পরিষেবা স্বাভাবিক রাখতে একাধিক সিদ্ধান্ত : কমানো হল ট্রেনের সংখ্যা

- আপডেট : ৩ সেপ্টেম্বর ২০২৫, বুধবার
- / 64
পুবের কলম ওয়েবডেস্ক : গণ পরিবহন মানচিত্রে কলকাতা মেট্রো রেলের নেট ওয়ার্ক ক্রমশ প্রসারিত হচ্ছে। নিরাপদ এবং সময় সাশ্রয়ী যাত্রার ক্ষেত্রে সাধারণ যাত্রীদের কাছে মেট্রো রেল অন্যতম লাইফ লাইন হিসেবে চিহ্নিত। কিন্তু বেশ কিছুদিন ধরেই কলকাতা মেট্রো রেলের ব্লু লাইনের পরিষেবা নিয়ে ক্ষোভ বাড়ছে যাত্রীদের। নিত্যযাত্রীদের অভিযোগ, মুষলধারে বৃষ্টি হলেই ব্লু লাইনের পার্ক স্ট্রিট, সেন্ট্রাল স্টেশনের দেওয়াল থেকে জল গড়িয়ে পড়ে।
এমনকি নির্দিষ্ট সময়সূচি মেনে ট্রেন না চলায় ক্ষুব্ধ যাত্রীরা। মেট্রো রেলের পক্ষ থেকে গতকাল অর্থাৎ বুধবার থেকেই ব্লু লাইনে রাত ১০.২০ মিনিটের নাইট স্পেশাল মেট্রো না চালানোর সিদ্ধান্তের জেরে বিপাকে পড়েছেন যাত্রীরা। অনির্দিষ্ট কালের জন্য নাইট স্পেশাল মেট্রো বাতিলের পাশাপাশি আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে মেট্রোর পক্ষ থেকে।
কলকাতা মেট্রো রেল সূত্রের খবর, ওয়ারেঞ্জ লাইনে কলকাতা বিমানবন্দর থেকে নোয়াপাড়া হয়ে তারপর ব্লু লাইনে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত সরাসরি মেট্রো পরিষেবা চালু করেছিল মেট্রো কর্তৃপক্ষ। কিন্তু মাত্র দুই সপ্তাহের মধ্যেই ওই পরিষেবা বন্ধ করে দেওয়ায় ক্ষোভ উগরে দিচ্ছেন যাত্রীরা। জানা গিয়েছে, নোয়াপাড়া থেকে কলকাতা বিমানবন্দর এবং কলকাতা বিমানবন্দর থেকে নোয়াপাড়ার মধ্যেই বর্তমানে মেট্রো পরিষেবা চলাচল করবে। উত্তর-দক্ষিণ করিডর বা ব্লু লাইনে মেট্রো পরিষেবা নিতে হলে নোয়াপাড়া নেমেই মেট্রো ধরতে হবে।
সম্প্রতি কলকাতা মেট্রো রেলের নয়া দুটি রুট চালু হয়েছে। যাত্রীদের কথা ভেবেই ব্লু লাইন অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত বাড়ানো হয়েছিল ট্রেনের সংখ্যা। কিন্তু, মাত্র কয়েকদিনের মাথায় ট্রেনের সংখ্যা ২৮৪ থেকে কমিয়ে ২৬২ করা হয়েছে।
যদিও ব্লু লাইনে ট্রেনের সংখ্যা কমানো প্রসঙ্গে কর্তৃপক্ষের বক্তব্য, মহানায়ক উত্তম কুমার স্টেশন থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো পরিষেবা বিঘ্নিত হচ্ছে। সিগন্যাল এবং বিশেষ করে রিভার্সাল পয়েন্টে ত্রুটি এড়িয়ে যাত্রী পরিষেবা স্বাভাবিক রাখতে এবার থেকে মহানায়ক উত্তম কুমার স্টেশনে ৩টি রেক এবং নোয়াপাড়া মেট্রো স্টেশনে ৩টি রেক অতিরিক্ত রাখা থাকবে। শহিদ ক্ষুদিরাম থেকে রিভার্সাল পয়েন্টের সমস্যার কথা ভেবেই ওই ৩টি রেক যাত্রী পরিষেবার জন্য ব্যবহার করা হবে।
একইভাবে নোয়াপাড়ায় সমস্যা এড়িয়ে পরিষেবা স্বাভাবিক রাখতে সেখানেও ৩টি রেক ব্যবহার করা হবে। কবি সুভাষ স্টেশনের পিলার এবং প্ল্যাটফর্ম সংস্কারের জন্য আপাতত শহীদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো পরিষেবা চালু রয়েছে। কিন্তু, গত কয়েকদিন ধরে মেট্রো রেলের যাত্রী দুর্ভোগের কারণে ক্ষুব্ধ যাত্রীরা। দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত বিভ্রাট নিয়ন্ত্রণে আনতে এই ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে।