২৪ অক্টোবর ২০২৫, শুক্রবার, ৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

নারী মন্ত্রকের নাম বদলে নৈতিকতা মন্ত্রক

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২১, শনিবার
  • / 46

পুবের কলম, ওয়েবডেস্কঃ আফগানিস্তানে নারীবিষয়ক মন্ত্রকের নাম পরিবর্তন করে রাখা হয়েছে নীতি ও নৈতিকতা বিষয়ক মন্ত্রক। অপর একটি সরকারি বোর্ডে নারী মন্ত্রকের নামের জায়গায় ‘ভার্চু অ্যান্ড ভাইস’ বা ‘পুণ্য ও পাপ’মন্ত্রক লেখা দেখা গিয়েছে। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত তালিবান সরকারের আমলে এ ধর্মীয় দফতর চালু ছিল। সেই দফতরই পুনরায় চালু করা হচ্ছে।

নারী মন্ত্রকের নাম বদলে নৈতিকতা মন্ত্রক

নারীবিষয়ক মন্ত্রকের নামফলক মুছে ফেলে বসানো হয়েছে নীতিও নৈতিকতা-বিষয়ক মন্ত্রকের ফলক। ট্যুইটারে আফগানিস্তানের বেশ কিছু ভিডিয়ো ছড়িয়েছে। এতে দেখা যায়, নারীরা কর্মস্থলের বাইরে দাঁড়িয়ে রয়েছেন। তাঁরা ভেতরে ঢুকতে চেয়েও পারছেন না। যদিও তালিবান সদস্যরা নতুন নৈতিকতা বিষয়ক মন্ত্রকের পক্ষে অবস্থান নিয়ে বলছেন, ইসলামকে রক্ষা করাই এ মন্ত্রকের প্রধান উদ্দেশ্য। নারীবিষয়ক মন্ত্রকের সাইনবোর্ডের বদলে সেখানে দারি ও আরবি ভাষায় লেখা প্রার্থনা- নির্দেশনা এবং পুণ্যের প্রচার ও পাপ ঠেকানো মন্ত্রক। 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নারী মন্ত্রকের নাম বদলে নৈতিকতা মন্ত্রক

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২১, শনিবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ আফগানিস্তানে নারীবিষয়ক মন্ত্রকের নাম পরিবর্তন করে রাখা হয়েছে নীতি ও নৈতিকতা বিষয়ক মন্ত্রক। অপর একটি সরকারি বোর্ডে নারী মন্ত্রকের নামের জায়গায় ‘ভার্চু অ্যান্ড ভাইস’ বা ‘পুণ্য ও পাপ’মন্ত্রক লেখা দেখা গিয়েছে। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত তালিবান সরকারের আমলে এ ধর্মীয় দফতর চালু ছিল। সেই দফতরই পুনরায় চালু করা হচ্ছে।

নারী মন্ত্রকের নাম বদলে নৈতিকতা মন্ত্রক

নারীবিষয়ক মন্ত্রকের নামফলক মুছে ফেলে বসানো হয়েছে নীতিও নৈতিকতা-বিষয়ক মন্ত্রকের ফলক। ট্যুইটারে আফগানিস্তানের বেশ কিছু ভিডিয়ো ছড়িয়েছে। এতে দেখা যায়, নারীরা কর্মস্থলের বাইরে দাঁড়িয়ে রয়েছেন। তাঁরা ভেতরে ঢুকতে চেয়েও পারছেন না। যদিও তালিবান সদস্যরা নতুন নৈতিকতা বিষয়ক মন্ত্রকের পক্ষে অবস্থান নিয়ে বলছেন, ইসলামকে রক্ষা করাই এ মন্ত্রকের প্রধান উদ্দেশ্য। নারীবিষয়ক মন্ত্রকের সাইনবোর্ডের বদলে সেখানে দারি ও আরবি ভাষায় লেখা প্রার্থনা- নির্দেশনা এবং পুণ্যের প্রচার ও পাপ ঠেকানো মন্ত্রক।