ভ্যাটিকানে পোপ লিও-ভ্যান্স বৈঠক

- আপডেট : ১৯ মে ২০২৫, সোমবার
- / 168
পুবের কলম ওয়েবডেস্ক: সোমবার ভ্যাটিকানে সাক্ষাৎ করলেন নব-নির্বাচিত পোপ লিও চতুর্দশ ও মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে কূটনৈতিক আলোচনার আবহে এই বৈঠককে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
ক্যাথলিক ধর্মে ধর্মান্তরিত ভ্যান্স পোপের পন্টিফিকেটের উদ্বোধনী অনুষ্ঠানের সময় মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। বৈঠকে তাঁর সঙ্গে ছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, তিনিও ক্যাথলিক। ভ্যাটিকানের বিবৃতি অনুযায়ী, আলোচনায় বর্তমান কিছু আন্তর্জাতিক সংকট নিয়ে মতবিনিময় হয় এবং যুদ্ধ-বিধ্বস্ত অঞ্চলগুলিতে মানবাধিকার ও আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানানো হয়।
ভ্যাটিকান জানিয়েছে, ভ্যান্সের দলটি ছিল সোমবার পোপ লিওর প্রথম ব্যক্তিগত দর্শকদের মধ্যে অন্যতম। অন্যান্য দর্শনার্থীদের মধ্যে ছিলেন খ্রিস্টীয় নেতৃবৃন্দ ও পেরুর চিকলায়ো অঞ্চলের কিছু ধর্মপ্রাণ মানুষ;যেখানে লিও দীর্ঘদিন মিশনারি হিসেবে কাজ করেছেন।
৮ মে নির্বাচিত পোপ লিও, যিনি আগে কার্ডিনাল রবার্ট প্রেভোস্ট ছিলেন, পেরুর উত্তর উপকূলে অবস্থিত চিকলায়ো শহরে বেশিরভাগ সময় ধর্মীয় কাজ করেছেন। শপথগ্রহণের পর তিনি জানিয়েছেন, ইউক্রেনে শান্তি ফিরিয়ে আনতে তিনি ‘প্রতিটি প্রচেষ্টা’ করবেন এবং পোপ ফ্রান্সিসের অভিবাসী ও দরিদ্র-বান্ধব নীতিকে অব্যাহত রাখবেন।
ভ্যাটিকান জানিয়েছে, তারা ইউক্রেন যুদ্ধের প্রথম তিন বছরে তেমন সক্রিয় না থাকলেও, এখন শান্তি আলোচনার আয়োজন করতে প্রস্তুত রয়েছে এবং যুদ্ধবন্দিদের মুক্তি ও রুশ দখলে নেওয়া ইউক্রেনীয় শিশুদের ফিরিয়ে আনার জন্য মানবিক উদ্যোগ চালিয়ে যাচ্ছে।