্যতা জানিয়ে বিমান পরিষেবা শুরু করার জন্য প্রযুক্তিগত বৈঠক হয় দুই দেশের অসামরিক বিমান সংস্থার মধ্যে। বৈঠকের পরই, অক্টোবরের শেষ থেকে নির্দিষ্ট কয়েকটি বিমানবন্দর থেকে ভারত ও চিনের মধ্যে সরাসরি পরিষেবা শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ দিকে সরকারিভাবে ছাড়পত্র মিলতেই অসামরিক বিমান পরিবহণ সংস্থা ইন্ডিগোর তরফে একটি বিবৃতি দেওয়া হয়েছে। সেই সংস্থা জানিয়েছে, চিনের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার জন্য আগামী ২৬ অক্টোবর থেকে কলকাতা থেকে গুয়াংঝৌ পর্যন্ত প্রতিদিন নন-স্টপ বিমান পরিষেবা চালানো হবে। সরকারের তরফে অনুমোদন পাওয়ার পর শীঘ্রই দিল্লি থেকেও গুয়াংঝৌ পর্যন্ত পরিষেবা শুরু করা হবে বলেও জানিয়েছে বিমান সংস্থাটি।