‘ধুমকেতু’-র প্রিমিয়ার বাতিলের সিদ্ধান্ত প্রযোজকের

- আপডেট : ৯ অগাস্ট ২০২৫, শনিবার
- / 13
পুবের কলম ওয়েবডেস্ক : এই মুহুর্তে ‘ধূমকেতু’ জোয়ারে ভাসছে দর্শকসহ গোটা নেটভুবন। ট্রেলার লঞ্চের পর থেকেই ‘ধূমকেতু’ ঘিরে উন্মাদনা একেবারে তুঙ্গে। আবার নতুন করে ‘দেশু’ জুটি দেব ও শুভশ্রীর রোম্যান্স ফিরিয়ে এনেছে বাংলা সিনেমা প্রেমীদের ব্লকবাস্টার দিনের নস্ট্যালজিয়া।
আগামী ১৪ আগস্ট, স্বাধীনতা দিবসের আগেই মুক্তি পাচ্ছে এই বহু প্রতীক্ষিত ছবি। আর মাত্র কয়েকটি দিনের অপেক্ষা। গত সোমবার নজরুল মঞ্চে ছিল এই সিনেমার ট্রেলার লঞ্চ অনুষ্ঠান। আর সেইদিনই অভূতপূর্ব ভিড়, পাসের যে পরিমাণ তুমুল চাহিদা ছিল, তা দেখে বিকল্প টিকিটের ব্যবস্থা করতে কার্যত বাধ্য হয়েছিলেন নির্মাতারা।
সূত্রের খবর, সেই অভিজ্ঞতার পরই ‘ধূমকেতু’র প্রিমিয়ার শো বাতিল করার মত এত বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রযোজক দেব ও রানা সরকারের টিম জানিয়েছেন, প্রিমিয়ারের পাস নিয়ে অনুরাগীদের চাহিদা এতটাই প্রবল যে তা মেটাতে গেলে একসঙ্গে একাধিক অডিটোরিয়াম ভাড়া নিতে হবে যা অসম্ভব। তবে বিশেষ স্ক্রিনিং-এর ব্যবস্থা করা হয়েছে বলে খবর।
শনিবার থেকেই শুরু হয়ে গিয়েছে অগ্রিম বুকিং। ঘণ্টাখানেকের মধ্যেই এতটাই বিপুল পরিমাণে সাড়া মিলেছে, যে তা আর বলার অপেক্ষা রাখে না। প্রযোজক রানা ও সিনে পরিবেশক হলমালিক শতদীপ জানিয়েছেন, প্রথম পর্যায়ে ১১০টি হলে মুক্তি পাচ্ছে ‘ধূমকেতু’। এরপরে দর্শকদের চাহিদা অনুযায়ী হল ও শোয়ের সংখ্যা বাড়তে পারে।
আরও জানা গেছে, আগামী রবিবার রানা সরকারের প্রযোজনা সংস্থার ১৫ বছর পূর্তি উপলক্ষে এক পাঁচতারা হোটেলে জমকালো পার্টি হওয়ার কথা রয়েছে। সেখানে আবারও একসঙ্গে একফ্রেমে ধরা দিতে চলেছেন দেব ও শুভশ্রী।