০১ নভেম্বর ২০২৫, শনিবার, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

BSF-এর এক্তিয়ার বৃদ্ধির প্রতিবাদে হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের

পুবের কলম
  • আপডেট : ২৫ নভেম্বর ২০২১, বৃহস্পতিবার
  • / 71

পুবের কলম, ওয়েবডেস্কঃ বিএসএফ-এর এক্তিয়ার বৃদ্ধি নিয়ে এবার হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হল। বৃহস্পতিবার এই জনস্বার্থ মামলা দায়ের করেন এক আইনজীবী। আগামী ১৪ ডিসেম্বর হাই কোর্টে এই জনস্বার্থ মামলার শুনানি হবে।

প্রসঙ্গত, বিএসএফের এলাকা বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করার দাবি জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: নির্বাচনের আগে তড়িঘড়ি এসআইআর কেন? কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা

বুধবার নরেন্দ্র মোদি ও মমতার সাক্ষাতের দিকে তাকিয়ে ছিল জাতীয় মিডিয়া। তাঁদের মধ্যে কী আলোচনা হয়– সেদিকে নজর ছিল সকলের। সম্প্রতি পশ্চিমবঙ্গে বিএসএফের এলাকাবৃদ্ধি নিয়ে আপত্তি জানিয়েছে তৃণমূল। বিধনাসভায় এর বিরুদ্ধে বিলও পাস হয়েছে। স্বভাবতই মমতা মোদিকে এই ইস্যুতে ঠিক কী বলেন– তার জন্যে অপেক্ষা ছিল বঙ্গবাসীর।

আরও পড়ুন: ১০০ দিনের বকেয়া টাকার দাবিতে হাই কোর্টের স্বারস্থ রাজ্য

বৈঠক শেষে বাইরে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মমতা। রাজ্যের আন্তর্জাতিক সীমানা থেকে বিএসএফের এক্তিয়ার ৫০ কিলোমিটার পর্যন্ত প্রসারিত করার সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। তিনি নিজে প্রধানমন্ত্রীর কাছে এই দাবি করেছেন বলে জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: বিরোধী দলনেতার আইনি রক্ষাকবচ প্রত্যাহার করল হাইকোর্ট, ধাক্কা গেরুয়া শিবিরে

পশ্চিমবঙ্গে বর্ডার সিকিউরিটি ফোর্সের খবরদারি এলাকা আগে আন্তর্জাতিক সীমান্ত থেকে ১৫ কিলোমিটার পর্যন্ত ছিল। হঠাৎই তা ৫০ কিলোমিটার করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা সাংবাদিকদের বলেন, দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামো বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাকে আরও শক্তিশালী করতে হবে। তৃণমূল তাদের ট্যুইটারে বলেছে, আমরা সমস্ত প্রতিষ্ঠানকে সম্মান করি। কেন্দ্রীয় সংস্থাকেও আমরা সম্মান করি। আগামী দিনে আমরা আমাদের জনগণের স্বার্থরক্ষা করার জন্য রাজ্য এবং কেন্দ্রের মধ্যে আরও সহযোগিতা আশা করছি।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

BSF-এর এক্তিয়ার বৃদ্ধির প্রতিবাদে হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের

আপডেট : ২৫ নভেম্বর ২০২১, বৃহস্পতিবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ বিএসএফ-এর এক্তিয়ার বৃদ্ধি নিয়ে এবার হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হল। বৃহস্পতিবার এই জনস্বার্থ মামলা দায়ের করেন এক আইনজীবী। আগামী ১৪ ডিসেম্বর হাই কোর্টে এই জনস্বার্থ মামলার শুনানি হবে।

প্রসঙ্গত, বিএসএফের এলাকা বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করার দাবি জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: নির্বাচনের আগে তড়িঘড়ি এসআইআর কেন? কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা

বুধবার নরেন্দ্র মোদি ও মমতার সাক্ষাতের দিকে তাকিয়ে ছিল জাতীয় মিডিয়া। তাঁদের মধ্যে কী আলোচনা হয়– সেদিকে নজর ছিল সকলের। সম্প্রতি পশ্চিমবঙ্গে বিএসএফের এলাকাবৃদ্ধি নিয়ে আপত্তি জানিয়েছে তৃণমূল। বিধনাসভায় এর বিরুদ্ধে বিলও পাস হয়েছে। স্বভাবতই মমতা মোদিকে এই ইস্যুতে ঠিক কী বলেন– তার জন্যে অপেক্ষা ছিল বঙ্গবাসীর।

আরও পড়ুন: ১০০ দিনের বকেয়া টাকার দাবিতে হাই কোর্টের স্বারস্থ রাজ্য

বৈঠক শেষে বাইরে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মমতা। রাজ্যের আন্তর্জাতিক সীমানা থেকে বিএসএফের এক্তিয়ার ৫০ কিলোমিটার পর্যন্ত প্রসারিত করার সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। তিনি নিজে প্রধানমন্ত্রীর কাছে এই দাবি করেছেন বলে জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: বিরোধী দলনেতার আইনি রক্ষাকবচ প্রত্যাহার করল হাইকোর্ট, ধাক্কা গেরুয়া শিবিরে

পশ্চিমবঙ্গে বর্ডার সিকিউরিটি ফোর্সের খবরদারি এলাকা আগে আন্তর্জাতিক সীমান্ত থেকে ১৫ কিলোমিটার পর্যন্ত ছিল। হঠাৎই তা ৫০ কিলোমিটার করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা সাংবাদিকদের বলেন, দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামো বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাকে আরও শক্তিশালী করতে হবে। তৃণমূল তাদের ট্যুইটারে বলেছে, আমরা সমস্ত প্রতিষ্ঠানকে সম্মান করি। কেন্দ্রীয় সংস্থাকেও আমরা সম্মান করি। আগামী দিনে আমরা আমাদের জনগণের স্বার্থরক্ষা করার জন্য রাজ্য এবং কেন্দ্রের মধ্যে আরও সহযোগিতা আশা করছি।