পুবের কলম ওয়েবডেস্ক: অসম সরকারের নির্দেশে কাছাড় জেলার সমস্ত সরকারি দফতরে এখন থেকে ইংরেজি ভাষার পাশাপাশি বাংলা ভাষার ব্যবহারও বাধ্যতামূলক করা হচ্ছে।
অসম সরকারের রাজনৈতিক বিভাগের বিজ্ঞপ্তি ১৪.০৪.২৫ অনুসারে এই নির্দেশ চালু করেছে কাছাড়ের জেলাশাসক মৃদুল যাদব। জেলাশাসকের কার্যালয় থেকে জারি এই বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে জানানো হয়েছে, জেলা পর্যায়ের সব সরকারি দফতরের প্রধানদের সরকারি বিজ্ঞপ্তি, দাফতরিক স্মারক, আদেশপত্র ইত্যাদি জারি করার ক্ষেত্রে ইংরেজির পাশাপাশি বাংলা ভাষাও ব্যবহার করতে হবে।
এই পদক্ষেপের মূল লক্ষ্য হল, প্রশাসনিক কাজকর্মে জনগণের মাতৃভাষার সসম্মান উপস্থিতি নিশ্চিত করা। একইসঙ্গে জনসাধারণের সঙ্গে কার্যকর যোগাযোগ আরও সুসংবদ্ধ ও সহজতর করা।
এই উদ্যোগ রাজ্যের ভাষানীতি অনুসরণে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে হলে মনে করেন বরাক উপত্যকার বিভিন্ন সংগঠনের নেতৃত্ব।






























