৩১ ডিসেম্বর ২০২৫, বুধবার, ১৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

অনুব্রত মন্ডলের ভাইপোর ঘর ওয়াপসি

দেবশ্রী মজুমদার, বোলপুর: অনুব্রত মন্ডলের ভাইপোর ঘর ওয়াপসি। একই সাথে বিজেপিতে ভাঙন।
রাজ্যের ক্ষুদ্র মাঝারি শিল্প ও বস্ত্র মন্ত্রীর হাত ধরে তৃণমূল দলীয় পাতাকা ধরে বিজেপি ছেড়ে তৃণমূল যোগাদান করলেন তিনি। একই সাথে বোলপুরের সুভাষ পল্লীর এলকার শতাধিক বিজেপি কর্মী তৃণমূলে যোগাদান করেন।
প্রসঙ্গত অনুব্রত মন্ডলের সম্পর্কিত ভাইপো বলে পরিচিত ছিল বোলপুর শহরের বাসিন্দাদের কাছে সুমিত মন্ডল। প্রথমে তৃণমূল শিক্ষক সংগঠন করতেন সুমিত মণ্ডল ।
এরপর ২০১৯ লোকসভা বিজেপির নির্বাচন ভাল ফলাফল করার পর, মকুল রায়ের হাতে ধরে বিজেপিতে যোগদান করেছিলেন অনুব্রত ভাইপো সুমিত মন্ডল। ওই সময় ভাইপো বলতে অস্বীকার করেছিলেন অনুব্রত মন্ডল।
তবে ২০২১ নির্বাচন রাজ্য এ তৃণমূল ক্ষমতা দখলের পর আবার ফের ঘরের ছেলে ঘরে ফিরলো।
সুমিত মন্ডল বলেন, পরিবারের সাথে একটা দূরত্ব তৈরি হয়েছিল তাই আবার ঘরে ফেরা। কোনো চাপ সৃষ্টি করা হয়নি। আমি স্বেচ্ছায় বিজেপি ছেড়ে তৃণমূল যোগাদান করি। বিজেপির বীরভূম যুব মোর্চার সভাপতি ছিলাম আমি।
মন্ত্রী চন্দ্র নাথ সিনহা বলেন, বিজেপি একটা মিথ্য বাদী দল। ওই দলে কেউ থাকতে চাই না। সুমিত খুবই ভালো ছেলে সংগঠন বোঝে। দলে ফিরেছে মুখ্যমন্ত্রীর উন্নয়ন সামিল হাওয়ার জন্য।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

বৈষম্য দূর, নতুন শ্রমবিধি-সহ একাধিক দাবিতে আজ দেশজুড়ে ধর্মঘটে গিগ শ্রমিকরা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

অনুব্রত মন্ডলের ভাইপোর ঘর ওয়াপসি

আপডেট : ২৯ অগাস্ট ২০২১, রবিবার

দেবশ্রী মজুমদার, বোলপুর: অনুব্রত মন্ডলের ভাইপোর ঘর ওয়াপসি। একই সাথে বিজেপিতে ভাঙন।
রাজ্যের ক্ষুদ্র মাঝারি শিল্প ও বস্ত্র মন্ত্রীর হাত ধরে তৃণমূল দলীয় পাতাকা ধরে বিজেপি ছেড়ে তৃণমূল যোগাদান করলেন তিনি। একই সাথে বোলপুরের সুভাষ পল্লীর এলকার শতাধিক বিজেপি কর্মী তৃণমূলে যোগাদান করেন।
প্রসঙ্গত অনুব্রত মন্ডলের সম্পর্কিত ভাইপো বলে পরিচিত ছিল বোলপুর শহরের বাসিন্দাদের কাছে সুমিত মন্ডল। প্রথমে তৃণমূল শিক্ষক সংগঠন করতেন সুমিত মণ্ডল ।
এরপর ২০১৯ লোকসভা বিজেপির নির্বাচন ভাল ফলাফল করার পর, মকুল রায়ের হাতে ধরে বিজেপিতে যোগদান করেছিলেন অনুব্রত ভাইপো সুমিত মন্ডল। ওই সময় ভাইপো বলতে অস্বীকার করেছিলেন অনুব্রত মন্ডল।
তবে ২০২১ নির্বাচন রাজ্য এ তৃণমূল ক্ষমতা দখলের পর আবার ফের ঘরের ছেলে ঘরে ফিরলো।
সুমিত মন্ডল বলেন, পরিবারের সাথে একটা দূরত্ব তৈরি হয়েছিল তাই আবার ঘরে ফেরা। কোনো চাপ সৃষ্টি করা হয়নি। আমি স্বেচ্ছায় বিজেপি ছেড়ে তৃণমূল যোগাদান করি। বিজেপির বীরভূম যুব মোর্চার সভাপতি ছিলাম আমি।
মন্ত্রী চন্দ্র নাথ সিনহা বলেন, বিজেপি একটা মিথ্য বাদী দল। ওই দলে কেউ থাকতে চাই না। সুমিত খুবই ভালো ছেলে সংগঠন বোঝে। দলে ফিরেছে মুখ্যমন্ত্রীর উন্নয়ন সামিল হাওয়ার জন্য।