দীপাবলিতে হায়দ্রাবাদে আতশবাজির ঘটনায় আহত ৪৭

- আপডেট : ২১ অক্টোবর ২০২৫, মঙ্গলবার
- / 101
পুবের কলম, ওয়েবডেস্ক: রাতে দীপাবলি উদযাপনের সময় আতশবাজি ফাটাতে গিয়ে হায়দ্রাবাদে বহু মানুষ আহত হয়েছেন। আহতদের মধ্যে শিশুদের সংখ্যাও রয়েছে বলে জানা যাচ্ছে। মোট ৪৭ জন আহত, যার মধ্যে ২০ জন শিশু, চিকিৎসার জন্য মেহদিপতনমের সরোজিনী দেবী হাসপাতালে ভর্তি হন।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ইব্রাহিম জানিয়েছেন, আহতদের দ্রুত চিকিৎসা দেওয়া হয়েছে এবং বর্তমানে তাদের অবস্থা স্থিতিশীল। হাসপাতাল সূত্রে জানা গেছে, ১৮ জন গুরুতর আহত, বাকিরা হালকা চোট পান। বেশিরভাগকেই প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়, তবে গুরুতর আহতদের ভর্তি রাখা হয়েছে। আহতদের চিকিৎসায় সাতজন চিকিৎসকের একটি দল কাজ করছে।
জানা গেছে, কেউ আতশবাজি ফাটানোর সময় আহত হয়েছেন, কেউ বা অন্যের ফাটানো আতশবাজির আঘাতে। শহরের বিভিন্ন এলাকা ও উপকণ্ঠে আহত আরও অনেকে ব্যক্তিগত হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।