০১ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

কমছে রান্নার তেলের দাম, স্বস্তিতে আমজনতা

পুবের কলম ওয়েবডেস্ক: রান্নার তেলের দাম কয়েক মাস ধরে আকাশছোঁয়া। ফলে নাভিশ্বাস মধ্যবিত্তের।  এরই মধ্যে খুশির খবর এসেছে কেন্দ্র সরকারের তরফে। সস্তা হতে চলেছে রান্নার তেলের দাম। ইতিমধ্যেই আমদানি শুল্ক কমানো হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে। ক্রেতারা যাতে আমদানি শুল্ক হ্রাসের সুবিধা পান, তাই রাজ্যগুলিকে নির্দেশও দিয়েছে কেন্দ্র। সূত্রের খবর, রান্নার তেল তৈরিতে যে অপরিশোধিত তেল আমদানি করা হয়, তার উপর আমদানি শুল্ক কমানো হয়েছে। এর অন্যান্য শুল্কও কমিয়েছে কেন্দ্র।

অপরিশোধিত পাম, সূর্যমুখী এবং সয়াবিন তেলের উপরে আমদানি শুল্ক আড়াই শতাংশ থেকে কমিয়ে শূন্য করা হয়েছে। পাশাপাশি অপরিশোধিত পাম তেলের উপরে কৃষি সেস ২০ শতাংশ থেকে কমিয়ে সাড় ৭ শতাংশ করা হয়েছে। সয়াবিন ও সূর্যমুখী তেলের ক্ষেত্রে তা কমিয়ে করা হয়েছে ৫ শতাংশ। এই শুল্ক হার কার্যকর থাকবে ১৪ অক্টোবর, ২০২১ থেকে আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত।
সূত্রের খবর, রাজস্থান, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাত, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশ থেকে বেশি তেল উৎপাদন হয়। এই সব রাজ্য সরকারকে চিঠি দিয়ে ভোজ্য তেলের দাম কমানোর যথাযথ পদক্ষেপের নির্দেশ দিয়েছে কেন্দ্র।

সর্বধিক পাঠিত

‘জয় শ্রী রাম’ বলাতে চাপ, বিজেপির রাজ্যে নির্যাতনের শিকার কাশ্মীরি ব্যবসায়ীরা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কমছে রান্নার তেলের দাম, স্বস্তিতে আমজনতা

আপডেট : ১৯ অক্টোবর ২০২১, মঙ্গলবার

পুবের কলম ওয়েবডেস্ক: রান্নার তেলের দাম কয়েক মাস ধরে আকাশছোঁয়া। ফলে নাভিশ্বাস মধ্যবিত্তের।  এরই মধ্যে খুশির খবর এসেছে কেন্দ্র সরকারের তরফে। সস্তা হতে চলেছে রান্নার তেলের দাম। ইতিমধ্যেই আমদানি শুল্ক কমানো হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে। ক্রেতারা যাতে আমদানি শুল্ক হ্রাসের সুবিধা পান, তাই রাজ্যগুলিকে নির্দেশও দিয়েছে কেন্দ্র। সূত্রের খবর, রান্নার তেল তৈরিতে যে অপরিশোধিত তেল আমদানি করা হয়, তার উপর আমদানি শুল্ক কমানো হয়েছে। এর অন্যান্য শুল্কও কমিয়েছে কেন্দ্র।

অপরিশোধিত পাম, সূর্যমুখী এবং সয়াবিন তেলের উপরে আমদানি শুল্ক আড়াই শতাংশ থেকে কমিয়ে শূন্য করা হয়েছে। পাশাপাশি অপরিশোধিত পাম তেলের উপরে কৃষি সেস ২০ শতাংশ থেকে কমিয়ে সাড় ৭ শতাংশ করা হয়েছে। সয়াবিন ও সূর্যমুখী তেলের ক্ষেত্রে তা কমিয়ে করা হয়েছে ৫ শতাংশ। এই শুল্ক হার কার্যকর থাকবে ১৪ অক্টোবর, ২০২১ থেকে আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত।
সূত্রের খবর, রাজস্থান, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাত, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশ থেকে বেশি তেল উৎপাদন হয়। এই সব রাজ্য সরকারকে চিঠি দিয়ে ভোজ্য তেলের দাম কমানোর যথাযথ পদক্ষেপের নির্দেশ দিয়েছে কেন্দ্র।