০৫ অগাস্ট ২০২৫, মঙ্গলবার, ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

এবার টেলিভিশনে ক্লাস শুরুর উদ্যোগ শিক্ষা দফতরের

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১২ জানুয়ারী ২০২২, বুধবার
  • / 42

পুবের কলম প্রতিবেদকঃ করোনা পরিস্থিতির জেরে স্কুলে পঠনপাঠন বন্ধ। সেই কারণে অনলাইনের পাশাপাশি টেলিভিশনের মাধ্যমে ক্লাস-বিষয়ভিত্তিক আলোচনা শুরু করা হচ্ছে। বুধবার এ কথা জানিয়েছেন শিক্ষা দফতরের এক আধিকারিক। ইতিমধ্যে জি- ২৪ ঘন্টায় নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের নিয়ে প্যানেল ডিসকাশন শুরু হয়েছে। ১৭ জানুয়ারি বেলা ১০ টা থেকে ১১ টা পর্যন্ত ডিসকাশন প্রোগ্রাম শুরু হবে। থাকবেন বোর্ডের সভাপতি ও অন্যান্য আধিকারিকরা। ১৮ জানুয়ারি বাংলা বিষয়ে ‘সিরাজউদ্দৌল্লা’র বিষয়ে আলোচনা করা হবে। ১৯ জানুয়ারি দ্বাদশ শ্রেণির ফিজিক্স-এর প্রিজম এবং লেন্স বিষয়ে আলোচনা করা হবে। ২০ জানুয়ারি ইংরেজি বিষয়ের ফাদার হেল্প নিয়ে আলোচনা করা হবে। ২১ জানুয়ারি দ্বাদশ শ্রেণির কেমিক্যাল বিষয় পড়ুয়াদের সামনে তুলে ধরা হবে। বিভিন্ন বিষয়ের ‘এক্সপার্ট’রা আলোচনা করা হবে বলে জানিয়েছে শিক্ষা দফতর। টেলিভিশনে পড়াশোনার প্রোগ্রাম অব্যাহত থাকবে বলে জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ।

এর আগে ষষ্ঠ থেকে নবম-দশম শ্রেণিতে টেলিফোনিক ক্লাস শুরু হয়েছিল। শিক্ষা দফতর জানিয়েছে, বাংলার শিক্ষার দূরভাষে শিক্ষকের নিয়ে দল গঠন করা হয়েছিল। বাংলা মাধ্যমের স্কুলের পাশাপাশি ইংরেজি মাধ্যমেও টেলি ক্লাস চালু করা হবে। সেই প্রক্রিয়াও চলছে। করোনা পরিস্থিতির কারণে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে স্কুল। স্কুল শিক্ষা দফতরের এই উদ্যোগে রাজ্যের প্রান্তিক অঞ্চলের পড়ুয়ারা বিশেষভাবে উপকৃত হবেন বলে জানিয়েছে শিক্ষা দফতর। গত বছর থেকে টেলি ক্লাস চালু ছিল। এতে পড়ুয়াদের মধ্যে ব্যাপক সাড়া পেয়েছে।

আরও পড়ুন: শিক্ষা দফতরই তুলে দেওয়া হল এই দেশে!

কীভাবে ক্লাস নেওয়া হবে, সেই নিয়ে শিক্ষকদের প্রশিক্ষণও দেওয়া হয়েছে।

আরও পড়ুন: স্কুলের প্রাইভেট শিক্ষকদের বিরুদ্ধে এবার তদন্তে নামছে শিক্ষা দফতর

আরও পড়ুন: অর্ডিন্যান্সে সায় রাজ্যপালের, উপাচার্য নিয়োগের প্রক্রিয়া শুরু করছে শিক্ষা দফতর  

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

এবার টেলিভিশনে ক্লাস শুরুর উদ্যোগ শিক্ষা দফতরের

আপডেট : ১২ জানুয়ারী ২০২২, বুধবার

পুবের কলম প্রতিবেদকঃ করোনা পরিস্থিতির জেরে স্কুলে পঠনপাঠন বন্ধ। সেই কারণে অনলাইনের পাশাপাশি টেলিভিশনের মাধ্যমে ক্লাস-বিষয়ভিত্তিক আলোচনা শুরু করা হচ্ছে। বুধবার এ কথা জানিয়েছেন শিক্ষা দফতরের এক আধিকারিক। ইতিমধ্যে জি- ২৪ ঘন্টায় নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের নিয়ে প্যানেল ডিসকাশন শুরু হয়েছে। ১৭ জানুয়ারি বেলা ১০ টা থেকে ১১ টা পর্যন্ত ডিসকাশন প্রোগ্রাম শুরু হবে। থাকবেন বোর্ডের সভাপতি ও অন্যান্য আধিকারিকরা। ১৮ জানুয়ারি বাংলা বিষয়ে ‘সিরাজউদ্দৌল্লা’র বিষয়ে আলোচনা করা হবে। ১৯ জানুয়ারি দ্বাদশ শ্রেণির ফিজিক্স-এর প্রিজম এবং লেন্স বিষয়ে আলোচনা করা হবে। ২০ জানুয়ারি ইংরেজি বিষয়ের ফাদার হেল্প নিয়ে আলোচনা করা হবে। ২১ জানুয়ারি দ্বাদশ শ্রেণির কেমিক্যাল বিষয় পড়ুয়াদের সামনে তুলে ধরা হবে। বিভিন্ন বিষয়ের ‘এক্সপার্ট’রা আলোচনা করা হবে বলে জানিয়েছে শিক্ষা দফতর। টেলিভিশনে পড়াশোনার প্রোগ্রাম অব্যাহত থাকবে বলে জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ।

এর আগে ষষ্ঠ থেকে নবম-দশম শ্রেণিতে টেলিফোনিক ক্লাস শুরু হয়েছিল। শিক্ষা দফতর জানিয়েছে, বাংলার শিক্ষার দূরভাষে শিক্ষকের নিয়ে দল গঠন করা হয়েছিল। বাংলা মাধ্যমের স্কুলের পাশাপাশি ইংরেজি মাধ্যমেও টেলি ক্লাস চালু করা হবে। সেই প্রক্রিয়াও চলছে। করোনা পরিস্থিতির কারণে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে স্কুল। স্কুল শিক্ষা দফতরের এই উদ্যোগে রাজ্যের প্রান্তিক অঞ্চলের পড়ুয়ারা বিশেষভাবে উপকৃত হবেন বলে জানিয়েছে শিক্ষা দফতর। গত বছর থেকে টেলি ক্লাস চালু ছিল। এতে পড়ুয়াদের মধ্যে ব্যাপক সাড়া পেয়েছে।

আরও পড়ুন: শিক্ষা দফতরই তুলে দেওয়া হল এই দেশে!

কীভাবে ক্লাস নেওয়া হবে, সেই নিয়ে শিক্ষকদের প্রশিক্ষণও দেওয়া হয়েছে।

আরও পড়ুন: স্কুলের প্রাইভেট শিক্ষকদের বিরুদ্ধে এবার তদন্তে নামছে শিক্ষা দফতর

আরও পড়ুন: অর্ডিন্যান্সে সায় রাজ্যপালের, উপাচার্য নিয়োগের প্রক্রিয়া শুরু করছে শিক্ষা দফতর