১৩ অক্টোবর ২০২৫, সোমবার, ২৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
তিন দিনের গুজরাত সফরে রাষ্ট্রপতি, প্যাটেলের প্রতি শ্রদ্ধা নিবেদন মুর্মুর

কিবরিয়া আনসারি
- আপডেট : ১২ অক্টোবর ২০২৫, রবিবার
- / 113
পুবের কলম, ওয়েবডেস্ক: তিন দিনের গুজরাত সফরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এদিন ঐতিহাসিক সোমনাথ মন্দিরে পুজো দেন তিনি। সর্দার বল্লভভাই প্যাটেলের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মুর্মু। পরে এশীয় সিংহের একমাত্র প্রাকৃতিক আবাসস্থল গির জাতীয় উদ্যান পরিদর্শন করেন রাষ্ট্রপতি।
পার্কটি এই অঞ্চলের অনন্য বিভিন্ন উদ্ভিদ এবং প্রাণীজগতের আবাসস্থল। সেটি পরিদর্শন করার সময় জীববৈচিত্র্যের প্রশংসা করেন রাষ্ট্রপতি মুর্মু। তিনি সিদ্দি উপজাতি সহ স্থানীয় উপজাতি সম্প্রদায়ের সদস্যদের সাথে দেখা করেন এবং তাদের সাক্ষরতার কৃতিত্বের প্রশংসা করেন।
Tag :
historic Somnath temple offered prayers paid tributes to Sardar Vallabhbhai Patel President droupadi murmu visit to Gujarat