‘শত্রুদের হাত কেটে দিয়েছে ইরানি ক্ষেপণাস্ত্র; আবার ভুল করলে আরও কঠোর প্রতিশোধ’, হুঁশিয়ারি ইরানের সেনা প্রধানের

- আপডেট : ১৫ জুলাই ২০২৫, মঙ্গলবার
- / 38
পুবের কলম ওয়েবডেস্ক: ইরানের শীর্ষ সেনা কর্মকর্তা মেজর জেনারেল আবদুর রহিম মুসাভি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দেশের বিরুদ্ধে আবারও কোনও ভুল বা আগ্রাসন ঘটলে এর থেকেও শক্তিশালী প্রতিশোধ অপেক্ষা করছে।
সোমবার ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পস (IRGC)-এর অ্যারোস্পেস ফোর্সের সদর দফতর পরিদর্শনে গিয়ে জেনারেল মুসাভি বলেন,”এই বাহিনীর ধারালো তরবারির মতো ক্ষেপণাস্ত্র হামলা শত্রুদের মাথা ও হাত কেটে দিয়েছে ঈশ্বরের সাহায্যে।”
তিনি আরও বলেন, এই প্রতিশোধমূলক হামলা ছিল এতটাই কার্যকর যে তা ১৯৮০-এর দশকের ইরান-ইরাক যুদ্ধকালীন হামলাকেও ছাড়িয়ে গেছে।
গত জুনে ১৩ থেকে ২৫ তারিখ পর্যন্ত চলা ইসরায়েলের তীব্র বিমান হামলার জবাবে ইরান চালায় ‘অপারেশন ট্রু প্রমিজ-৩’, যা ছিল একটি সুপরিকল্পিত পাল্টা হামলা। এতে ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক, গোয়েন্দা ও শিল্প কেন্দ্র লক্ষ্য করে ধ্বংসাত্মক আঘাত হানা হয়।
এছাড়াও, মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পর, ইরান পশ্চিম এশিয়ার একটি কৌশলগত গুরুত্বপূর্ণ মার্কিন ঘাঁটি আল-উদেইদ-এ পাল্টা হামলা চালায়।
জেনারেল মুসাভি বলেন,”আমাদের সেনারা এখন সম্পূর্ণ প্রস্তুত। যদি শত্রু আরেকবার ভুল করে, তবে তারা এমন এক প্রতিক্রিয়া পাবে যা হবে অনুশোচনার চূড়ান্ত শিক্ষা।”
এ সময় অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ মুসাভি বলেন, বাহিনীর ট্রিগার প্রস্তুত। তার কথায়,
“আমরা এখনো ট্রিগারে আঙুল রেখে শত্রুর সম্ভাব্য যেকোনো ভুল বা আগ্রাসনের জন্য অপেক্ষায় আছি।”
তিনি আরও জানান, ‘ট্রু প্রমিজ-৩’ অভিযানের সময় সেনাবাহিনীর মধ্যে অসাধারণ সমন্বয় দেখা গেছে যা ইরানি জাতিকে গর্বিত করেছে এবং শত্রুকে কাঁপিয়ে দিয়েছে।