২০ অক্টোবর ২০২৫, সোমবার, ২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

এবার বাড়িতে বসেই কাটতে পারবেন মেট্রোর টিকিট, জানুন কিভাবে

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৩০ নভেম্বর ২০২১, মঙ্গলবার
  • / 78

পুবের কলম প্রতিবেদকঃ করোনাবিধি অনেকটা শিথিল হওয়ায় স্কুল– কলেজ অফিস খুলে গেছে। আর এই পরিস্থিতে অফিস টাইমে টিকিটের লাইনে আর নয়। যাত্রীদের সুবিধার্থে কলকাতা মেট্রোয় চালু হতে চলেছে কিউআর কোড বেসড টিকিট। ডিসেম্বরের গোড়াতেই নতুন পদ্ধতিতে টিকিট কাটতে পারবেন যাত্রীরা। করোনা কালে সংক্রমণ এড়িয়ে এভাবে টিকিট কাটা যাত্রীদের মধ্যে যথেষ্ট জনপ্রিয় হবে বলেই মনে করছেন মেট্রো কর্তারা।

 

আরও পড়ুন: উত্তরপ্রদেশে সরকারি হোমে খাবার খেয়ে অসুস্থ ১৬, মৃত্যু চার শিশুর

অন্যান্য দেশের মতো আধুনিকতার ছোঁয়া অনেকদিনই লেগেছে কলকাতার লাইফ লাইনে। এবার মেট্রোয় শুরু হতে চলেছে কিউআর কোড বেসড টিকেটিং ব্যবস্থা।

আরও পড়ুন: বাড়িতে এডিস মশার লার্ভা, ৪৩ টি পরিবারের বিরুদ্ধে মামলা ডেঙ্গু রোধে কড়া পুরসভা

 

আরও পড়ুন: মৃত ব্যক্তির দেখা মিলল মোমোর দোকানে, বাড়িতে সম্পন্ন শেষকৃত্য  

মেট্রো সূত্রে খবর– মাসদুয়েক আগেই শুরু হয়েছিল স্মার্ট গেটে কোড স্ক্যানার বসানোর কাজ। ইতিমধ্যেই নোয়াপাড়া থেকে কবি সুভাষ শাখায় সবকটি স্টেশনে কোড স্ক্যানার বসানোর কাজ সম্পূর্ণ হয়েছে। বরানগর এবং দক্ষিণেশ্বরের ক্ষেত্রে কিউআর কোড স্ক্যানার যুক্ত অত্যাধুনিক গেট স্টেশন চালুর সময়ই বসানো হয়েছিল। ফলে মোবাইলে ইটিকেটিং এখন শুধু চালু হওয়ার অপেক্ষা।

যাত্রীরা কীভাবে পাবে কিউআর কোড টিকিট যাত্রীরমোবাইল ফোনে অবশ্যই যাত্রীকে রাখতে হবে কলকাতা মেট্রো অ্যাপ। সেখানে নিজের নাম রেজিস্টার করে কাটা যাবে টিকিট। মেট্রোসূত্রে খবর, প্রত্যেক স্টেশনের জন্য থাকবে পৃথক কিউআর কোড। যে মোবাইল থেকে টিকিট কাটা হচ্ছে– একমাত্র সেই মোবাইল থেকেই কিউআর কোড কাজ করবে। যে স্টেশন থেকে যাত্রী উঠবেন এবং যেখানে নামবেন– সেই দুই স্টেশনের নাম অ্যাপে লিখতে হবে। দূরত্ব অনুযায়ী ভাড়া নির্ধারিত হবে। অনলাইনে সেই ভাড়া মেটানোর সঙ্গে সঙ্গে যাত্রীর মোবাইলে চলে আসবে কিউআর কোড।

নির্দিষ্ট স্টেশনে গিয়ে প্ল্যাটফর্মে থাকা স্বয়ংক্রিয় গেটে নির্দিষ্ট স্ক্যানারের সামনে ওই কিউআরকোড ধরলেই যন্ত্র তা পড়ে নেবে। খুলে যাবে গেট। স্টেশনে ঢোকা ও বেরনোর সময় স্ক্যান করতে হবে কোডটি। নেট ব্যাংকিংয়ের মাধ্যমে আদানপ্রদান হবে টাকার।

এর ফলে অফিস টাইমে যাত্রীদের লাইনের ভিড় এড়াতে এই ব্যবস্থা আরও গ্রহণযোগ্য হবে বলে মনে করছে মেট্রো কর্তৃপক্ষ। একই সঙ্গে নতুন প্রজন্মের কাছেও কিউআর কোড টিকেটিং ব্যবস্থার গ্রহণযোগ্যতা থাকবে অনেকটাই। করোনাকালে দীর্ঘদিন ধরে বন্ধ থাকার পর মেট্রোয় ফের টোকেন চালু হয়েছে দিনসাতেক আগে। তা ছাড়া স্মার্ট কার্ডতো রয়েইছে। আর এবার ডিসেম্বরের গোড়াতেই অত্যাধুনিক এই ব্যবস্থায় উপকৃত হবেন যাত্রীরা। মেট্রোর এক উচ্চপদস্থ আধিকারিক জানান, বাড়িতে বসেই কেটে ফেলা যাবে মেট্রোর টিকিট।

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

এবার বাড়িতে বসেই কাটতে পারবেন মেট্রোর টিকিট, জানুন কিভাবে

আপডেট : ৩০ নভেম্বর ২০২১, মঙ্গলবার

পুবের কলম প্রতিবেদকঃ করোনাবিধি অনেকটা শিথিল হওয়ায় স্কুল– কলেজ অফিস খুলে গেছে। আর এই পরিস্থিতে অফিস টাইমে টিকিটের লাইনে আর নয়। যাত্রীদের সুবিধার্থে কলকাতা মেট্রোয় চালু হতে চলেছে কিউআর কোড বেসড টিকিট। ডিসেম্বরের গোড়াতেই নতুন পদ্ধতিতে টিকিট কাটতে পারবেন যাত্রীরা। করোনা কালে সংক্রমণ এড়িয়ে এভাবে টিকিট কাটা যাত্রীদের মধ্যে যথেষ্ট জনপ্রিয় হবে বলেই মনে করছেন মেট্রো কর্তারা।

 

আরও পড়ুন: উত্তরপ্রদেশে সরকারি হোমে খাবার খেয়ে অসুস্থ ১৬, মৃত্যু চার শিশুর

অন্যান্য দেশের মতো আধুনিকতার ছোঁয়া অনেকদিনই লেগেছে কলকাতার লাইফ লাইনে। এবার মেট্রোয় শুরু হতে চলেছে কিউআর কোড বেসড টিকেটিং ব্যবস্থা।

আরও পড়ুন: বাড়িতে এডিস মশার লার্ভা, ৪৩ টি পরিবারের বিরুদ্ধে মামলা ডেঙ্গু রোধে কড়া পুরসভা

 

আরও পড়ুন: মৃত ব্যক্তির দেখা মিলল মোমোর দোকানে, বাড়িতে সম্পন্ন শেষকৃত্য  

মেট্রো সূত্রে খবর– মাসদুয়েক আগেই শুরু হয়েছিল স্মার্ট গেটে কোড স্ক্যানার বসানোর কাজ। ইতিমধ্যেই নোয়াপাড়া থেকে কবি সুভাষ শাখায় সবকটি স্টেশনে কোড স্ক্যানার বসানোর কাজ সম্পূর্ণ হয়েছে। বরানগর এবং দক্ষিণেশ্বরের ক্ষেত্রে কিউআর কোড স্ক্যানার যুক্ত অত্যাধুনিক গেট স্টেশন চালুর সময়ই বসানো হয়েছিল। ফলে মোবাইলে ইটিকেটিং এখন শুধু চালু হওয়ার অপেক্ষা।

যাত্রীরা কীভাবে পাবে কিউআর কোড টিকিট যাত্রীরমোবাইল ফোনে অবশ্যই যাত্রীকে রাখতে হবে কলকাতা মেট্রো অ্যাপ। সেখানে নিজের নাম রেজিস্টার করে কাটা যাবে টিকিট। মেট্রোসূত্রে খবর, প্রত্যেক স্টেশনের জন্য থাকবে পৃথক কিউআর কোড। যে মোবাইল থেকে টিকিট কাটা হচ্ছে– একমাত্র সেই মোবাইল থেকেই কিউআর কোড কাজ করবে। যে স্টেশন থেকে যাত্রী উঠবেন এবং যেখানে নামবেন– সেই দুই স্টেশনের নাম অ্যাপে লিখতে হবে। দূরত্ব অনুযায়ী ভাড়া নির্ধারিত হবে। অনলাইনে সেই ভাড়া মেটানোর সঙ্গে সঙ্গে যাত্রীর মোবাইলে চলে আসবে কিউআর কোড।

নির্দিষ্ট স্টেশনে গিয়ে প্ল্যাটফর্মে থাকা স্বয়ংক্রিয় গেটে নির্দিষ্ট স্ক্যানারের সামনে ওই কিউআরকোড ধরলেই যন্ত্র তা পড়ে নেবে। খুলে যাবে গেট। স্টেশনে ঢোকা ও বেরনোর সময় স্ক্যান করতে হবে কোডটি। নেট ব্যাংকিংয়ের মাধ্যমে আদানপ্রদান হবে টাকার।

এর ফলে অফিস টাইমে যাত্রীদের লাইনের ভিড় এড়াতে এই ব্যবস্থা আরও গ্রহণযোগ্য হবে বলে মনে করছে মেট্রো কর্তৃপক্ষ। একই সঙ্গে নতুন প্রজন্মের কাছেও কিউআর কোড টিকেটিং ব্যবস্থার গ্রহণযোগ্যতা থাকবে অনেকটাই। করোনাকালে দীর্ঘদিন ধরে বন্ধ থাকার পর মেট্রোয় ফের টোকেন চালু হয়েছে দিনসাতেক আগে। তা ছাড়া স্মার্ট কার্ডতো রয়েইছে। আর এবার ডিসেম্বরের গোড়াতেই অত্যাধুনিক এই ব্যবস্থায় উপকৃত হবেন যাত্রীরা। মেট্রোর এক উচ্চপদস্থ আধিকারিক জানান, বাড়িতে বসেই কেটে ফেলা যাবে মেট্রোর টিকিট।