ভোটমুখী বিহারে খুনের অভিযোগ গ্রেফতার এনডিএ প্রার্থী অনন্ত
- আপডেট : ২ নভেম্বর ২০২৫, রবিবার
- / 96
পুবের কলম, ওয়েবডেস্ক: ভোটমুখী বিহারে খুনের অভিযোগ গ্রেফতার হলেন এনডিএ প্রার্থী অনন্ত সিং। গত শনিবার নিজের নির্বাচনী এলাকায় ভোট প্রচারের সময় তাঁকে গ্রেফতার করা হয়। জানা গিয়েছে, জনতা দল (ইউনাইটেড) প্রার্থী ও প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে খুনের অভিযোগ উঠেছিল। গত বৃহস্পতিবার (৩০ অক্টোবর) জন সুরজ পার্টির সমর্থক দুলালচাঁদ যাদবের হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে শনিবার গভীর রাতে পাটনার জেলা ম্যাজিস্ট্রেট থিয়াগরাজন এস এম এবং সিনিয়র পুলিশ সুপার কার্তিকে শর্মা পাটনা জেলার বারে তাঁর বাড়ি থেকে সিংকে গ্রেফতার করেছেন।
এসএসপি শর্মা জানিয়েছেন, “এই মামলায় সিংয়ের দুই সহযোগী মণিকান্ত ঠাকুর ও রঞ্জিত রামকেও হেফাজতে নেওয়া হয়েছে। অনন্ত সিং-সহ তিনজনই ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। প্রত্যক্ষদর্শীদের বিবরণ ও প্রাথমিক তদন্তের ভিত্তিতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ধৃতদের আদালতে হাজির করা হবে।” সূত্রের খবর, প্রায় ১৫০ জন কর্মীর একটি পুলিশ দল গভীর রাতে বারের কার্গিল চকের কাছে সিংয়ের বাড়িতে হানা দেয়। পুলিশি অভিযানে তাঁর সহযোগী ঠাকুর ও রামকেও গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় সব মিলিয়ে চারটি এফআইআর দায়ের করা হয়েছে। মৃতের নাতি নীরজ কুমারের দায়ের করা এফআইআরে অনন্ত সিংকে অভিযুক্ত করা হয়েছে। জেডিইউ প্রার্থীর গাড়িবহরে হামলার অভিযোগে আরও একটি মামলা দায়ের করা হয়েছে।
পাটনার ডিএম থিয়াগারাজন জানিয়েছেন, জেলা প্রশাসন ঘটনাটিকে খুব গুরুত্ব দিয়েছে। তিনি বলেন, ‘আমরা ওই এলাকায় নির্বাচন কমিশনের আদর্শ আচরণবিধি কঠোরভাবে প্রয়োগ করব। কাউকে ছাড় দেওয়া হবে না। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সব লাইসেন্সধারী আগ্নেয়াস্ত্র জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।’






















