১৪ জানুয়ারী ২০২৬, বুধবার, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

এবার টি শার্টেও “ ডোন্ট টাচ মাই বডি” শুভেন্দু কে কটাক্ষ করে পথে নামল তৃণমূল

 

 

আরও পড়ুন: জাতীয় সড়কে মিছিল করা নিয়ে অভিষেকের বিরুদ্ধে মামলা করলেন শুভেন্দু অধিকারী

পুবের কলম ওয়েবডেস্ক: রাজ্য রাজনীতিতে তোলপাড় তুলে দিয়েছে “ ডোন্ট টাচ মাই বডি, আই অ্যাম মেল”। গত মঙ্গলবার বিজেপির নবান্ন অভিযানের দিন হাওড়া যাওয়ার পথে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে  আটকে দেওয়া হয় পিটিএসে। সেই সময় সাদা পোশাকে থাকা মহিলা পুলিশ কর্মীরা তাঁর দিকে এগিয়ে এলে এই মন্তব্য করেন শুভেন্দু। এরপর থেকেই রাজ্য রাজনীতিতে তুমুল চর্চায় এই শব্দবন্ধটি।

আরও পড়ুন: জিনস, টি-শার্ট, লেগিংস পরে আসা যাবে না স্কুলে, নির্দেশিকা জারি অসম সরকারের

এবার টি শার্টেও “ ডোন্ট টাচ মাই বডি” লিখে রাস্তায় নামলেন যুব তৃণমূল কর্মীরা। যদিও  মুখে তারা বলছেন ফের মাথা চাড়া দিচ্ছে করোনা সংক্রমণ। তারপর রাস্তাঘাট, বাজার দোকানে উপচে পড়া ভিড়। তাই  ভিড় এড়াতে সতর্ক বার্তা দেওয়ার উদ্দেশ্যেই তারা এই টিশার্ট  পরেছেন।

আরও পড়ুন: শুভেন্দু অধিকারীর দুটি মামলা থেকে সরে দাঁড়ালেন  বিচারপতি  রাজশেখর মান্থার

 

উল্লেখ্য এর আগে বিধানসভা তেও “ ডোন্ট টাচ মাই বডি,” মন্তব্যের আঁচ পড়ে। তৃণমূলের মহিলা বিধায়করা রীতিমতো  এই মন্তব্য লিখে পোস্টার বানিয়ে বিধানসভায় হাজির হন। ’পক্ষের স্লোগানে রীতিমতো হট্টগোল শুরু হয়ে যায় অধিবেশন কক্ষে। এরপরই ওয়াক-আউট করে বিজেপি।

সর্বধিক পাঠিত

নাবালককে বেআইনিভাবে জেল: বিহার সরকারকে ৫ লক্ষ টাকা জরিমানার নির্দেশ আদালতের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

এবার টি শার্টেও “ ডোন্ট টাচ মাই বডি” শুভেন্দু কে কটাক্ষ করে পথে নামল তৃণমূল

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২২, শনিবার

 

 

আরও পড়ুন: জাতীয় সড়কে মিছিল করা নিয়ে অভিষেকের বিরুদ্ধে মামলা করলেন শুভেন্দু অধিকারী

পুবের কলম ওয়েবডেস্ক: রাজ্য রাজনীতিতে তোলপাড় তুলে দিয়েছে “ ডোন্ট টাচ মাই বডি, আই অ্যাম মেল”। গত মঙ্গলবার বিজেপির নবান্ন অভিযানের দিন হাওড়া যাওয়ার পথে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে  আটকে দেওয়া হয় পিটিএসে। সেই সময় সাদা পোশাকে থাকা মহিলা পুলিশ কর্মীরা তাঁর দিকে এগিয়ে এলে এই মন্তব্য করেন শুভেন্দু। এরপর থেকেই রাজ্য রাজনীতিতে তুমুল চর্চায় এই শব্দবন্ধটি।

আরও পড়ুন: জিনস, টি-শার্ট, লেগিংস পরে আসা যাবে না স্কুলে, নির্দেশিকা জারি অসম সরকারের

এবার টি শার্টেও “ ডোন্ট টাচ মাই বডি” লিখে রাস্তায় নামলেন যুব তৃণমূল কর্মীরা। যদিও  মুখে তারা বলছেন ফের মাথা চাড়া দিচ্ছে করোনা সংক্রমণ। তারপর রাস্তাঘাট, বাজার দোকানে উপচে পড়া ভিড়। তাই  ভিড় এড়াতে সতর্ক বার্তা দেওয়ার উদ্দেশ্যেই তারা এই টিশার্ট  পরেছেন।

আরও পড়ুন: শুভেন্দু অধিকারীর দুটি মামলা থেকে সরে দাঁড়ালেন  বিচারপতি  রাজশেখর মান্থার

 

উল্লেখ্য এর আগে বিধানসভা তেও “ ডোন্ট টাচ মাই বডি,” মন্তব্যের আঁচ পড়ে। তৃণমূলের মহিলা বিধায়করা রীতিমতো  এই মন্তব্য লিখে পোস্টার বানিয়ে বিধানসভায় হাজির হন। ’পক্ষের স্লোগানে রীতিমতো হট্টগোল শুরু হয়ে যায় অধিবেশন কক্ষে। এরপরই ওয়াক-আউট করে বিজেপি।