নবান্ন অভিযানে কড়া নজরদারি
রেসকোর্সে পুলিশের বজ্র আঁটুনি, ব্যারিকেডে ওঠার চেষ্টা নির্যাতিতার বাবা-মায়ের

- আপডেট : ৯ অগাস্ট ২০২৫, শনিবার
- / 39
পুবের কলম ওয়েবডেস্ক : শনিবার নবান্ন অভিযানের কারণে সকাল থেকেই রেসকোর্স ও আশপাশের এলাকায় নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা জারি করল কলকাতা পুলিশ। মিছিলের রুটে সম্ভাব্য উত্তেজনা এড়াতে রেসকোর্সের চারপাশে ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়। মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী, সঙ্গে র্যাপিড অ্যাকশন ফোর্স।
রেসকোর্সে পুলিশের ব্যারিকেড দিয়ে ঘিরে রাখার কারণে, কিছুতেই সামনে এগিয়ে যেতে পারছিল না নির্যাতিতার বাবা-মা। কার্যত বাধ্য হয়েই, ব্যারিকেডে উঠে পড়েন তাঁরা। ওনারা পুলিশকে প্রশ্ন করেন, কেন তাঁদের এইভাবে আটকানোর চেষ্টা করছে?
টহলদারি বাড়ানো হয় পার্ক স্ট্রিট, ময়দান, ও হেস্টিংস সংলগ্ন এলাকায়। পুলিশের দাবি, অনুমতি ছাড়া কোনও মিছিল বা জমায়েত হলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হবে। যানবাহন ও পথচারীদেরও কড়া তল্লাশি চালানো হয়।
এদিন নবান্ন অভিযানের ডাক ঘিরে শহরের বিভিন্ন জায়গায় বিজেপি কর্মী, সমর্থকদের সমাবেশের খবর মিললেও রেসকোর্স এলাকায় পুলিশি ‘বজ্র আঁটুনি’তে কার্যত বন্ধ হয়ে যায় পরিস্থিতি। নিরাপত্তা বাহিনীর দাবি, জননিরাপত্তা বজায় রাখতেই এই কড়াকড়ি।