০২ জানুয়ারী ২০২৬, শুক্রবার, ১৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

৩৮টি ইংরেজি মাধ্যম স্কুল গড়ছে রাজ্য সংখ্যালঘু দফতর

পুবের কলম প্রতিবেদকঃ বিভিন্ন জেলার সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় ইংরেজি মাধ্যম স্কুল গড়ছে রাজ্য সংখ্যালঘু দফতর। বৃহস্পতিবার পার্ক সার্কাস হজ হাউসে ‘খাদিমূল হুজ্জাজ ওয়েলফেয়ার ট্রাস্ট’ আয়োজিত সেমিনারে এ কথা ঘোষণা করেন রাজ্য সংখ্যালঘু দফতরের মন্ত্রী গোলাম রব্বানি। এদিন তিনি বলেন– বিভিন্ন জেলার ১৫৮টি সংখ্যালঘু ব্লকে এই স্কুল গড়ার সমস্ত প্রস্তুতি হয়েছে। রাজ্যের সংখ্যালঘু দফতর স্কুলগুলি তৈরির দায়িত্বে থাকলেও পরিচালনায় থাকবে স্কুল শিক্ষা দফতর। এই স্কুলগুলি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সিলেবাস অনুসরণ করবে। ৩৮টি ইংরেজি মাধ্যম স্কুল গড়ার জন্য প্রতি স্কুলকে দেওয়া হচ্ছে ৫ কোটি ৯৫ লক্ষ টাকা। স্কুলগুলি হবে প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত। ইন্ট্রিগ্রেটেড পদ্ধতিতে চলবে স্কুলগুলি।

এদিন তিনি বলেন– রাজ্য সরকারের উদ্যোগে সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য স্কিল ডেভেলপমেন্ট কোর্স চালু হয়েছে। ছাত্রছাত্রীরাও প্রতিষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যে এই কোর্স করে অনেকেই প্লেসমেন্টও পেয়েছে। আগামীতে যাতে আরও ছাত্রছাত্রী প্রেসমেন্ট পায় তার ব্যবস্থা করতে হবে। এছাড়া রাজ্য হজ কমিটির উদ্যোগে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য কোচিং সেন্টার গড়ে তোলা হয়েছে।

রাজ্যের ১৭টি এনজিওকে নিয়ে গঠিত হয় খাদিমূল হুজ্জাজ ওয়েলফেয়ার ট্রাস্ট। রাজ্যের বিভিন্ন জেলার ক্ষতিগ্রস্থ এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণের ধারা অব্যাহত রেখেছে এই ট্রাস্ট। আগামীতে হজযাত্রীদের সেবার পাশাপাশি বিভিন্ন সমাজসেবামূলক কাজকর্মের সঙ্গে লিপ্ত থাকার আরও উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ট্রাস্টের নেতৃত্বরা। এদিন হজ কমিটির উন্নয়ন নিয়ে বক্তব্য রাখছেন সাংসদ নাদিমুল হক।

এ দিনের সেমিনারে উপস্থিত ছিলেন– একেএম ফারহাদ– সংখ্যালঘু দফতরের আধিকারিক সাকিল আহমেদ– আবু সুফিয়ান– কামরুল হুদা– মাওলানা আবদুল হামিদ– ফজলুর রহমান– মাদ্রাসা শিক্ষা পর্ষদের সদস্য ড. আবু তাহের কমরুদ্দিন প্রমুখ। 

সমস্ত সেমিনারটি পরিচালনা করেন ট্রাস্টের সভাপতি রমযান আলি মোল্লা– সেক্রেটারি মুফতি মুজিবুর রহমান– মাওলানা মুহাম্মদ আসরারুল হক– বাবর খান– মেহেবুব রহমান– নাইয়ার আলম– সৈয়দ নাফিরুল ইসলাম– সমাজসেবী সাইফুল হক– শিক্ষাবিদ মতিউর রহমান মাদানী– খলিল মল্লিক প্রমুখ। 

ট্যাগ :
সর্বধিক পাঠিত

রাশিয়ায় আছড়ে পড়ল ইউক্রেনীয় ড্রোন, হামলা নিহত ২৪ জন নাগরিক

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

৩৮টি ইংরেজি মাধ্যম স্কুল গড়ছে রাজ্য সংখ্যালঘু দফতর

আপডেট : ২ সেপ্টেম্বর ২০২১, বৃহস্পতিবার

পুবের কলম প্রতিবেদকঃ বিভিন্ন জেলার সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় ইংরেজি মাধ্যম স্কুল গড়ছে রাজ্য সংখ্যালঘু দফতর। বৃহস্পতিবার পার্ক সার্কাস হজ হাউসে ‘খাদিমূল হুজ্জাজ ওয়েলফেয়ার ট্রাস্ট’ আয়োজিত সেমিনারে এ কথা ঘোষণা করেন রাজ্য সংখ্যালঘু দফতরের মন্ত্রী গোলাম রব্বানি। এদিন তিনি বলেন– বিভিন্ন জেলার ১৫৮টি সংখ্যালঘু ব্লকে এই স্কুল গড়ার সমস্ত প্রস্তুতি হয়েছে। রাজ্যের সংখ্যালঘু দফতর স্কুলগুলি তৈরির দায়িত্বে থাকলেও পরিচালনায় থাকবে স্কুল শিক্ষা দফতর। এই স্কুলগুলি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সিলেবাস অনুসরণ করবে। ৩৮টি ইংরেজি মাধ্যম স্কুল গড়ার জন্য প্রতি স্কুলকে দেওয়া হচ্ছে ৫ কোটি ৯৫ লক্ষ টাকা। স্কুলগুলি হবে প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত। ইন্ট্রিগ্রেটেড পদ্ধতিতে চলবে স্কুলগুলি।

এদিন তিনি বলেন– রাজ্য সরকারের উদ্যোগে সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য স্কিল ডেভেলপমেন্ট কোর্স চালু হয়েছে। ছাত্রছাত্রীরাও প্রতিষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যে এই কোর্স করে অনেকেই প্লেসমেন্টও পেয়েছে। আগামীতে যাতে আরও ছাত্রছাত্রী প্রেসমেন্ট পায় তার ব্যবস্থা করতে হবে। এছাড়া রাজ্য হজ কমিটির উদ্যোগে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য কোচিং সেন্টার গড়ে তোলা হয়েছে।

রাজ্যের ১৭টি এনজিওকে নিয়ে গঠিত হয় খাদিমূল হুজ্জাজ ওয়েলফেয়ার ট্রাস্ট। রাজ্যের বিভিন্ন জেলার ক্ষতিগ্রস্থ এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণের ধারা অব্যাহত রেখেছে এই ট্রাস্ট। আগামীতে হজযাত্রীদের সেবার পাশাপাশি বিভিন্ন সমাজসেবামূলক কাজকর্মের সঙ্গে লিপ্ত থাকার আরও উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ট্রাস্টের নেতৃত্বরা। এদিন হজ কমিটির উন্নয়ন নিয়ে বক্তব্য রাখছেন সাংসদ নাদিমুল হক।

এ দিনের সেমিনারে উপস্থিত ছিলেন– একেএম ফারহাদ– সংখ্যালঘু দফতরের আধিকারিক সাকিল আহমেদ– আবু সুফিয়ান– কামরুল হুদা– মাওলানা আবদুল হামিদ– ফজলুর রহমান– মাদ্রাসা শিক্ষা পর্ষদের সদস্য ড. আবু তাহের কমরুদ্দিন প্রমুখ। 

সমস্ত সেমিনারটি পরিচালনা করেন ট্রাস্টের সভাপতি রমযান আলি মোল্লা– সেক্রেটারি মুফতি মুজিবুর রহমান– মাওলানা মুহাম্মদ আসরারুল হক– বাবর খান– মেহেবুব রহমান– নাইয়ার আলম– সৈয়দ নাফিরুল ইসলাম– সমাজসেবী সাইফুল হক– শিক্ষাবিদ মতিউর রহমান মাদানী– খলিল মল্লিক প্রমুখ।