১৪ জানুয়ারী ২০২৬, বুধবার, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

গ্রেফতার অভিনেতা, তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর আপ্ত সহায়ক

পুবের কলম, ওয়েবডেস্কঃ গ্রেফতার হলেন অভিনেতা, তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর আপ্ত সহায়ক সজল মুখোপাধ্যায়। সোহমের অভিযোগের ভিত্তিতে তার আপ্ত সহায়ককে গ্রেফতার করেছে পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর থানার  পুলিশ। সোমবার সকালে আপ্ত সহায়কের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলে থানায় এফআইআর দায়ের করেন সোহম। সেই অভিযোগের ভিত্তিতে সোহমের আপ্ত সহায়ক সজল মুখোপাধ্যায়কে গ্রেফতার করে পুলিশ।

সোহমের অভিযোগ, ভোটের সময় তার না থাকার সুযোগ নিয়ে তার নাম নাম করে একাধিক ব্যক্তির সঙ্গে প্রতারণা করেছে তার আপ্ত সহায়ক।

আরও পড়ুন: কওম দরদি বিধায়ক আইনজীবী নাসিরুদ্দিন আহমেদের ইন্তেকাল, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

সূত্রের খবর, সোমবার বিকেলে সোহমের দায়ের করা অভিযোগের ভিত্তিতে সজল মুখোপাধ্যায় নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করে পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর থানার পুলিশ। সজলের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছে। মঙ্গলবার তাঁকে তমলুক মহকুমা আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

আরও পড়ুন: ডোমজুড়ে তৃণমূল বিধায়কের নামে চোর পোস্টার, চাঞ্চল্য

সোহম একটি ভিডিও বার্তায় জানান, বাইরে থাকতে হত,  অফিসের সমস্ত ভার সজলের হাতেই থাকত। সেই সুযোগকে কাজে লাগিয়েই বহু মানুষের কাছ থেকে সজল টাকা তুলত। কখনও চাকরি পাইয়ে দেওয়ার নামে,  আবার কখনও উঁচু পদে বসিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে টাকা নিত। সোহম বিষয়টি জেনে গেলে তাঁকেও সজল ব্ল্যাকমেল করত।এমনকী  সোহমের একটি গাড়ি সজল ব্যবহার করতেন। পরে সেটি সোহমকে ফিরিয়ে দিতেও  অস্বীকার করেন সজল। গাড়ির চাবি দেওয়ার নামে ৪ লক্ষ টাকা সোহমে কাছে দাবি করে আপ্ত সহায়ক সজল মুখোপাধ্যায়। এর পরেই থানায় অভিযোগ দায়ের করেন সোহম চক্রবর্তী।

সোহম জানান, কাজের সুবিধার জন্য বিশ্বাস করে সজলকে নিজের একটি গাড়ি দিয়েছিলেন। পরে সেই গাড়ি ফেরানোর জন্য চার লক্ষ টাকা চেয়ে বসেন সোহমের কাছ থেকে। এমনকী সেই গাড়ি চেপে মদ খেয়ে ফিরতেন সজল। পুলিশ ধরলে সোহমের পরিচয় ভাঙিয়ে  নিজেকে ছাড়িয়ে নিতেন। সোহম চক্রবর্তী বলেন, প্রশাসনকে তিনি সমস্তটাই জানিয়েছেন। আইন এবার আইনের পথেই চলবে।

 

 

সর্বধিক পাঠিত

দুর্নীতি দমন আইন নিয়ে সুপ্রিম কোর্টের বিভক্ত মত; মামলা যাবে বৃহত্তর বেঞ্চে

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

গ্রেফতার অভিনেতা, তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর আপ্ত সহায়ক

আপডেট : ১৫ ফেব্রুয়ারী ২০২২, মঙ্গলবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ গ্রেফতার হলেন অভিনেতা, তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর আপ্ত সহায়ক সজল মুখোপাধ্যায়। সোহমের অভিযোগের ভিত্তিতে তার আপ্ত সহায়ককে গ্রেফতার করেছে পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর থানার  পুলিশ। সোমবার সকালে আপ্ত সহায়কের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলে থানায় এফআইআর দায়ের করেন সোহম। সেই অভিযোগের ভিত্তিতে সোহমের আপ্ত সহায়ক সজল মুখোপাধ্যায়কে গ্রেফতার করে পুলিশ।

সোহমের অভিযোগ, ভোটের সময় তার না থাকার সুযোগ নিয়ে তার নাম নাম করে একাধিক ব্যক্তির সঙ্গে প্রতারণা করেছে তার আপ্ত সহায়ক।

আরও পড়ুন: কওম দরদি বিধায়ক আইনজীবী নাসিরুদ্দিন আহমেদের ইন্তেকাল, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

সূত্রের খবর, সোমবার বিকেলে সোহমের দায়ের করা অভিযোগের ভিত্তিতে সজল মুখোপাধ্যায় নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করে পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর থানার পুলিশ। সজলের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছে। মঙ্গলবার তাঁকে তমলুক মহকুমা আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

আরও পড়ুন: ডোমজুড়ে তৃণমূল বিধায়কের নামে চোর পোস্টার, চাঞ্চল্য

সোহম একটি ভিডিও বার্তায় জানান, বাইরে থাকতে হত,  অফিসের সমস্ত ভার সজলের হাতেই থাকত। সেই সুযোগকে কাজে লাগিয়েই বহু মানুষের কাছ থেকে সজল টাকা তুলত। কখনও চাকরি পাইয়ে দেওয়ার নামে,  আবার কখনও উঁচু পদে বসিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে টাকা নিত। সোহম বিষয়টি জেনে গেলে তাঁকেও সজল ব্ল্যাকমেল করত।এমনকী  সোহমের একটি গাড়ি সজল ব্যবহার করতেন। পরে সেটি সোহমকে ফিরিয়ে দিতেও  অস্বীকার করেন সজল। গাড়ির চাবি দেওয়ার নামে ৪ লক্ষ টাকা সোহমে কাছে দাবি করে আপ্ত সহায়ক সজল মুখোপাধ্যায়। এর পরেই থানায় অভিযোগ দায়ের করেন সোহম চক্রবর্তী।

সোহম জানান, কাজের সুবিধার জন্য বিশ্বাস করে সজলকে নিজের একটি গাড়ি দিয়েছিলেন। পরে সেই গাড়ি ফেরানোর জন্য চার লক্ষ টাকা চেয়ে বসেন সোহমের কাছ থেকে। এমনকী সেই গাড়ি চেপে মদ খেয়ে ফিরতেন সজল। পুলিশ ধরলে সোহমের পরিচয় ভাঙিয়ে  নিজেকে ছাড়িয়ে নিতেন। সোহম চক্রবর্তী বলেন, প্রশাসনকে তিনি সমস্তটাই জানিয়েছেন। আইন এবার আইনের পথেই চলবে।