বিধ্বংসী ঘূর্ণিঝড়ের দাপটে মার্কিন মুলুকে মৃত কমপক্ষে ৫০
- আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, শনিবার
- / 6
পুবের কলম ওয়েবডেস্কঃ বিধ্বংসী ঘূর্ণিঝড়ের দাপটে যার জেরে কেনটাকি প্রদেশে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৫০ জন। গুরুতর আহত হয়েছেন আরও অনেকেই, যাদের মধ্যে অনেকেরই অবস্থা আশংকাজনক।যার ফলে বাড়তে পারে মৃতের সংখ্যাও। কেনটাকিতে ইতিমধ্যেই জারি করা হয়েছে জরুরি অবস্থা।শুক্রবার মার্কিন স্থানীয় সময় অনুযায়ী বেশি রাতের দিকে বয়ে যায় এই ঝড়।
বছরের শেষলগ্নে এসেও ঘূর্ণিঝড়ের আগ্রাসন থেকে রেহাই নেই মার্কিন যুক্তরাষ্ট্রের।
আমেরিকার ইতিহাসে এটাই সবচেয়ে শক্তিশালী ঘূর্ণীঝড় বলে মনে করা হচ্ছে। ২০০ মাইল জুড়ে বয়ে যায় এই ঘূর্ণীঝড়।
স্থানীয় গভর্নর অ্যান্ডি বেশরের মতে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়ে যেতে পারে,তবে শুধু কেনটাকি নয় গোটা মার্কিন মুলুক জুড়েই দাপট দেখিয়েছে এই টর্নেডো।
উল্লেখ্য গত সপ্তাহেই ইলিয়নের ওপর দিয়ে একই ভাবে বয়ে যায় টর্নেডো। বিশ্বের বৃহত্তম ই- কমার্স সংস্থা অ্যামাজনের একটি গুদাম ভয়ংকর ভাবে ক্ষতিগ্রস্থ হয়। সেখানে আটকে পড়েন শতাধিক কর্মী। কোনক্রমে তাদের উদ্ধার করা হয়।
মেয়র আরও বলেন কেনটাকির ইতিহাসে এটাই সবচেয়ে ভয়ংকর ঘূর্ণিঝড়। বিপদ এড়াতেই জারি করা হয় জরুরী অবস্থা।
ক্রিসমাসের আগে এ হেন টর্নেডোর প্রভাবে আক্ষরিক অর্থেই দিশেহারা অবস্থা মার্কিনিদের।