০১ মে ২০২৫, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ডেউচা পাচামিতে কয়লা শিল্পের বিপক্ষে আন্দোলনে নামার ডাক সেভ ডেমোক্রেসির

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৮ ডিসেম্বর ২০২১, শনিবার
  • / 5

কৌশিক সালুই, বীরভূমঃ শিল্পপতি আদানি এবং বেসরকারিকরণের জুজু দেখিয়ে ডেউচা পাচামি কয়লা শিল্পাঞ্চলে সেভ ডেমোক্রেসির নেতৃত্বের আদিবাসীদের কয়লা শিল্পের বিপক্ষে আন্দোলনে নামার আহ্বান। শনিবার প্রস্তাবিত কয়লা শিল্পাঞ্চলের দেওয়ানগঞ্জ খেলার মাঠে এক সভা থেকে এই আন্দোলনে নামার ডাক দেওয়া হয়। যদিও বীরভূম জেলা আদিবাসী গাঁওতা নেতৃত্বের দাবি, স্থানীয় নয় বহিরাগত কিছু মানুষজনকে নিয়ে বিভ্রান্ত করার চেষ্টা। স্থানীয় আদিবাসীরা শিল্পের পক্ষেই আছে।

 

সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং কংগ্রেস নেতা আব্দুল মান্নানের নেতৃত্বে এদিন সেভ ডেমোক্রেসির হয়ে ডেউচা পাচামি প্রস্তাবিত কয়লা শিল্পাঞ্চলের দেওয়ানগঞ্জে জনসভা করেন। দিন তিনেক আগে এই জনসভার সমর্থনে বাইক মিছিল করে প্রকল্প এলাকায় লিফলেট ছড়ানো হয়েছিল। যদিও এদিনের সভায় জমায়েত কার্যত হতাশ করেছে উদ্যোক্তাদের। সেভ ডেমোক্রেসির প্রত্যক্ষ সহযোগিতায় ডেউচা পাচামি আদিবাসী জনজাতি ভূমি রক্ষা কমিটির ব্যানারে এদিনের সভাটি অনুষ্ঠিত হয়। স্থানীয় আদিবাসী সমাজের একটা বৃহৎ অংশের দাবি এ ধরনের সভা থেকে মানুষকে ভুল বুঝিয়ে প্রকৃত উন্নয়নের বিপক্ষে প্ররোচনা দেওয়া হচ্ছে। যেখানে সরকার পরিষ্কার বলে দিয়েছে পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড এই প্রকল্প সরাসরি করবে এবং এলাকার জমিদাতাদের জুনিয়র কনস্টেবল সরকারি চাকরি দেওয়া হবে সেখানে এখানে এসে বক্তব্য রাখছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, আবদুল মান্নান সহ অন্যান্য সেভ ডেমোক্রেসির নেতৃত্ব।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ডেউচা পাচামিতে কয়লা শিল্পের বিপক্ষে আন্দোলনে নামার ডাক সেভ ডেমোক্রেসির

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২১, শনিবার

কৌশিক সালুই, বীরভূমঃ শিল্পপতি আদানি এবং বেসরকারিকরণের জুজু দেখিয়ে ডেউচা পাচামি কয়লা শিল্পাঞ্চলে সেভ ডেমোক্রেসির নেতৃত্বের আদিবাসীদের কয়লা শিল্পের বিপক্ষে আন্দোলনে নামার আহ্বান। শনিবার প্রস্তাবিত কয়লা শিল্পাঞ্চলের দেওয়ানগঞ্জ খেলার মাঠে এক সভা থেকে এই আন্দোলনে নামার ডাক দেওয়া হয়। যদিও বীরভূম জেলা আদিবাসী গাঁওতা নেতৃত্বের দাবি, স্থানীয় নয় বহিরাগত কিছু মানুষজনকে নিয়ে বিভ্রান্ত করার চেষ্টা। স্থানীয় আদিবাসীরা শিল্পের পক্ষেই আছে।

 

সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং কংগ্রেস নেতা আব্দুল মান্নানের নেতৃত্বে এদিন সেভ ডেমোক্রেসির হয়ে ডেউচা পাচামি প্রস্তাবিত কয়লা শিল্পাঞ্চলের দেওয়ানগঞ্জে জনসভা করেন। দিন তিনেক আগে এই জনসভার সমর্থনে বাইক মিছিল করে প্রকল্প এলাকায় লিফলেট ছড়ানো হয়েছিল। যদিও এদিনের সভায় জমায়েত কার্যত হতাশ করেছে উদ্যোক্তাদের। সেভ ডেমোক্রেসির প্রত্যক্ষ সহযোগিতায় ডেউচা পাচামি আদিবাসী জনজাতি ভূমি রক্ষা কমিটির ব্যানারে এদিনের সভাটি অনুষ্ঠিত হয়। স্থানীয় আদিবাসী সমাজের একটা বৃহৎ অংশের দাবি এ ধরনের সভা থেকে মানুষকে ভুল বুঝিয়ে প্রকৃত উন্নয়নের বিপক্ষে প্ররোচনা দেওয়া হচ্ছে। যেখানে সরকার পরিষ্কার বলে দিয়েছে পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড এই প্রকল্প সরাসরি করবে এবং এলাকার জমিদাতাদের জুনিয়র কনস্টেবল সরকারি চাকরি দেওয়া হবে সেখানে এখানে এসে বক্তব্য রাখছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, আবদুল মান্নান সহ অন্যান্য সেভ ডেমোক্রেসির নেতৃত্ব।