ওষুধ বণ্টনে নয়া সতর্কতার নির্দেশ স্বাস্থ্য ভবনের
আরও ৩৪ রকমের ওষুধ নিম্নমানের, রিপোর্ট কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলের

- আপডেট : ১৫ অক্টোবর ২০২৫, বুধবার
- / 72
ওষুধ বণ্টনে নয়া সতর্কতার নির্দেশ স্বাস্থ্য ভবনের
পুবের কলম প্রতিবেদক: সম্প্রতি কাফ সিরাপের বিপর্যয়ের ঘটনা ঘটে একাধিক রাজ্যে। এই ঘটনায় শিক্ষা নিয়ে এবার নড়েচড়ে বসল স্বাস্থ্য দফতর। নির্দেশিকা জারি করে বলা হয়েছে, ওষুধ বণ্টনের আগে প্রতিটি ব্যাচের মান যাচাই বাধ্যতামূলক। এ পর্যন্ত নিয়ম ছিল, ওষুধ বণ্টনের পরই ল্যাবে ব্যাচ পরীক্ষা করা হয়। কিন্তু মধ্যপ্রদেশ ও রাজস্থানের ঘটনাকে শিক্ষার জায়গায় রেখে এবার প্রক্রিয়াটি পুরো বদলে দিচ্ছে রাজ্য। নতুন নিয়ম বলছে, সরকারি সরবরাহের সময়ই বেসরকারি ভেন্ডার সংস্থাকে ওষুধের মানের সার্টিফিকেট দিতে হবে সেন্ট্রাল মেডিসিন স্টোরে। ন্যাশনাল অ্যাক্রিডিটেশন বোর্ড ফর ল্যাবরেটরিজ-স্বীকৃত ল্যাব থেকে পরীক্ষিত ওই রিপোর্ট জমা না দিলে ওষুধের নাম স্টোর ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম,এ অন্তর্ভুক্ত হবে না। অর্থাৎ, সার্টিফিকেট ছাড়া কোনও ওষুধ সরকারি হাসপাতালে পৌঁছবে না। ‘বেঙ্গল কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস অ্যাসোসিয়েশন’ ‘কোল্ডরিফ’ কাফ সিরাপের বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করেছে। এবার স্বাস্থ্য ভবনও ওষুধ বিক্রির ক্ষেত্রে কড়া নির্দেশ দিল। ওষুধের মান নিয়ে ভবিষ্যতে কোনও ঝুঁকি না নিতে পদক্ষেপ নিয়েছে রাজ্যের স্বাস্থ্য দফতর। রাজ্যের সব সরকারি মেডিক্যাল কলেজ, জেলা হাসপাতাল এবং স্বাস্থ্য প্রশাসনকেও বৃহস্পতিবারের মধ্যে মজুত ওষুধের এক্সপায়ারি ডেট-সহ পূর্ণাঙ্গ তালিকা পাঠাতে বলা হয়েছে। মেয়াদের মধ্যে থাকা ওষুধ দ্রুত ব্যবহার ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে। ১৬ অক্টোবরের মধ্যে সেই রিপোর্ট জমা দিতে হবে স্বাস্থ্য ভবনে। একই সঙ্গে স্বাস্থ্য দফতর ই-প্রেসক্রিপশনের উপর বেশি গুরুত্ব দিচ্ছে। ইতিমধ্যে বালুরঘাট সহ একাধিক জেলার হাসপাতালগুলিতে ই-প্রেসক্রিপশনের উপর জোর দেওয়া হচ্ছে।