রাখী বন্ধন স্পেশাল মিষ্টি বহড়ুতে

- আপডেট : ৯ অগাস্ট ২০২৫, শনিবার
- / 25
উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর : শনিবার ছিলো ভাই বোনের অটুট বন্ধনের রাখী বন্ধন।আজকের দিনে প্রতিটা দিদি ও বোনেরা ভাইয়ের হাতে রাখী পরিয়ে চিরকালের বন্ধন অটুট রাখে। আর ভাইয়েরা তাদের দিদি ও বোনেদের রক্ষা করার শপথ নেয় এদিন।
আর এদিনের উৎসবের সাথে জড়িয়ে আছে মিষ্টি মুখ।আর মিষ্টি ছাড়া কোনো কাজই সম্পূর্ণ হয় না।আর সেই কথা মাথায় রেখে জয়নগর থানার বহড়ু কলুর মোড়ের প্রাচীন মিষ্টান্ন পরিবেশক বীণাপানি মিষ্টান্ন ভান্ডার বেশ কয়েকটি নতুন মিষ্টি এনেছে।
এব্যাপারে এই দোকানের মালিক গনেশ দাস বলেন, আমরা শীতে মোয়ার পাশাপাশি সারা বছর বিভিন্ন ধরনের মিষ্টি তুলে ধরি খাদ্যপ্রিয় মানুষের কাছে। আর এবারে রাখী বন্ধনকে চিরস্মরণীয় করে তুলতে বেশ কয়েকটি নতুন ধরনের মিষ্টি তৈরি করেছি আমরা। আর এই রাখী বন্ধনের স্পেশাল মিষ্টি খাদ্য প্রেমী মানুষের ভালোই লাগে এদিন।