বাতিল হওয়া বৈঠক ১৭ ডিসেম্বর, নবান্নে আসছেন অমিত শাহ
- আপডেট : ২৮ নভেম্বর ২০২২, সোমবার
- / 15
পুবের কলম ওয়েবডেস্ক: পূর্বাঞ্চলীয় নিরাপত্তা কাউন্সিলের বৈঠকে যোগ দিতে ১৭ ডিসেম্বর নবান্নে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও উপস্থিত থাকার কথা ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক এবং সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং এর। এর আগে নভেম্বর মাসের ৫ তারিখে এই বৈঠক হওয়ার কথা থাকলেও তা বাতিল হয়।
পদাধিকার অনুযায়ী অমিত শাহ হলেন সবকটি জোনাল সিকিউরিটি কাউন্সিলের চেয়ারম্যান। এরআগেও তিনি দুটো বৈঠকে অংশ নিয়ে ছিলেন।নবান্ন সভাগৃহে হতে চলা এই বৈঠক নিয়ে তাই উত্তেজনার পারদ চড়ছিল স্বাভাবিক ভাবেই। । রাজ্যে সাম্প্রতিক একাধিক ইস্যুতে কেন্দ্রকে যেমন নিশানা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেভাবেই গেরুয়া শিবিরের পক্ষথেকেও দাগা হয়েছে তোপ। কিন্তু বিশেষ কর্মসূচীর জন্য অমিত শাহ নিজেই বাতিল করেন পূর্বাঞ্চলীয় নিরাপত্তা কাউন্সিলের বৈঠক। আগামী ১৭ ডিসেম্বের সেই বাতিল হওয়া বৈঠক ফের হতে চলেছে।