৩১ ডিসেম্বর ২০২৫, বুধবার, ১৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

লক্ষ্মীর ভাণ্ডার ফর্ম নিয়ে মানুষের উচ্ছ্বাস, বিক্রির অভিযোগ কোথাও

দেবশ্রী মজুমদার, নলহাটি: লক্ষ্মীর ভাণ্ডার ফর্ম নিয়ে মানুষের উচ্ছ্বাস। ফর্ম বিক্রির অভিযোগ কোথাও। নলহাটি দুই ব্লকের চারুবালা গার্লস হাইস্কুলের দুয়ারে সরকার ক‍্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার ফর্ম বিক্রির অভিযোগ। লাইনে দাঁড়িয়ে নাসিমা খাতুন ও মনিমালা মণ্ডল বলেন, আমরা কেউ ভোর পাঁচটা আবার কেউ সকাল ন’টা থেকে লাইনে দাঁড়িয়ে। কিন্তু বেলাইনে ফর্ম কিনে ফর্ম জমা দেওয়া চলছে। সাকিনা বিবির অভিযোগ, ফর্ম উপর তলা থেকে ফেলে দেওয়া হচ্ছে। তাই নিয়ে কাড়াকাড়ি। আমি ভয়ে পালিয়ে গেছিলাম। জেরক্স সেন্টার থেকে দশ টাকায় ফর্ম কিনে ফের জমা দিতে এসেছি।
সিপিএমের স্থানীয় কৃষক সভার নেতা খাইরুল হাসান বলেন, ক‍্যাম্পের ভিতরে কি করে দশ টাকায় ফর্ম বিক্রি হয়। যেখানে বিনা পয়সায় ফর্ম বিক্রি করার কথা।
স্থানীয় শিক্ষা কর্মাধ‍্যক্ষ আবু জাহের রাণা বলেন, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প ঘিরে মানুষের উচ্ছ্বাস আবেগ চোখে পড়ার মতো। তাকে কালিমা লিপ্ত করতে মানুষের কাছে পরিত‍্যক্ত বিরোধী দল অপপ্রচার করছে। ক‍্যাম্পে কোন ফর্ম বিক্রি হয়নি।
বিডিও হুমায়ন চৌধুরী বলেন, পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে। তারা ক‍্যাম্পে ছিলেন। তবে ক‍্যাম্পে ফর্ম বিক্রির কোন অভিযোগ জমা পড়ে নি। দুয়ারে সরকার শিবিরে যথেষ্ট পরিমাণ ফর্ম আছে। সবাই পাবেন।

সর্বধিক পাঠিত

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় যাচ্ছেন জয়শংকর

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

লক্ষ্মীর ভাণ্ডার ফর্ম নিয়ে মানুষের উচ্ছ্বাস, বিক্রির অভিযোগ কোথাও

আপডেট : ১৬ অগাস্ট ২০২১, সোমবার

দেবশ্রী মজুমদার, নলহাটি: লক্ষ্মীর ভাণ্ডার ফর্ম নিয়ে মানুষের উচ্ছ্বাস। ফর্ম বিক্রির অভিযোগ কোথাও। নলহাটি দুই ব্লকের চারুবালা গার্লস হাইস্কুলের দুয়ারে সরকার ক‍্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার ফর্ম বিক্রির অভিযোগ। লাইনে দাঁড়িয়ে নাসিমা খাতুন ও মনিমালা মণ্ডল বলেন, আমরা কেউ ভোর পাঁচটা আবার কেউ সকাল ন’টা থেকে লাইনে দাঁড়িয়ে। কিন্তু বেলাইনে ফর্ম কিনে ফর্ম জমা দেওয়া চলছে। সাকিনা বিবির অভিযোগ, ফর্ম উপর তলা থেকে ফেলে দেওয়া হচ্ছে। তাই নিয়ে কাড়াকাড়ি। আমি ভয়ে পালিয়ে গেছিলাম। জেরক্স সেন্টার থেকে দশ টাকায় ফর্ম কিনে ফের জমা দিতে এসেছি।
সিপিএমের স্থানীয় কৃষক সভার নেতা খাইরুল হাসান বলেন, ক‍্যাম্পের ভিতরে কি করে দশ টাকায় ফর্ম বিক্রি হয়। যেখানে বিনা পয়সায় ফর্ম বিক্রি করার কথা।
স্থানীয় শিক্ষা কর্মাধ‍্যক্ষ আবু জাহের রাণা বলেন, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প ঘিরে মানুষের উচ্ছ্বাস আবেগ চোখে পড়ার মতো। তাকে কালিমা লিপ্ত করতে মানুষের কাছে পরিত‍্যক্ত বিরোধী দল অপপ্রচার করছে। ক‍্যাম্পে কোন ফর্ম বিক্রি হয়নি।
বিডিও হুমায়ন চৌধুরী বলেন, পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে। তারা ক‍্যাম্পে ছিলেন। তবে ক‍্যাম্পে ফর্ম বিক্রির কোন অভিযোগ জমা পড়ে নি। দুয়ারে সরকার শিবিরে যথেষ্ট পরিমাণ ফর্ম আছে। সবাই পাবেন।