০১ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মুসলিম বিশ্বের নোবেল ‘মুস্তফা পুরস্কার’ পেলেন যে ৫ বিজ্ঞানী

তেহরান: মুস্তফা পুরস্কার ২০২১ পেলেন পাঁচ মুসলিম বিজ্ঞানী। ইসলামি বিশ্বে বিজ্ঞান ও প্রযুক্তির প্রসারের জন্য এ পুরস্কার চালু করা হয়। ইরানের চালু করা এ পুরস্কারকে ওআইসিভুক্ত দেশগুলোর মুসলিম বিজ্ঞানীদের জন্য ‘নোবেল’ হিসেবে বিবেচনা করা হয়। মূলত চার ক্যাটিগোরিতে দেওয়া হয় মুস্তফা পুরস্কার। এগুলো হল, তথ্য এবং যোগাযোগ বিজ্ঞান ও প্রযুক্তি, জীবন এবং চিকিৎসা বিজ্ঞান ও প্রযুক্তি, ন্যানোসায়েন্স ও ন্যানো টেকনলজি এবং বিজ্ঞান ও প্রযুক্তির সব ক্ষেত্র। পুরস্কারপ্রাপ্তরা ১০ লক্ষ মার্কিন ডলার করে পাবেন। তাদের ২১ অক্টোবর পুরস্কার দেওয়ার কথা রয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তির সব ক্ষেত্র ক্যাটিগোরিতে পুরস্কার পেয়েছেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কামরান ওয়াফা। তাঁকে পুরস্কার দেওয়া হয়েছে তাঁর ‘এফথিউরির’ জন্য। বাংলাদেশি বিজ্ঞানী প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জাহিদ হাসানও পেয়েছেন মুস্তফা পুরস্কার। লেবাননের মুহাম্মদ এইচ সায়েগ পুরস্কার পেয়েছেন ‘রেনাল এবং কার্ডিয়াক অ্যালোগ্রাষ্ট ফল উন্নত করতে অভিনব থেরাপির জন্য। মুহাম্মদ ইকবাল চৌধুরিকে পুরস্কার দেওয়া হয়েছে ‘থেরাপিউটিক অ্যাপ্লিকেশগুলোর সঙ্গে আকর্ষণীয় অণু আবিষ্কারের জন্য। পুরস্কার পাওয়া অপর মুসলিম বিজ্ঞানী হলেন ইয়াহইয়া তায়ালাতি। মুস্তফা পুরস্কার শিক্ষা ও গবেষণাকে উৎসাহিত করতে এবং ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সদস্য দেশগুলোতে কর্মরত বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিষ্ঠানের মধ্যে আঞ্চলিক সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে থাকে। ২০১৫ সালে প্রথম এই পুরস্কার প্রদান চালু হয়।

আরও খবর পড়ুনঃ

ট্যাগ :
সর্বধিক পাঠিত

‘জয় শ্রী রাম’ বলাতে চাপ, বিজেপির রাজ্যে নির্যাতনের শিকার কাশ্মীরি ব্যবসায়ীরা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মুসলিম বিশ্বের নোবেল ‘মুস্তফা পুরস্কার’ পেলেন যে ৫ বিজ্ঞানী

আপডেট : ১৭ অক্টোবর ২০২১, রবিবার

তেহরান: মুস্তফা পুরস্কার ২০২১ পেলেন পাঁচ মুসলিম বিজ্ঞানী। ইসলামি বিশ্বে বিজ্ঞান ও প্রযুক্তির প্রসারের জন্য এ পুরস্কার চালু করা হয়। ইরানের চালু করা এ পুরস্কারকে ওআইসিভুক্ত দেশগুলোর মুসলিম বিজ্ঞানীদের জন্য ‘নোবেল’ হিসেবে বিবেচনা করা হয়। মূলত চার ক্যাটিগোরিতে দেওয়া হয় মুস্তফা পুরস্কার। এগুলো হল, তথ্য এবং যোগাযোগ বিজ্ঞান ও প্রযুক্তি, জীবন এবং চিকিৎসা বিজ্ঞান ও প্রযুক্তি, ন্যানোসায়েন্স ও ন্যানো টেকনলজি এবং বিজ্ঞান ও প্রযুক্তির সব ক্ষেত্র। পুরস্কারপ্রাপ্তরা ১০ লক্ষ মার্কিন ডলার করে পাবেন। তাদের ২১ অক্টোবর পুরস্কার দেওয়ার কথা রয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তির সব ক্ষেত্র ক্যাটিগোরিতে পুরস্কার পেয়েছেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কামরান ওয়াফা। তাঁকে পুরস্কার দেওয়া হয়েছে তাঁর ‘এফথিউরির’ জন্য। বাংলাদেশি বিজ্ঞানী প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জাহিদ হাসানও পেয়েছেন মুস্তফা পুরস্কার। লেবাননের মুহাম্মদ এইচ সায়েগ পুরস্কার পেয়েছেন ‘রেনাল এবং কার্ডিয়াক অ্যালোগ্রাষ্ট ফল উন্নত করতে অভিনব থেরাপির জন্য। মুহাম্মদ ইকবাল চৌধুরিকে পুরস্কার দেওয়া হয়েছে ‘থেরাপিউটিক অ্যাপ্লিকেশগুলোর সঙ্গে আকর্ষণীয় অণু আবিষ্কারের জন্য। পুরস্কার পাওয়া অপর মুসলিম বিজ্ঞানী হলেন ইয়াহইয়া তায়ালাতি। মুস্তফা পুরস্কার শিক্ষা ও গবেষণাকে উৎসাহিত করতে এবং ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সদস্য দেশগুলোতে কর্মরত বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিষ্ঠানের মধ্যে আঞ্চলিক সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে থাকে। ২০১৫ সালে প্রথম এই পুরস্কার প্রদান চালু হয়।

আরও খবর পড়ুনঃ