জয়নগরের ময়দায়, এস ইউ সি আই-এর হাতে থাকা মহিলা সমবায় সমিতির ক্ষমতায় এলো শাসক তৃনমূল দল

- আপডেট : ৩০ জুলাই ২০২৫, বুধবার
- / 27
উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর : ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে রাজ্য জুড়ে সবুজ ঝড় চলছে।একের পর এক সমবায় সমিতির নির্বাচনে জয়ের ধারা অব্যাহত শাসক তৃনমূল কংগ্রেসের।বুধবার জয়নগর বিধানসভার জয়নগর ২ নং ব্লকের ময়দা গ্রাম পঞ্চায়েতের ময়দা মহিলা উন্নয়ন সংঘ প্রাথমিক বহুমুখী সমবায় সমিতির নির্বাচনে ১২ টি আসনের সব কটিতেই তৃনমূল কংগ্রেসের মহিলা সদস্যারা বিজয়ী হন।
দীর্ঘ ৪০ বছর ধরে এই সমবায় সমিতি এস ইউ সি আই এর হাতে ছিল।এই প্রথম শাসক তৃনমূল কংগ্রেসের দখলে গেল এই সমিতি।এদিন এই সমিতির নির্বাচনের দিন নিদিষ্ট করা হয়েছিলো জয়নগর ২ নং ব্লক নির্বাচনী দপ্তর থেকে।বিরোধী দলের কোনো প্রতিনিধি এই নির্বাচনে অংশ না নেওয়ায়, এদিন এই নির্বাচনের দায়িত্ব থাকা আধিকারিক অন্দিদিতা দাস বিশ্বাস, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ১২ জন মহিলা সদস্যের হাতে বিজয়ীর সার্টিফিকেট তুলে দেন।
এদিন এই নির্বাচনের আধিকারিকের সাথে উপস্থিত ছিলেন সহকারি আধিকারিক সৌমিক ব্যানাজী।এদিন এই জয়ের পরে সবুজ আবির মেখে উৎসবে সামিল হন বিজয়ীরা সহ শাসক তৃনমূল কংগ্রেসের বহু কর্মীবৃন্দ। এদিন বিজয়ীদের গলায় মালা পরিয়ে দেন ময়দা গ্রাম পঞ্চায়েত প্রধান মানু মন্ডল।এছাড়া উপস্থিত ছিলেন উপপ্রধান আ: রহিম সরদার, ময়দা অঞ্চল তৃনমূল কংগ্রেসের সভাপতি জান্নাত মোল্লা সহ একাধিক পঞ্চায়েত সদস্য।
এদিন এব্যাপারে ময়দা অঞ্চল তৃনমূল কংগ্রেসের সভাপতি জান্নাত মোল্লা বলেন, দীর্ঘ ৪০ বছর এস ইউ সির হাতে এই মহিলা সমিতি থাকায় উন্নয়নে পিছিয়ে পড়েছে এই সমিতি।আর মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে, বিধায়ক বিশ্বনাথ দাসের কাজ দেখে বিরোধীরা এই নির্বাচনে দাঁড়াতে সাহস পায়নি।আর তাই আমাদের দলের সদস্যরা একক ভাবে বিজয়ী হন।
আমরা এই মহিলা সমিতির মাধ্যমে এলাকার উন্নয়নে নজর দেব।আর এই জয় বিধানসভা নির্বাচনের আগে শক্তি বাড়িয়ে দিল শাসক তৃনমূল কংগ্রেসের।আর এদিন এই জয়ী প্রার্থীদের অভিনন্দন জানিয়েছেন জয়নগর বিধানসভার বিধায়ক বিশ্বনাথ দাস।