প্রধান বিচারপতি কান্তের অধীনে কেমন হবে সুপ্রিম কলেজিয়াম!
- আপডেট : ২৪ নভেম্বর ২০২৫, সোমবার
- / 42
পুবের কলম, নয়াদিল্লি: সুপ্রিম কোর্টের পাঁচজন জ্যেষ্ঠ বিচারপতির সমন্বয়ে গঠিত সুপ্রিম কলেজিয়াম। এই কলেজিয়াম দেশের শীর্ষ আদালতের বিচারপতি নিয়োগের পাশাপাশি হাইকোর্টের বিচারপতিদের বদলির সিদ্ধান্ত নিয়ে থাকে। তিনজন জ্যেষ্ঠ বিচারপতি হাইকোর্টে বিচারপতিদের নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নেন। সোমবার বিচারপতি সূর্য কান্ত ভারতের প্রধান বিচারপতি (সিজেআই) হিসেবে শপথ গ্রহণ করেছেন। ফলে কলেজিয়ামে এখন প্রধান বিচারপতি কান্ত এবং বিচারপতি বিক্রম নাথ, জে কে মহেশ্বরী, বিভি নাগরত্ন এবং এমএম সুন্দরেশ রয়েছেন। বিচারপতি কান্তের প্রধান বিচারপতি হিসেবে ১৪ মাস মেয়াদ থাকলেও কলেজিয়ামে একটি পরিবর্তন আসবে। সুপ্রিম বিচারপতি মহেশ্বরী ২০২৬ সালের ২৮ জুন অবসর নেবেন। কলেজিয়ামের একটি আসন ফাকা হওয়ার ফলে ওই আসনে বিচারপতি পিএস নরসিংহ কলেজিয়ামের সদস্য হবেন। এছাড়াও, বিচারপতি নাথ, নাগরত্ন এবং নরসিংহ সকলেই ভবিষ্যতে ভারতের প্রধান বিচারপতি হওয়ার কথা রয়েছে।




























