পুবের কলম ওয়েবডেস্ক: সুপ্রিম কোর্ট রাজ্য সরকারি কর্মচারীদের ২৫ শতাংশ মহার্ঘভাতা মেটানোর নির্দেশ দিয়েছে। এই রায়কে মান্যতা দিতে বুধবার সব দফতরকে চিঠি দিয়ে রাজ্যের অর্থ দফতর জানতে চেয়েছে, কারা কারা এখনও মহার্ঘভাতা পায়নি। এ ছাড়া বর্ধিত মহার্ঘভাতা পাওয়ার জন্য কর্মরত সরকারি কর্মী এবং অবসরপ্রাপ্তদের পূর্ণাঙ্গ তালিকা চাওয়া হয়েছে।
অর্থ দফতরেরপ্রাপ্ত নথি অনুযায়ী, রাজ্যে প্রায় ৩.৮০ লক্ষ শিক্ষক রয়েছেন। যাঁদের অনেকে এখনও বকেয়া মহার্ঘভাতা পাননি। এ ছাড়া পুরসভার কর্মী, পঞ্চায়েত দফতরের কর্মী এবং অন্যান্য দফতরে নিযুক্ত বহু স্থায়ী কর্মী, যাঁদের মধ্যে অনেকে বকেয়া মহার্ঘভাতা পাননি।
অর্থ দফতর শুধু তালিকাই চেয়ে পাঠায়নি সব দফতরের কাছ থেকে যাদের কোনও জটিলতায় মহার্ঘভাতা আটকে রয়েছে, তাদের বিষয়েই নোট প্রস্তুত করা হচ্ছে। যেমন, ২০১৬ সালের এসএসসি প্যানেল বাতিল হওয়ার পরে যাঁরা চাকরি পেয়েছেন, সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী, তাঁদের মধ্যে অনেকে বর্ধিত মহার্ঘভাতা পাবেন না। এমনকী ২০২০ সালের পরে রাজ্য সরকার যাঁদের স্থায়ী সরকারি কর্মী হিসেবে নিয়োগ করেছে, তাঁদের ক্ষেত্রেও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তাঁরাও সুপ্রিম কোর্টের রায়ের আওতায় থাকার পরে মহার্ঘভাতা পাবেন কি না, তা যাচাই করে দেখা হচ্ছে।
নবান্ন সূত্রে খবর, মোট বকেয়ার ২৫ শতাংশ মহার্ঘভাতা মেটানোর প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। তবে কারা এই বর্ধিত পাবেন, তার জন্য সম্পূর্ণ কর্মী তালিকা যাচাই করে আইনি দিকটিও খতিয়ে দেখা হচ্ছে।
























