১৪ অগাস্ট ২০২৫, বৃহস্পতিবার, ২৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

কুস্তি লড়লেন রাহুল গান্ধি

সামিমা এহসানা
  • আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৩, বুধবার
  • / 9

পুবের কলম ওয়েব ডেস্ক: কুস্তি করলেন রাহুল গান্ধি। বিজেপি সাংসদ ব্রিজভুষণ সিং এর ঘনিষ্ঠ সঞ্জয় সিং কুস্তি ফেডারেশনের সভাপতি নির্বাচিত হওয়ার পর একে একে মেডেল ফেরাচ্ছেন দেশের সোনা জয়ী কুস্তিগিররা। সাক্ষী মালিক কুস্তি ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করেছেন। তারপর তার সঙ্গে দেখা করতে গেছিলেন প্রিয়ঙ্কা গান্ধি বঢরা। এবার প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে পদ্মশ্রী ফিরিয়ে দেওয়া বজরং পুনিয়ার সঙ্গে সাক্ষাত করলেন রাহুল গান্ধি।

বুধবার সকালে হরিয়াণার ঝাজ্জর জেলার ছারা গ্রামের একটি আখড়ায় যান রাহুল। ওই আখড়াতেই কুস্তি অভ্যাস করেন বজরং পুনিয়া। তার সঙ্গে কথা বলেন রাহুল। কুস্তিও লড়েন।

বজরণ পুনিয়া জানিয়েছেন, কুস্তিগিরদের দৈনন্দিন জীবন কেমন হয়, সেসবই দেখতে এসেছিলেন রাহুল। আমার সঙ্গে কুস্তি ও ব্যায়ামে অংশগ্রহণ করেছিলেন।

বজরং ও কুস্তিগিরদের সঙ্গে তোলা ছবি এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন রাহুল। লিখেছেন, কুস্তিগিরদের যদি খেলা ছেড়ে দিয়ে রাস্তায় নেমে ভারতের মেয়েদের মর্যদার জন্য লড়াই করতে হয়, তাহলে কোন বাবা মা নিজের সন্তানদের খেলোয়াড় হওয়ার জন্য উৎসাহ দেবেন? এদেরকে দেশের সেবা করতে দিন।

উল্লেখ্য, সাক্ষী ও বজরং এর সঙ্গে ব্রিজভূষণের বিরুদ্ধে লাড়াইয়ে নেমেছিলেন ভিনেশ ফোগাট। মঙ্গলবার তিনিও খেলরত্ন ও অর্জুন পুরস্কার ফিরিয়ে দেওয়ার কথা ঘোষণা করেছেন।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কুস্তি লড়লেন রাহুল গান্ধি

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৩, বুধবার

পুবের কলম ওয়েব ডেস্ক: কুস্তি করলেন রাহুল গান্ধি। বিজেপি সাংসদ ব্রিজভুষণ সিং এর ঘনিষ্ঠ সঞ্জয় সিং কুস্তি ফেডারেশনের সভাপতি নির্বাচিত হওয়ার পর একে একে মেডেল ফেরাচ্ছেন দেশের সোনা জয়ী কুস্তিগিররা। সাক্ষী মালিক কুস্তি ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করেছেন। তারপর তার সঙ্গে দেখা করতে গেছিলেন প্রিয়ঙ্কা গান্ধি বঢরা। এবার প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে পদ্মশ্রী ফিরিয়ে দেওয়া বজরং পুনিয়ার সঙ্গে সাক্ষাত করলেন রাহুল গান্ধি।

বুধবার সকালে হরিয়াণার ঝাজ্জর জেলার ছারা গ্রামের একটি আখড়ায় যান রাহুল। ওই আখড়াতেই কুস্তি অভ্যাস করেন বজরং পুনিয়া। তার সঙ্গে কথা বলেন রাহুল। কুস্তিও লড়েন।

বজরণ পুনিয়া জানিয়েছেন, কুস্তিগিরদের দৈনন্দিন জীবন কেমন হয়, সেসবই দেখতে এসেছিলেন রাহুল। আমার সঙ্গে কুস্তি ও ব্যায়ামে অংশগ্রহণ করেছিলেন।

বজরং ও কুস্তিগিরদের সঙ্গে তোলা ছবি এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন রাহুল। লিখেছেন, কুস্তিগিরদের যদি খেলা ছেড়ে দিয়ে রাস্তায় নেমে ভারতের মেয়েদের মর্যদার জন্য লড়াই করতে হয়, তাহলে কোন বাবা মা নিজের সন্তানদের খেলোয়াড় হওয়ার জন্য উৎসাহ দেবেন? এদেরকে দেশের সেবা করতে দিন।

উল্লেখ্য, সাক্ষী ও বজরং এর সঙ্গে ব্রিজভূষণের বিরুদ্ধে লাড়াইয়ে নেমেছিলেন ভিনেশ ফোগাট। মঙ্গলবার তিনিও খেলরত্ন ও অর্জুন পুরস্কার ফিরিয়ে দেওয়ার কথা ঘোষণা করেছেন।