১২ অগাস্ট ২০২৫, মঙ্গলবার, ২৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

৫০০ স্কোয়ার ফুটেও বাড়ি তৈরিতে মিলবে পুরসভার অনুমোদন, সিদ্ধান্ত মন্ত্রিসভায়

মারুফা খাতুন
  • আপডেট : ১২ অগাস্ট ২০২৫, মঙ্গলবার
  • / 15

পুবের কলম প্রতিবেদক: কলকাতা পুরসভা এলাকায় আধকাঠা বা তার কম পরিমাণ জমিতে বাড়ি নির্মাণের জন্য অনুমতি দেবে রাজ্য সরকার। সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকের সংশোধিত হল বিল্ডিং রুলস -এর এই নতুন নিয়ম। এই নিয়ম অনুযায়ী ৫০০ বর্গফুটের জমিতেও মিলবে বাড়ি নির্মাণের ছাড়পত্র।

পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন, এতদিন পুরসভার নিয়মের ছোট জমিতে বাড়ি তৈরির প্ল্যান অনুমোদনের ক্ষমতা ছিল না। ফলে বহু জমির মালিক ইচ্ছে থাকলেও কাজ শুরু করতে পারতেন না। এবার সেই বাধা কাটল। তবে এখানে কিছু শর্ত থাকছে। পাশাপাশি দুটি বাড়ির মধ্যে যাতে যথেষ্ট। যথেষ্ট জায়গা থাকে তা নিশ্চিত করতে হবে। এই বাড়ি তৈরির ক্ষেত্রে সাধারণ নিয়মিত নয় কিন্তু কিছুটা কম পরিমাণ জমি ছাড় দিলেই অনুমোদন পাওয়া যাবে, পুরো প্রক্রিয়াটি হবে অনলাইনে।

মিউটেশন থেকে কনভারশনসহ সমস্ত আইনি ধাপ নিয়ম মেনে করতে হবে। সমস্ত কাগজপত্র ঠিক থাকলে ১৫ দিনের মধ্যেই বাড়ি তৈরির অনুমোদন মিলবে। তবে বড় জমির ক্ষেত্রে পুরনো নিয়মই বহাল থাকবে।

ছাব্বিশের নির্বাচনের আগে এই সিদ্ধান্ত স্বস্তি দেবে বহু ছোট জমির মালিকদের। যারা দীর্ঘদিন ধরে অনুমতির অভাবে বাড়ি নির্মাণ শুরু করতে পারেনি তাদের জন্য নতুন সম্ভাবনার দরজা খুলে গেল এই সিদ্ধান্তের ফলে।পাশাপাশি ঘনবসতিপূর্ণ এলাকাতেও ছোটছোট আবাসন তৈরির পথ সহজ হবে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

৫০০ স্কোয়ার ফুটেও বাড়ি তৈরিতে মিলবে পুরসভার অনুমোদন, সিদ্ধান্ত মন্ত্রিসভায়

আপডেট : ১২ অগাস্ট ২০২৫, মঙ্গলবার

পুবের কলম প্রতিবেদক: কলকাতা পুরসভা এলাকায় আধকাঠা বা তার কম পরিমাণ জমিতে বাড়ি নির্মাণের জন্য অনুমতি দেবে রাজ্য সরকার। সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকের সংশোধিত হল বিল্ডিং রুলস -এর এই নতুন নিয়ম। এই নিয়ম অনুযায়ী ৫০০ বর্গফুটের জমিতেও মিলবে বাড়ি নির্মাণের ছাড়পত্র।

পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন, এতদিন পুরসভার নিয়মের ছোট জমিতে বাড়ি তৈরির প্ল্যান অনুমোদনের ক্ষমতা ছিল না। ফলে বহু জমির মালিক ইচ্ছে থাকলেও কাজ শুরু করতে পারতেন না। এবার সেই বাধা কাটল। তবে এখানে কিছু শর্ত থাকছে। পাশাপাশি দুটি বাড়ির মধ্যে যাতে যথেষ্ট। যথেষ্ট জায়গা থাকে তা নিশ্চিত করতে হবে। এই বাড়ি তৈরির ক্ষেত্রে সাধারণ নিয়মিত নয় কিন্তু কিছুটা কম পরিমাণ জমি ছাড় দিলেই অনুমোদন পাওয়া যাবে, পুরো প্রক্রিয়াটি হবে অনলাইনে।

মিউটেশন থেকে কনভারশনসহ সমস্ত আইনি ধাপ নিয়ম মেনে করতে হবে। সমস্ত কাগজপত্র ঠিক থাকলে ১৫ দিনের মধ্যেই বাড়ি তৈরির অনুমোদন মিলবে। তবে বড় জমির ক্ষেত্রে পুরনো নিয়মই বহাল থাকবে।

ছাব্বিশের নির্বাচনের আগে এই সিদ্ধান্ত স্বস্তি দেবে বহু ছোট জমির মালিকদের। যারা দীর্ঘদিন ধরে অনুমতির অভাবে বাড়ি নির্মাণ শুরু করতে পারেনি তাদের জন্য নতুন সম্ভাবনার দরজা খুলে গেল এই সিদ্ধান্তের ফলে।পাশাপাশি ঘনবসতিপূর্ণ এলাকাতেও ছোটছোট আবাসন তৈরির পথ সহজ হবে।