০৪ অক্টোবর ২০২৫, শনিবার, ১৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ভারতে আসছেন তালিবান বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি

মোক্তার হোসেন মন্ডল
  • আপডেট : ৩ অক্টোবর ২০২৫, শুক্রবার
  • / 827

পুবের কলম ওয়েবডেস্ক: আফগানিস্তানের তালিবান সরকারের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি আগামী সপ্তাহে ভারতে আসছেন। তিনি ভারতের বিদেশমন্ত্রী এস. জয়শঙ্করের সঙ্গে বৈঠক করবেন। ২০২১ সালে আফগানিস্তানে তালিবান ক্ষমতায় আসার পর এই প্রথম তাদের কোনো মন্ত্রী দিল্লি সফরে আসছেন।

রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদ ৯ থেকে ১৬ অক্টোবরের মধ্যে তাঁর সফরের অনুমতি দিয়েছে। ধারণা করা হচ্ছে, ৯ বা ১০ অক্টোবর তিনি আসবেন। যদিও ভারত এখনো তালিবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি, তবুও স্বাস্থ্য, পুনর্বাসন ও উন্নয়নমূলক বিষয়ে আগে থেকেই দুই পক্ষের আলোচনা হয়েছে। এ সফরকে আফগান-ভারত কূটনৈতিক সম্পর্কের নতুন অধ্যায় হিসেবে দেখা হচ্ছে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ভারতে আসছেন তালিবান বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি

আপডেট : ৩ অক্টোবর ২০২৫, শুক্রবার

পুবের কলম ওয়েবডেস্ক: আফগানিস্তানের তালিবান সরকারের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি আগামী সপ্তাহে ভারতে আসছেন। তিনি ভারতের বিদেশমন্ত্রী এস. জয়শঙ্করের সঙ্গে বৈঠক করবেন। ২০২১ সালে আফগানিস্তানে তালিবান ক্ষমতায় আসার পর এই প্রথম তাদের কোনো মন্ত্রী দিল্লি সফরে আসছেন।

রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদ ৯ থেকে ১৬ অক্টোবরের মধ্যে তাঁর সফরের অনুমতি দিয়েছে। ধারণা করা হচ্ছে, ৯ বা ১০ অক্টোবর তিনি আসবেন। যদিও ভারত এখনো তালিবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি, তবুও স্বাস্থ্য, পুনর্বাসন ও উন্নয়নমূলক বিষয়ে আগে থেকেই দুই পক্ষের আলোচনা হয়েছে। এ সফরকে আফগান-ভারত কূটনৈতিক সম্পর্কের নতুন অধ্যায় হিসেবে দেখা হচ্ছে।