আমেরিকার সঙ্গে ১০ বছর প্রতিরক্ষা চুক্তিতে আবদ্ধ হচ্ছে ভারত: পেন্টাগন

- আপডেট : ৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার
- / 205
পুবের কলম,ওয়েবডেস্ক: সফল রাজনাথ-হেগসেথ বৈঠক। আগামী ১০ বছরের জন্য আমেরিকার সঙ্গে প্রতিরক্ষা চুক্তিতে আবদ্ধ হল ভারত। চলতি বছরের শেষের দিকে তৈরি হবে রূপরেখা। ঘটনাপ্রসঙ্গে পেন্টাগনের এক মুখপাত্র জানিয়েছেন, খুব শিগগির উক্ত বিষয়ে উভয়পক্ষ চুক্তি স্বাক্ষর করবে।
সংবাদ সংস্থা সূত্রে খবর, মঙ্গলবার রাজনাথ সিং এবং হেগসেথের মধ্যে ফোনালাপ হয়। তারপর বুধবার একটি বিবৃতি জারি করে পেন্টাগন। আর তাতেই উক্ত চুক্তির কথা জানানো হয়। জানানো হয়, প্রতিরক্ষা চুক্তি নিয়ে উভয় দেশের আগামী দশ বছরের জন্য সম্মতি দিয়েছে। খুব শীঘ্রই রূপরেখা তৈরি হবে। পাশাপাশি আরও বলা হয়েছে, উভয় পক্ষ প্রতিরক্ষা সরঞ্জাম বিক্রি এবং প্রতিরক্ষা শিল্পে একে অপরকে সহযোগিতা করবে।
পেন্টাগনের বিবৃতিতে আরও জানানো হয়েছে, হেগসেথ দক্ষিণ এশিয়ায় আমেরিকার গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা সহযোগী হিসাবে ভারতকে প্রধান প্রতিরক্ষা অংশীদার মনে করে