০৯ অগাস্ট ২০২৫, শনিবার, ২৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

রাম-হনুমান বিজেপির কপিরাইট ভগবান নয়! বিস্ফোরক মন্তব্য বিজেপি নেত্রী উমা ভারতী

ইমামা খাতুন
  • আপডেট : ৩০ ডিসেম্বর ২০২২, শুক্রবার
  • / 54

পুবের কলম ওয়েব ডেস্কঃ তিনি কট্টর হিন্দুত্ববাদী এবং গেরুয়াপন্থী। কয়েক দশক ধরে বিজেপির সক্রিয় কর্মী তিনি। অথচ নিজের দলকে নিয়েই বিস্ফোরক মন্তব্য করলেন উমা ভারতী।

 

আরও পড়ুন: হুমকি দিয়ে পদত্যাগ করানো হয়েছে ধনখড়কে: বিস্ফোরক দাবি কল্যাণের

এদিন উমা বলেন, রাম বা হনুমান বিজেপির একার সম্পত্তি নয়। এমনকি এনারা বিজেপির কর্মীও নন। মুঘল ও ব্রিটিশ যুগে এনাদের অস্তিত্ব ছিল। রামের পুজো সবাই করতে পারে।

আরও পড়ুন: পাক-অধিকৃত কাশ্মীর ভারতেরই: বড় দাবি বিজেপি নেতার

 

আরও পড়ুন: বিজেপিকে চ্যালেঞ্জ করার ক্ষমতা নেই ইন্ডিয়া জোটের: নাকভি

সম্প্রতি মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়ায় একটি হনুমান মন্দির তৈরি করেছেন সে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথ। কংগ্রেস নেতা নাকি সেখানে নিয়মিত পুজোও করেন। যা নিয়ে বিজেপি নেতারা প্রাক্তন মুখ্যমন্ত্রীকে লাগাতার খোঁচা দিয়ে যাচ্ছেন। মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়ায় একটি অনুষ্ঠানে হাজির ছিলেন উমা। সেখানে তাঁকে  প্রশ্ন করা হয়, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা কমলনাথের হনুমান মন্দির নিয়ে।

 

তারই জবাবে উমা বলেন, ‘‘ভগবান রাম বা হনুমানকে ভক্তিভরে পুজো দেওয়া কি একলা বিজেপির কপিরাইট!’’ পাশাপাশি, মধ্যপ্রদেশে মদ নিষিদ্ধ করার দাবিও ফের শোনা যায় উমার মুখে। প্রসঙ্গত, সম্প্রতি একটি মদের দোকানে অনুগামীদের নিয়ে ঢিল ছোড়ার ঘটনায় নাম জড়িয়েছিল উমার।

 

তবে এর আগেও বর্ষীয়ান এই  বিজেপি নেত্রী দলের পার্টিলাইনের বাইরে বেরিয়ে কথা বলেছেন। এই ঘটনার একদিন আগেই মধ্যপ্রদেশেরই একটা জনসভায়  উমা ভারতীকে বলতে শোনা গিয়েছে, আমি অনুরোধ  করছি বলেই আপনাদের বিজেপিকেই ভোট দিতে হবে, তার কোনও মানে নেই।  নিজেরা ভাবুন , চিন্তা করুন। তারপর ঠিক করুন কাকে ভোট দেবেন। তবে এর  আগে মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথের সরাসরি প্রশংসাও  করতে দেখা গিয়েছে বর্ষীয়ান এই বিজেপি নেত্রীকে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রাম-হনুমান বিজেপির কপিরাইট ভগবান নয়! বিস্ফোরক মন্তব্য বিজেপি নেত্রী উমা ভারতী

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২২, শুক্রবার

পুবের কলম ওয়েব ডেস্কঃ তিনি কট্টর হিন্দুত্ববাদী এবং গেরুয়াপন্থী। কয়েক দশক ধরে বিজেপির সক্রিয় কর্মী তিনি। অথচ নিজের দলকে নিয়েই বিস্ফোরক মন্তব্য করলেন উমা ভারতী।

 

আরও পড়ুন: হুমকি দিয়ে পদত্যাগ করানো হয়েছে ধনখড়কে: বিস্ফোরক দাবি কল্যাণের

এদিন উমা বলেন, রাম বা হনুমান বিজেপির একার সম্পত্তি নয়। এমনকি এনারা বিজেপির কর্মীও নন। মুঘল ও ব্রিটিশ যুগে এনাদের অস্তিত্ব ছিল। রামের পুজো সবাই করতে পারে।

আরও পড়ুন: পাক-অধিকৃত কাশ্মীর ভারতেরই: বড় দাবি বিজেপি নেতার

 

আরও পড়ুন: বিজেপিকে চ্যালেঞ্জ করার ক্ষমতা নেই ইন্ডিয়া জোটের: নাকভি

সম্প্রতি মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়ায় একটি হনুমান মন্দির তৈরি করেছেন সে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথ। কংগ্রেস নেতা নাকি সেখানে নিয়মিত পুজোও করেন। যা নিয়ে বিজেপি নেতারা প্রাক্তন মুখ্যমন্ত্রীকে লাগাতার খোঁচা দিয়ে যাচ্ছেন। মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়ায় একটি অনুষ্ঠানে হাজির ছিলেন উমা। সেখানে তাঁকে  প্রশ্ন করা হয়, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা কমলনাথের হনুমান মন্দির নিয়ে।

 

তারই জবাবে উমা বলেন, ‘‘ভগবান রাম বা হনুমানকে ভক্তিভরে পুজো দেওয়া কি একলা বিজেপির কপিরাইট!’’ পাশাপাশি, মধ্যপ্রদেশে মদ নিষিদ্ধ করার দাবিও ফের শোনা যায় উমার মুখে। প্রসঙ্গত, সম্প্রতি একটি মদের দোকানে অনুগামীদের নিয়ে ঢিল ছোড়ার ঘটনায় নাম জড়িয়েছিল উমার।

 

তবে এর আগেও বর্ষীয়ান এই  বিজেপি নেত্রী দলের পার্টিলাইনের বাইরে বেরিয়ে কথা বলেছেন। এই ঘটনার একদিন আগেই মধ্যপ্রদেশেরই একটা জনসভায়  উমা ভারতীকে বলতে শোনা গিয়েছে, আমি অনুরোধ  করছি বলেই আপনাদের বিজেপিকেই ভোট দিতে হবে, তার কোনও মানে নেই।  নিজেরা ভাবুন , চিন্তা করুন। তারপর ঠিক করুন কাকে ভোট দেবেন। তবে এর  আগে মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথের সরাসরি প্রশংসাও  করতে দেখা গিয়েছে বর্ষীয়ান এই বিজেপি নেত্রীকে।