০৭ জানুয়ারী ২০২৬, বুধবার, ২২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যের শহরে মেয়র হলেন আরব বংশোদ্ভূত দুই মার্কিন মুসলিম

পুবের কলম, ওয়েবডেস্কঃ যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যের শহরে মেয়র নির্বাচিত হলেন আরব বংশোদ্ভূত দুই মার্কিন মুসলিম। ডিয়ারবর্ন শহরে লেবানিজ বংশোদ্ভূত তরুণ তূর্কি আরব-আমেরিকান রাজনীতিবিদ আবদুল্লাহ হামমুদ মিশিগান রাজ্যের প্রতিনিধি সভার প্রাক্তন সদস্য গেরি ওরোনচাককে পরাজিত করে জয়ী হন। নির্বাচনে মোট ভোটের ৫৫ ভাগ লাভ করেন আবদুল্লাহ হামমুদ। বলা যায়, একজন মার্কিন মুসলিম হয়ে নির্বাচিত হয়ে ইতিহাস সৃষ্টি করলেন আবদুল্লাহ হামমুদ। এই মধ্য দিয়ে রাজনীতিতে যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যে এই প্রথম আরব বংশোদ্ভূত ও অশেতাঙ্গ ব্যক্তি হিসেবে মেয়র নির্বাচিত হলেন তিনি।

শহরটির বর্তমান মেয়র জন বি ও’রেইলি ২০০৭ সাল থেকে এই পদে রয়েছেন। দীর্ঘদিন দায়িত্ব পালনের পর চলতি নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত  নিয়েছিলেন তিনি।

অপরদিকে হ্যামট্রেমিক শহরে বর্তমান মেয়র ক্যারেন ম্যাজেয়স্কিকে পরাজিত করে মেয়র নির্বাচিত হন মার্কিন স্বাস্থ্য কর্মকর্তা আমর গালিব। মোট ভোটের ৬৮ ভাগই তিনি লাভ করেন।

নির্বাচনে জয়ের পর আবদুল্লাহ হামমুদ সমর্থকদের কাছে এই বিজয়কে ‘ডিয়ারবর্নের জন্য নতুন যুগ’ হিসেবে উল্লেখ করেন।

আবদুল্লাহ হামমুদ বলেন, ‘যেসব ছোট ছোট ছেলে মেয়েরা একসময়ে বিশ্বাস বা নৃতাত্ত্বিক জাতীয়তার জন্য উপহাসের স্বীকার হয়েছে, আমাদের বাবা-মা ও অন্যরা যারাই তাদের ভাঙা ইংরেজির কারণে অপমানিত হয়েছেন এবং এখনও হচ্ছেন,  আজকের দিন তাদের জন্য প্রমাণ করল যে আপনি অন্য যে কারুর মতোই একজন মার্কিন নাগরিক।’

আমর গালিব বলেন,  ‘আমাদের আজকের রাতের বিজয় সেই সম্ভাবনার স্বাক্ষ্য যে আমার মতো এক অভিবাসী যে ১৭ বছর বয়সে কারখানার কাজ নিয়ে এখানে এসেছে। এখন সে পরবর্তী মেয়র হিসেবে স্থানীয় কমিউনিটির সেবা করার সুযোগ ও মর্যাদা লাভ করেছে।’

সর্বধিক পাঠিত

এবার গ্রিনল্যান্ড দখলের ছক? সামরিক বিকল্পও ভাবছে ট্রাম্প প্রশাসন

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যের শহরে মেয়র হলেন আরব বংশোদ্ভূত দুই মার্কিন মুসলিম

আপডেট : ৪ নভেম্বর ২০২১, বৃহস্পতিবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যের শহরে মেয়র নির্বাচিত হলেন আরব বংশোদ্ভূত দুই মার্কিন মুসলিম। ডিয়ারবর্ন শহরে লেবানিজ বংশোদ্ভূত তরুণ তূর্কি আরব-আমেরিকান রাজনীতিবিদ আবদুল্লাহ হামমুদ মিশিগান রাজ্যের প্রতিনিধি সভার প্রাক্তন সদস্য গেরি ওরোনচাককে পরাজিত করে জয়ী হন। নির্বাচনে মোট ভোটের ৫৫ ভাগ লাভ করেন আবদুল্লাহ হামমুদ। বলা যায়, একজন মার্কিন মুসলিম হয়ে নির্বাচিত হয়ে ইতিহাস সৃষ্টি করলেন আবদুল্লাহ হামমুদ। এই মধ্য দিয়ে রাজনীতিতে যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যে এই প্রথম আরব বংশোদ্ভূত ও অশেতাঙ্গ ব্যক্তি হিসেবে মেয়র নির্বাচিত হলেন তিনি।

শহরটির বর্তমান মেয়র জন বি ও’রেইলি ২০০৭ সাল থেকে এই পদে রয়েছেন। দীর্ঘদিন দায়িত্ব পালনের পর চলতি নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত  নিয়েছিলেন তিনি।

অপরদিকে হ্যামট্রেমিক শহরে বর্তমান মেয়র ক্যারেন ম্যাজেয়স্কিকে পরাজিত করে মেয়র নির্বাচিত হন মার্কিন স্বাস্থ্য কর্মকর্তা আমর গালিব। মোট ভোটের ৬৮ ভাগই তিনি লাভ করেন।

নির্বাচনে জয়ের পর আবদুল্লাহ হামমুদ সমর্থকদের কাছে এই বিজয়কে ‘ডিয়ারবর্নের জন্য নতুন যুগ’ হিসেবে উল্লেখ করেন।

আবদুল্লাহ হামমুদ বলেন, ‘যেসব ছোট ছোট ছেলে মেয়েরা একসময়ে বিশ্বাস বা নৃতাত্ত্বিক জাতীয়তার জন্য উপহাসের স্বীকার হয়েছে, আমাদের বাবা-মা ও অন্যরা যারাই তাদের ভাঙা ইংরেজির কারণে অপমানিত হয়েছেন এবং এখনও হচ্ছেন,  আজকের দিন তাদের জন্য প্রমাণ করল যে আপনি অন্য যে কারুর মতোই একজন মার্কিন নাগরিক।’

আমর গালিব বলেন,  ‘আমাদের আজকের রাতের বিজয় সেই সম্ভাবনার স্বাক্ষ্য যে আমার মতো এক অভিবাসী যে ১৭ বছর বয়সে কারখানার কাজ নিয়ে এখানে এসেছে। এখন সে পরবর্তী মেয়র হিসেবে স্থানীয় কমিউনিটির সেবা করার সুযোগ ও মর্যাদা লাভ করেছে।’