১৬ মে ২০২৫, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

৫০০ বছর আগের হাতে লেখা কুরআন

ইমামা খাতুন
  • আপডেট : ১৩ জুন ২০২৩, মঙ্গলবার
  • / 24

পুবের কলম,ওয়েবডেস্ক: অন্তত ৫০০ বছর পুরনো হাতে লেখা পবিত্র কুরআনের একটি কপির পুনরুদ্ধার কাজ সম্পন্ন হয়েছে। তাইওয়ানভিত্তিক দাতব্য প্রতিষ্ঠান ‘বুদ্ধিস্ট তজু চি চ্যারিটি ফাউন্ডেশন’ এক বিবৃতিতে এ কথা জানায়। ২০২০ সালে একজন তুর্কি মুসলিম ৫০০ পৃষ্ঠার ওই পাণ্ডুলিপি দাতব্য ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেং ইয়েনকে উপহার দেন।

বইটি তখন খুবই জীর্ণ ও ছেঁড়া ছিল। চেং ইয়েন পাণ্ডুলিপিতে এক ধরনের পোকা খুঁজে পান। সাধারণত তা খুবই পুরনো বইয়ের ভেতর থাকে। তখন তিনি কপিটি পুনরুদ্ধারে সহযোগিতার জন্য ন্যাশনাল তাইওয়ান লাইব্রেরিতে দিয়ে দেন। এ ক্ষেত্রে তাকে সহযোগিতা করেন লাইব্রেরির তৎকালীন ডেপুটি ডিরেক্টর উ ইং মেই ও হু।

আরও পড়ুন: তিন কাশ্মীরি মহিলাকে আটক পুলিশের

কুরআনের কপিটি পুনরুদ্ধারে ৩৫ মাস সময় লাগে। অবশ্য করোনা মহামারির কারণে প্রায় দেড় বছর পর্যন্ত এর কাজ স্থগিত ছিল। অবশেষে দীর্ঘ তিন বছর পর গত ৫ জুন চেং ইয়েনের কাছে পুনরুদ্ধার করা কাজটি উপস্থাপন করেন লাইব্রেরির পরিচালক সাও সুই ইং ও লাইব্রেরির গ্রন্থ নিরীক্ষাকেন্দ্রের কর্মীরা। ন্যাশনাল তাইওয়ান লাইব্রেরির পরিচালক সাও সুই ইং বলেন, জাতীয় গ্রন্থাগারের তত্ত্বাবধানে পুনরুদ্ধার করা বইগুলোর মধ্যে এটি প্রাচীনতম গ্রন্থ।

আরও পড়ুন: ইসলামে সামাজিক বন্ধনের গুরুত্ব

আরও পড়ুন: অমুসলিমদের প্রতি মহানবী সা.-এর আচরণ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

৫০০ বছর আগের হাতে লেখা কুরআন

আপডেট : ১৩ জুন ২০২৩, মঙ্গলবার

পুবের কলম,ওয়েবডেস্ক: অন্তত ৫০০ বছর পুরনো হাতে লেখা পবিত্র কুরআনের একটি কপির পুনরুদ্ধার কাজ সম্পন্ন হয়েছে। তাইওয়ানভিত্তিক দাতব্য প্রতিষ্ঠান ‘বুদ্ধিস্ট তজু চি চ্যারিটি ফাউন্ডেশন’ এক বিবৃতিতে এ কথা জানায়। ২০২০ সালে একজন তুর্কি মুসলিম ৫০০ পৃষ্ঠার ওই পাণ্ডুলিপি দাতব্য ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেং ইয়েনকে উপহার দেন।

বইটি তখন খুবই জীর্ণ ও ছেঁড়া ছিল। চেং ইয়েন পাণ্ডুলিপিতে এক ধরনের পোকা খুঁজে পান। সাধারণত তা খুবই পুরনো বইয়ের ভেতর থাকে। তখন তিনি কপিটি পুনরুদ্ধারে সহযোগিতার জন্য ন্যাশনাল তাইওয়ান লাইব্রেরিতে দিয়ে দেন। এ ক্ষেত্রে তাকে সহযোগিতা করেন লাইব্রেরির তৎকালীন ডেপুটি ডিরেক্টর উ ইং মেই ও হু।

আরও পড়ুন: তিন কাশ্মীরি মহিলাকে আটক পুলিশের

কুরআনের কপিটি পুনরুদ্ধারে ৩৫ মাস সময় লাগে। অবশ্য করোনা মহামারির কারণে প্রায় দেড় বছর পর্যন্ত এর কাজ স্থগিত ছিল। অবশেষে দীর্ঘ তিন বছর পর গত ৫ জুন চেং ইয়েনের কাছে পুনরুদ্ধার করা কাজটি উপস্থাপন করেন লাইব্রেরির পরিচালক সাও সুই ইং ও লাইব্রেরির গ্রন্থ নিরীক্ষাকেন্দ্রের কর্মীরা। ন্যাশনাল তাইওয়ান লাইব্রেরির পরিচালক সাও সুই ইং বলেন, জাতীয় গ্রন্থাগারের তত্ত্বাবধানে পুনরুদ্ধার করা বইগুলোর মধ্যে এটি প্রাচীনতম গ্রন্থ।

আরও পড়ুন: ইসলামে সামাজিক বন্ধনের গুরুত্ব

আরও পড়ুন: অমুসলিমদের প্রতি মহানবী সা.-এর আচরণ