০১ অক্টোবর ২০২৫, বুধবার, ১৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

মহারাষ্ট্রে উদ্ধার বাদুড়িয়ার আবু বক্কর মণ্ডলের বস্তাবন্দী দেহ

ইমামা খাতুন
  • আপডেট : ২৫ জুলাই ২০২৫, শুক্রবার
  • / 162

ইনামুল হক, বসিরহাট: পরিযায়ী শ্রমিককে নৃশংসভাবে কুপিয়ে খুন করে টুকরো টুকরো দেহ বস্তাবন্দী করে ডোবায় পুঁতে দেওয়ার ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। আবু বক্কর মণ্ডল (৩৩) নামের ওই পরিযায়ী শ্রমিকের বাড়ি বসিরহাট পুলিশ জেলার বাদুড়িয়া থানার রুদ্রপুরে। নৃশংস এই ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের ভাসি পুলিশ থানার ওয়াসিগাও এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায়, আবু বক্কর মণ্ডল বেশ কয়েকবছর ধরে মহারাষ্ট্রে শ্রমিকের কাজ করতো। মূলত, রাজমিস্ত্রির কাজ করত সে। সেখানে তার স্ত্রীকে নিয়ে সে বসবাস করত। গত রবিবার সন্ধ্যার পর থেকে আবু বক্কর মণ্ডলের কোনও খোঁজ পাচ্ছিল না তার পরিবার। মোবাইলের সুইচ অফ ছিল। সেই দিন এবং পরের দিন খোঁজাখুঁজির পর না পাওয়া গেলে, স্থানীয় ভাসি থানায় অভিযোগ দায়ের করে তার পরিবার। এরপর ভাসি থানার পুলিশ তদন্তে নামে।

আরও পড়ুন: ভিন রাজ্য নয়, এই রাজ্যেই বাঙালি বলে কারখানা থেকে বের করে দিল কর্তৃপক্ষ, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি

গত মঙ্গলবার সে যেখানে থাকতো তার থেকে বেশ কিছুটা দূরে একটি ডোবার ভেতর থেকে বস্তাবন্দী অবস্থায় টুকরো টুকরো করা বস্তাবন্দি দেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ তার পরিবারকে সেই দেহ দেখালে ররিবার সেটি শনাক্ত করে। পরবর্তীতে ময়নাতদন্তের পর মহারাষ্ট্র থেকে তার কফিনবন্দি দেহ বৃহস্পতিবার রাতে বাদুড়িয়ার রুদ্রপুরে বাড়িতে আনা হয়।

আরও পড়ুন: নির্বাচন আসলেই এজেন্সির দাপাদাপি বাড়ে: Mamata Banerjee

আবু বক্কর সিদ্দিকীর অসুস্থ বাবা ও মা হামিদা বিবি কান্নায় ভেঙে পড়ে বলেন, ‘আমার ছেলে কুড়ি বছর ধরে বাইরে রাজমিস্ত্রির কাজ করছে। ও নির্দোষ, কেন মারলো। কারা এমন করে খুন করলো–দোষীদের ধরে শাস্তি দিক, ফাঁসি দিক।’ বৃহস্পতিবার রাতেই আবু বক্কর সিদ্দিকীর দেহ দাফন করা হয়। মহারাষ্ট্রের ভাসি থানার পুলিশ এই খুনের ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এর পিছনে অন্য কোনও ষড়যন্ত্র বা পরকীয়ার মতো ঘটনা আছে কিনা পুলিশ খতিয়ে দেখছে।

আরও পড়ুন: Maharashtra Violence: গোষ্ঠী সংঘর্ষে তপ্ত মহারাষ্ট্রের কোলাপুর, আহত ১০

প্রসঙ্গত, ভারতের বিভিন্ন রাজ্যে বাঙালিদের ওপর অত্যাচার নিয়ে আগেই সরব হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভিন রাজ্যে বাঙালীদের ওপর বিভিন্নভাবে হেনস্তা করা হচ্ছে এমন অভিযোগ বারবার বিভিন্ন রাজ্য থেকে উঠে এসেছে। যা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই সরব হয়েছেন। আর এবার রাজ্য সরকারের উদ্যোগে বসিরহাট পুলিশ জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার হোসেন মেহেদী রহমানের নির্দেশে ২৪ ঘন্টার একটি বিশেষ হেল্পলাইন চালু করা হয়েছে।

যেখানে ভিন রাজ্যে থাকা বসিরহাটবাসীদের বিশেষ সহায়তা দেওয়ার জন্য এই ৯১৪৭৮৮৮১৮৫ বিশেষ হেল্প লাইনটি চালু করা হয়েছে বলে এমনই জানিয়েছেন বসিরহাটের ভারপ্রাপ্ত পুলিশ সুপার ডক্টর হোসেন মেহেদী রহমান। পুলিশ সুপার বলেন, ‘হোয়াটসঅ্যাপ এবং টেলিফোনের মাধ্যমেও জানানো যাবে অভিযোগ। ইতিমধ্যে বিশেষ সেই হেল্পলাইনটি বসিরহাট পুলিশ জেলার ভেরিফাইড ফেসবুক পেজে আপলোড করা হয়েছে।’

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মহারাষ্ট্রে উদ্ধার বাদুড়িয়ার আবু বক্কর মণ্ডলের বস্তাবন্দী দেহ

আপডেট : ২৫ জুলাই ২০২৫, শুক্রবার

ইনামুল হক, বসিরহাট: পরিযায়ী শ্রমিককে নৃশংসভাবে কুপিয়ে খুন করে টুকরো টুকরো দেহ বস্তাবন্দী করে ডোবায় পুঁতে দেওয়ার ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। আবু বক্কর মণ্ডল (৩৩) নামের ওই পরিযায়ী শ্রমিকের বাড়ি বসিরহাট পুলিশ জেলার বাদুড়িয়া থানার রুদ্রপুরে। নৃশংস এই ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের ভাসি পুলিশ থানার ওয়াসিগাও এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায়, আবু বক্কর মণ্ডল বেশ কয়েকবছর ধরে মহারাষ্ট্রে শ্রমিকের কাজ করতো। মূলত, রাজমিস্ত্রির কাজ করত সে। সেখানে তার স্ত্রীকে নিয়ে সে বসবাস করত। গত রবিবার সন্ধ্যার পর থেকে আবু বক্কর মণ্ডলের কোনও খোঁজ পাচ্ছিল না তার পরিবার। মোবাইলের সুইচ অফ ছিল। সেই দিন এবং পরের দিন খোঁজাখুঁজির পর না পাওয়া গেলে, স্থানীয় ভাসি থানায় অভিযোগ দায়ের করে তার পরিবার। এরপর ভাসি থানার পুলিশ তদন্তে নামে।

আরও পড়ুন: ভিন রাজ্য নয়, এই রাজ্যেই বাঙালি বলে কারখানা থেকে বের করে দিল কর্তৃপক্ষ, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি

গত মঙ্গলবার সে যেখানে থাকতো তার থেকে বেশ কিছুটা দূরে একটি ডোবার ভেতর থেকে বস্তাবন্দী অবস্থায় টুকরো টুকরো করা বস্তাবন্দি দেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ তার পরিবারকে সেই দেহ দেখালে ররিবার সেটি শনাক্ত করে। পরবর্তীতে ময়নাতদন্তের পর মহারাষ্ট্র থেকে তার কফিনবন্দি দেহ বৃহস্পতিবার রাতে বাদুড়িয়ার রুদ্রপুরে বাড়িতে আনা হয়।

আরও পড়ুন: নির্বাচন আসলেই এজেন্সির দাপাদাপি বাড়ে: Mamata Banerjee

আবু বক্কর সিদ্দিকীর অসুস্থ বাবা ও মা হামিদা বিবি কান্নায় ভেঙে পড়ে বলেন, ‘আমার ছেলে কুড়ি বছর ধরে বাইরে রাজমিস্ত্রির কাজ করছে। ও নির্দোষ, কেন মারলো। কারা এমন করে খুন করলো–দোষীদের ধরে শাস্তি দিক, ফাঁসি দিক।’ বৃহস্পতিবার রাতেই আবু বক্কর সিদ্দিকীর দেহ দাফন করা হয়। মহারাষ্ট্রের ভাসি থানার পুলিশ এই খুনের ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এর পিছনে অন্য কোনও ষড়যন্ত্র বা পরকীয়ার মতো ঘটনা আছে কিনা পুলিশ খতিয়ে দেখছে।

আরও পড়ুন: Maharashtra Violence: গোষ্ঠী সংঘর্ষে তপ্ত মহারাষ্ট্রের কোলাপুর, আহত ১০

প্রসঙ্গত, ভারতের বিভিন্ন রাজ্যে বাঙালিদের ওপর অত্যাচার নিয়ে আগেই সরব হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভিন রাজ্যে বাঙালীদের ওপর বিভিন্নভাবে হেনস্তা করা হচ্ছে এমন অভিযোগ বারবার বিভিন্ন রাজ্য থেকে উঠে এসেছে। যা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই সরব হয়েছেন। আর এবার রাজ্য সরকারের উদ্যোগে বসিরহাট পুলিশ জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার হোসেন মেহেদী রহমানের নির্দেশে ২৪ ঘন্টার একটি বিশেষ হেল্পলাইন চালু করা হয়েছে।

যেখানে ভিন রাজ্যে থাকা বসিরহাটবাসীদের বিশেষ সহায়তা দেওয়ার জন্য এই ৯১৪৭৮৮৮১৮৫ বিশেষ হেল্প লাইনটি চালু করা হয়েছে বলে এমনই জানিয়েছেন বসিরহাটের ভারপ্রাপ্ত পুলিশ সুপার ডক্টর হোসেন মেহেদী রহমান। পুলিশ সুপার বলেন, ‘হোয়াটসঅ্যাপ এবং টেলিফোনের মাধ্যমেও জানানো যাবে অভিযোগ। ইতিমধ্যে বিশেষ সেই হেল্পলাইনটি বসিরহাট পুলিশ জেলার ভেরিফাইড ফেসবুক পেজে আপলোড করা হয়েছে।’