২৫ অক্টোবর ২০২৫, শনিবার, ৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

‘ইউপিতে ৮০ বনাম ২০’, ভোটমুখী রাজ্যে সাম্প্রদায়িক মন্তব্য যোগী আদিত্যনাথের

মাসুদ আলি
  • আপডেট : ১০ জানুয়ারী ২০২২, সোমবার
  • / 100

পুবের কলম ওয়েবডেস্ক : ১০ ফেব্রুয়ারি শুরু ইউপির প্রথম দফা নির্বাচন। হাতে আর এক মাস বাকি। ভোট হবে সাত দফায়। গণনা হবে ১০ মার্চ। এই আবহে নতুন করে বিতর্ক তৈরি হল মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মন্তব্যে। তাঁর দাবি, এবারের নির্বাচনে ৮০ বনাম ২০-র লড়াই হবে। তাঁর এই মন্তব্যের তীব্র বিরোধিতা করতে দেখা গিয়েছে বিরোদী দলগুলিকে।

যোগী বলেন, রাজ্যের ৮০ শতাংশ মানুষ জাতীয়তাবাদ, সুশাসন ও উন্নয়নের সমর্থক। তাঁরা বিজেপিকে ভোট দেবেন। বাকি ১৫-২০ শতাংশ মানুষ মাফিয়া ও ক্রিমিনালদের সমর্থক। তারা চাষিদের শত্রু। এই ধরনের লোকজন ভিন্ন পথে চলবে। সুতরাং লড়াইটা হবে ৮০ শতাংশের সঙ্গে ২০ শতাংশের। পদ্মই পথ দেখাবে সবাইকে।

আরও পড়ুন: ভারত হিন্দু রাষ্ট্র নয়, এটা ধর্মনিরপেক্ষ দেশ: অখিলেশের পাশে দাঁড়িয়ে যোগীকে তোপ আলভির

রবিবার এক অনুষ্ঠানে এই মন্তব্য করেছিলেন যোগী। তিনি বলেন ,’প্রতিযোগিতা অনেকটাই এগিয়ে গিয়েছে। এবারের লড়াই ৮০ বনাম ২০।’ এমন  মন্তব্যের সময় অনুষ্ঠানের সঞ্চালক মনে করিয়ে দেন, আসাদুদ্দিন ওয়েইসির দেওয়া তথ্য অনুসারে সঠিক সংখ্যাটা হবে ১৯ শতাংশ।

আরও পড়ুন: উত্তরপ্রদেশে দলিত যুবককে পিটিয়ে হত্যা, সরব রাহুল গান্ধি

মেরুকরণের অন্যতম পোস্টার বয় যোগী আদিত্যনাথ।মুখ্যমন্ত্রী হওয়ার আগেও যোগী যেমন বিদ্বেষ ও মেরুকরণ নির্ভর ভাষণ দিতেন, মুখ্যমন্ত্রী হওয়ার পরেও তাতে বদল আসেনি।তিনি বারবার বিদ্বেষ ভাষণ দিয়ে  হিন্দু ভোট এককাট্টা করতে চেয়েছেন বলে অভিযোগ।জাতীয় ক্রাইম রেকর্ড বলছে যোগীর সময়ে ইউপিতে বেড়েছে অপরাধ। স্বাস্থ্য পরিষেবার হালও  খারাপ। নরেন্দ্র মোদি পিঠ চাপড়ালেও যোগীর রাজ্যে বাস্তবিকই উন্নয়ন হাঁটছে খুঁড়িয়ে। এমন অবস্থায় মেরুকরণ রাজনীতি আঁকড়ে পুরোনো ফর্মুলাতেই ভোট জয় করতে চাইছেন যোগী।

আরও পড়ুন: উত্তরপ্রদেশের যুবক সনুকে ছয় মাস পর পরিবারের কাছে ফিরিয়ে দিল পুলিশ

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

‘ইউপিতে ৮০ বনাম ২০’, ভোটমুখী রাজ্যে সাম্প্রদায়িক মন্তব্য যোগী আদিত্যনাথের

আপডেট : ১০ জানুয়ারী ২০২২, সোমবার

পুবের কলম ওয়েবডেস্ক : ১০ ফেব্রুয়ারি শুরু ইউপির প্রথম দফা নির্বাচন। হাতে আর এক মাস বাকি। ভোট হবে সাত দফায়। গণনা হবে ১০ মার্চ। এই আবহে নতুন করে বিতর্ক তৈরি হল মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মন্তব্যে। তাঁর দাবি, এবারের নির্বাচনে ৮০ বনাম ২০-র লড়াই হবে। তাঁর এই মন্তব্যের তীব্র বিরোধিতা করতে দেখা গিয়েছে বিরোদী দলগুলিকে।

যোগী বলেন, রাজ্যের ৮০ শতাংশ মানুষ জাতীয়তাবাদ, সুশাসন ও উন্নয়নের সমর্থক। তাঁরা বিজেপিকে ভোট দেবেন। বাকি ১৫-২০ শতাংশ মানুষ মাফিয়া ও ক্রিমিনালদের সমর্থক। তারা চাষিদের শত্রু। এই ধরনের লোকজন ভিন্ন পথে চলবে। সুতরাং লড়াইটা হবে ৮০ শতাংশের সঙ্গে ২০ শতাংশের। পদ্মই পথ দেখাবে সবাইকে।

আরও পড়ুন: ভারত হিন্দু রাষ্ট্র নয়, এটা ধর্মনিরপেক্ষ দেশ: অখিলেশের পাশে দাঁড়িয়ে যোগীকে তোপ আলভির

রবিবার এক অনুষ্ঠানে এই মন্তব্য করেছিলেন যোগী। তিনি বলেন ,’প্রতিযোগিতা অনেকটাই এগিয়ে গিয়েছে। এবারের লড়াই ৮০ বনাম ২০।’ এমন  মন্তব্যের সময় অনুষ্ঠানের সঞ্চালক মনে করিয়ে দেন, আসাদুদ্দিন ওয়েইসির দেওয়া তথ্য অনুসারে সঠিক সংখ্যাটা হবে ১৯ শতাংশ।

আরও পড়ুন: উত্তরপ্রদেশে দলিত যুবককে পিটিয়ে হত্যা, সরব রাহুল গান্ধি

মেরুকরণের অন্যতম পোস্টার বয় যোগী আদিত্যনাথ।মুখ্যমন্ত্রী হওয়ার আগেও যোগী যেমন বিদ্বেষ ও মেরুকরণ নির্ভর ভাষণ দিতেন, মুখ্যমন্ত্রী হওয়ার পরেও তাতে বদল আসেনি।তিনি বারবার বিদ্বেষ ভাষণ দিয়ে  হিন্দু ভোট এককাট্টা করতে চেয়েছেন বলে অভিযোগ।জাতীয় ক্রাইম রেকর্ড বলছে যোগীর সময়ে ইউপিতে বেড়েছে অপরাধ। স্বাস্থ্য পরিষেবার হালও  খারাপ। নরেন্দ্র মোদি পিঠ চাপড়ালেও যোগীর রাজ্যে বাস্তবিকই উন্নয়ন হাঁটছে খুঁড়িয়ে। এমন অবস্থায় মেরুকরণ রাজনীতি আঁকড়ে পুরোনো ফর্মুলাতেই ভোট জয় করতে চাইছেন যোগী।

আরও পড়ুন: উত্তরপ্রদেশের যুবক সনুকে ছয় মাস পর পরিবারের কাছে ফিরিয়ে দিল পুলিশ