০৮ মে ২০২৫, বৃহস্পতিবার, ২৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
গুরুতর আহত ৫৭

জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলায় নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তানের গোলাবর্ষণে ১৫ জন নিহত

ইমামা খাতুন
  • আপডেট : ৮ মে ২০২৫, বৃহস্পতিবার
  • / 30

পুবের কলম, ওয়েব ডেস্ক: জম্মু-কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তানের গোলাবর্ষণে ১৫ জন নিহত, গুরুতর আহত ৫৭। বুধবার ভোররাতে পুঞ্চ জেলায় নিয়ন্ত্রণরেখা বরাবর পাকিস্তান ব্যাপক মর্টার ও গোলাবর্ষণ চালায়।  নিহতদের মধ্যে চার শিশু ও শিখ সম্প্রদায়ের তিনজন রয়েছেন। একটি স্থানীয় গুরুদ্বারায়ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

অপারেশন সিঁদুরের হামলার প্রতিক্রিয়ায় সীমান্ত–সংলগ্ন এলাকায় বুধবার অব্যাহত গোলাবর্ষণ করেছে পাকিস্তানি সেনারা। এ ঘটনায় এক ভারতীয় সেনা শহিদ হয়েছেন বলে খবর। সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে পাকিস্তানের লাগাতার গোলা বর্ষণে শহিদ হন দীনেশ কুমার। শহিদ দীনেশ কুমার হরিয়ানার বাসিন্দা। ৫ এফডি রেজিমেন্টে পোস্টিং ছিল তাঁর। পুঞ্চ সেক্টরে নিহত হয়েছেন তিনি।

আরও পড়ুন: সরকারি কর্মচারীদের জরুরী ভিত্তিতে ছুটি বাতিল

 

আরও পড়ুন: ভারতে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচি

ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানি জঙ্গি ঘাঁটি ধ্বংস করার পর থেকে, নিয়ন্ত্রণ রেখা বরাবর গোলা বর্ষণ আরও বাড়িয়ে দেয় পাক বাহিনী। তাতে একাধিক নিরীহ নাগরিকের মৃত্যু । পাল্টা ভারতীয় সেনার জবাবে ১০ জন পাক জওয়ানের মৃত্যু হয়।

আরও পড়ুন: পুঞ্চ সীমান্তে পাকিস্তানের তীব্র গোলাবর্ষণ, শহিদ এক জওয়ান

 

পাকিস্তানি সেনার গোলাবর্ষণে দিনেশ কুমার গুরুতরভাবে আহত হন। তাকে দ্রুত চিকিৎসার জন্য সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।   সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বৃহস্পতিবার, শহিদ জওয়ানের পার্থিব দেহ তাঁর নিজ জেলা হরিয়ানার পালওয়ালে পাঠানো হবে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

গুরুতর আহত ৫৭

জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলায় নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তানের গোলাবর্ষণে ১৫ জন নিহত

আপডেট : ৮ মে ২০২৫, বৃহস্পতিবার

পুবের কলম, ওয়েব ডেস্ক: জম্মু-কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তানের গোলাবর্ষণে ১৫ জন নিহত, গুরুতর আহত ৫৭। বুধবার ভোররাতে পুঞ্চ জেলায় নিয়ন্ত্রণরেখা বরাবর পাকিস্তান ব্যাপক মর্টার ও গোলাবর্ষণ চালায়।  নিহতদের মধ্যে চার শিশু ও শিখ সম্প্রদায়ের তিনজন রয়েছেন। একটি স্থানীয় গুরুদ্বারায়ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

অপারেশন সিঁদুরের হামলার প্রতিক্রিয়ায় সীমান্ত–সংলগ্ন এলাকায় বুধবার অব্যাহত গোলাবর্ষণ করেছে পাকিস্তানি সেনারা। এ ঘটনায় এক ভারতীয় সেনা শহিদ হয়েছেন বলে খবর। সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে পাকিস্তানের লাগাতার গোলা বর্ষণে শহিদ হন দীনেশ কুমার। শহিদ দীনেশ কুমার হরিয়ানার বাসিন্দা। ৫ এফডি রেজিমেন্টে পোস্টিং ছিল তাঁর। পুঞ্চ সেক্টরে নিহত হয়েছেন তিনি।

আরও পড়ুন: সরকারি কর্মচারীদের জরুরী ভিত্তিতে ছুটি বাতিল

 

আরও পড়ুন: ভারতে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচি

ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানি জঙ্গি ঘাঁটি ধ্বংস করার পর থেকে, নিয়ন্ত্রণ রেখা বরাবর গোলা বর্ষণ আরও বাড়িয়ে দেয় পাক বাহিনী। তাতে একাধিক নিরীহ নাগরিকের মৃত্যু । পাল্টা ভারতীয় সেনার জবাবে ১০ জন পাক জওয়ানের মৃত্যু হয়।

আরও পড়ুন: পুঞ্চ সীমান্তে পাকিস্তানের তীব্র গোলাবর্ষণ, শহিদ এক জওয়ান

 

পাকিস্তানি সেনার গোলাবর্ষণে দিনেশ কুমার গুরুতরভাবে আহত হন। তাকে দ্রুত চিকিৎসার জন্য সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।   সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বৃহস্পতিবার, শহিদ জওয়ানের পার্থিব দেহ তাঁর নিজ জেলা হরিয়ানার পালওয়ালে পাঠানো হবে।