বাঙালি বিদ্বেষের বিরুদ্ধে পিআইবি-র গণমেল কর্মসূচি, রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী সহ সাংবিধানিক পদাধিকারীদের দিচ্ছে চিঠি

- আপডেট : ১১ জুলাই ২০২৫, শুক্রবার
- / 177
মোকতার হোসেন মন্ডল: ভারতের বিভিন্ন রাজ্যে বাঙালি সম্প্রদায়ের উপর চলতে থাকা বিদ্বেষমূলক আচরণ, বৈষম্য এবং বঞ্চনার বিরুদ্ধে এবার সরব হল প্রগ্রেসিভ ইন্টেলেকচুয়াল অফ বেঙ্গল বা পিআইবি।
সংগঠনের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, জাতীয় মানবাধিকার কমিশন সহ দেশের একাধিক গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদাধিকারীর কাছে গণচিঠি পাঠানো হবে এবং তাদের হস্তক্ষেপ দাবি করা হবে।
পিআইবির পক্ষে অধ্যাপক মোনাজাত আলি জানিয়েছেন, দেশের বিভিন্ন প্রান্তে কাজ করতে যাওয়া বাঙালি পরিযায়ী শ্রমিকরা নানাভাবে নিপীড়নের শিকার হচ্ছেন। তাঁদের ভাষা, সংস্কৃতি, ও আঞ্চলিক পরিচিতিকে কেন্দ্র করে বিদ্বেষ ছড়ানো হচ্ছে, যা ভারতের সংবিধান ও বহুত্ববাদী চেতনার পরিপন্থী।
পিআইবি মনে করে, প্রত্যেক রাজ্যে বসবাসকারী নাগরিকদের জন্য সমান অধিকার নিশ্চিত করা সরকারের দায়িত্ব। বাঙালিদের বিরুদ্ধে বিদ্বেষমূলক প্রচার ও হামলার নিরপেক্ষ তদন্ত, অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং বাংলা ভাষাভাষী জনগণের সাংবিধানিক সুরক্ষা নিশ্চিত করার দাবিও করছে পিআইবি। সংগঠনের পক্ষ থেকে এই গণমেল কর্মসূচিতে যোগদানের আহ্বান জানানো হয়েছে।
জনসাধারণের কাছে পাঠানো এক আবেদনপত্রে পিআইবি লিখেছে,’কর্মসূত্রে বাংলার বহু সন্তান ভারতের বিভিন্ন রাজ্যে বসবাস করেন। সাম্প্রতিক কালে বাংলা ভাষা নিয়ে এক অদ্ভুত বিদ্বেষী মানসিকতা ছড়িয়ে পড়েছে। বাংলায় কথা বললেই বাংলাদেশী বলে দাগিয়ে দিয়ে মারধর করা, আটক করা, এমনকি কেন্দ্রীয় বাহিনীর সাহায্যে দেশ থেকে বিতাড়িত করার প্রচেষ্টাও নজরে এসেছে।
এই সমস্যার সমাধান কল্পে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, ন্যাশনাল হিউম্যান রাইট কমিশন ইত্যাদির মত বিভিন্ন সাংবিধানিক পদাধিকারীদের গণ মেল করা হচ্ছে। এই নিপীড়িত পরিযায়ী শ্রমিক এবং হতভাগ্য দরিদ্র পরিবারগুলির পাশে দাঁড়ানোর জন্য নিচের লিংকে ক্লিক করে নিজের নাম লিখুন এবং মেইল পাঠিয়ে দিন।
https://pib-bengalee.vercel.app