৩১ ডিসেম্বর ২০২৫, বুধবার, ১৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

কেরলে খুন অসিকুলের পরিবারকে সমবেদনা সাংসদ খলিলুর রহমানের, অভিযুক্তদের উপযুক্ত শাস্তির দাবি জানান সাংসদ

  • সুস্মিতা
  • আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২১, বৃহস্পতিবার
  • 62

সাহিন হোসেন, সাগরদিঘি : কেরলে নিহত অসিকুলের পরিবারকে সমবেদনা জানাতে বৃহস্পতিবার তার বাড়ি যান সাংসদ খলিলুর রহমান। উল্লেখ্য, গত ২৮ জুন কেরালার ইরুক্কুর থানার কুত্তাব জংশনে খুন হন অসিকুল।সেখানে রাজমিস্ত্রির কাজ করতেন মুর্শিদাবাদের সাগরদিঘির মথুরাপুরের বাসিন্দা অসিকুল। সূত্রের খবর,গত শুক্রবার কেরল পুলিশ পরেশ মন্ডলকে জেরার পর পরেশ মন্ডলের মুখ থেকে বন্ধু অসিকুলকে খুনের সব তথ্য বেরিয়ে আসে। ময়নাতদন্তের পর কেরালা থেকে নিহত অসিকুলের লাশ রবিবার রাত ৮টায় এসে পৌঁছায় মথুরাপুরে।সেদিন রাতেই অসিকুলের লাশ কবরস্থ করা হয় । এই ঘটনা শোনার পর খলিলুর রহমান পরিবারকে সমবেদনা জানানোর পাশাপাশি বৃহস্পতিবার আর্থিক সহায়তাও করেন। সাংসদের সামনে অভিযুক্ত দুইজনের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন অসিকুলের বাবা নজরুল ইসলাম ও ভাই মোমিন। এদিন পলাতক অভিযুক্ত গনেশ মন্ডলকে দ্রুত খুঁজে বের করে তাদের উপযুক্ত শাস্তির দাবি জানান সাংসদ খলিলুর রহমান।
এদিন সাংসদ সাগরদিঘির কাবিলপুরের অমৃতপুরেও যান। সেখানে তিনি বাইক দূর্ঘটনায় মৃত কাজিফুর রহমানের পরিবার পরিজনদের সমবেদনা জানান। উল্লেখ্য, গত ২৯ আগস্ট বীরভূমে পথ দুর্ঘটনায় মৃত্যু হয় কাজিফুর রহমানের।কাজিফুরের পরিবারকেও আর্থিক সহায়তা করেন সাংসদ খলিলুর রহমান।

সর্বধিক পাঠিত

বাংলাতেই মাইক্রো অবজারভার নিয়োগ কেনো? কমিশনকে প্রশ্ন অভিষেকের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কেরলে খুন অসিকুলের পরিবারকে সমবেদনা সাংসদ খলিলুর রহমানের, অভিযুক্তদের উপযুক্ত শাস্তির দাবি জানান সাংসদ

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২১, বৃহস্পতিবার

সাহিন হোসেন, সাগরদিঘি : কেরলে নিহত অসিকুলের পরিবারকে সমবেদনা জানাতে বৃহস্পতিবার তার বাড়ি যান সাংসদ খলিলুর রহমান। উল্লেখ্য, গত ২৮ জুন কেরালার ইরুক্কুর থানার কুত্তাব জংশনে খুন হন অসিকুল।সেখানে রাজমিস্ত্রির কাজ করতেন মুর্শিদাবাদের সাগরদিঘির মথুরাপুরের বাসিন্দা অসিকুল। সূত্রের খবর,গত শুক্রবার কেরল পুলিশ পরেশ মন্ডলকে জেরার পর পরেশ মন্ডলের মুখ থেকে বন্ধু অসিকুলকে খুনের সব তথ্য বেরিয়ে আসে। ময়নাতদন্তের পর কেরালা থেকে নিহত অসিকুলের লাশ রবিবার রাত ৮টায় এসে পৌঁছায় মথুরাপুরে।সেদিন রাতেই অসিকুলের লাশ কবরস্থ করা হয় । এই ঘটনা শোনার পর খলিলুর রহমান পরিবারকে সমবেদনা জানানোর পাশাপাশি বৃহস্পতিবার আর্থিক সহায়তাও করেন। সাংসদের সামনে অভিযুক্ত দুইজনের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন অসিকুলের বাবা নজরুল ইসলাম ও ভাই মোমিন। এদিন পলাতক অভিযুক্ত গনেশ মন্ডলকে দ্রুত খুঁজে বের করে তাদের উপযুক্ত শাস্তির দাবি জানান সাংসদ খলিলুর রহমান।
এদিন সাংসদ সাগরদিঘির কাবিলপুরের অমৃতপুরেও যান। সেখানে তিনি বাইক দূর্ঘটনায় মৃত কাজিফুর রহমানের পরিবার পরিজনদের সমবেদনা জানান। উল্লেখ্য, গত ২৯ আগস্ট বীরভূমে পথ দুর্ঘটনায় মৃত্যু হয় কাজিফুর রহমানের।কাজিফুরের পরিবারকেও আর্থিক সহায়তা করেন সাংসদ খলিলুর রহমান।