বিশ্বনেতাদের সঙ্গে আলিঙ্গন প্রধানমন্ত্রী নরেন্দ মোদির, প্রশ্ন উঠছে মাস্ক কোথায় ?

- আপডেট : ৩০ অক্টোবর ২০২১, শনিবার
- / 6
পুবের কলম ওয়েবডেস্ক : এমনিতেই নরেন্দ্র মোদির বডিল্যাংগুয়েজ খুবই ভালো।বিশ্ব নেতাদের সঙ্গে তাঁকে প্রায়ই কোলাকুলি করতে দেখা যায়। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রোর সঙ্গে মোদির কোলাকুলির ছবি ছড়িয়েছে সোশ্যাল সাইটে। অনেকে প্রশ্ন করেছেন মোদির মুখে মাস্ক নেই কেন।ম্যাক্রোর মুখে অবশ্য মাস্ক ছিল।
বাইডেনও মাস্ক পরেই এসেছিলেন অনুষ্ঠানে। তবে মোদির সঙ্গে আলিঙ্গনের সময় বাইডেনের কালো রঙের মাস্ক নেমেছিল থুতনিতে। কিন্তু সে সময় মোদির মুখে দেখা মেলেনি মাস্কের। আলিঙ্গনের আগে মোদির মাস্ক খুলে রেখেছিলেন কি না তা জানা যায়নি। তবে সে সময় তাঁর হাতেও দেখা যায়নি মাস্ক।
শনিবারই ভ্যাটিক্যানে গিয়ে পোপ ফ্রান্সিসের সঙ্গে দেখা করেছেন মোদি। সেই ছবি নিজের টুইটার হ্যান্ডল থেকে শেয়ারও করেছেন। কিন্তু সেই ছবিতেও তাঁর মুখে ছিল না মাস্ক। একই সঙ্গে পোপের মুখেও দেখা মেলেনি মাস্কের।
রাষ্ট্রনেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসেন মোদি। সেই সময় তাঁর সঙ্গে ছিলেন ভারতীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। বৈঠকের সময় তাঁদের মুখে মাস্ক থাকলেও মাস্ক পরেননি মোদি। রাষ্ট্রনেতাদের আচরণ অনেক ক্ষেত্রেই অনুকরণ এবং অনুসরণ করেন সাধারণ মানুষ। কিন্তু বিদেশে মোদি মাস্ক পরায় সমালোচনা শুরু হয়েছে জনমনে।