৯টি ভারতীয় কোম্পানির উপরে জারি নিষেধাজ্ঞা, ভারতের ওপর চাপ বাড়ালেন ট্রাম্প

- আপডেট : ১০ অক্টোবর ২০২৫, শুক্রবার
- / 219
পুবের কলম, ওয়েবডেস্ক: ভারতের ওপর নতুন করে চাপ বাড়ালেন মোদির বন্ধু ডোনাল্ড ট্রাম্প। ট্যারিফের পরে এ বার ৯টি ভারতীয় কোম্পানির উপরে নিষেধাজ্ঞা জারি করল আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট। একইসঙ্গে ৮ জন ভারতীয় নাগরিকের উপরে নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন প্রশাসন।
সূত্রের খবর, গত কয়েক দিন ধরে মোট ৬০টি সংস্থা, ব্যক্তি এবং জাহাজকে ‘ব্ল্যাক লিস্ট’ করার কথা ভাবছিল আমেরিকা। বৃহস্পতিবার এর মধ্যে ৪০টি সংস্থার উপরে নিষেধাজ্ঞা জারি করল ট্রাম্প প্রশাসন। স্টেট ডিপার্টমেন্টের বিজ্ঞপ্তি অনুযায়ী, মুম্বইয়ের সিজে শাহ অ্যান্ড কোম্পানি, কেমোভিক, মোডি কেম, পারিকেম রিসোর্সেস, ইন্ডিসল মার্কেটিং, হরেশ পেট্রোকেম, শিব টেক্সকেম এবং দিল্লির বিকে সেলস কর্পোরেশনের উপরে নিষেধাজ্ঞা দিয়েছে আমেরিকা।
ইরানকে কোণঠাসা করতে উদগ্রীব হয়ে উঠেছে ট্রাম্প সরকার। ইরানকে কোণঠাসা করতে একাধিক দেশকে হুঁশিয়ারি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতের বিরুদ্ধে ইরান থেকে তেল, পেট্রোলিয়াম এবং পেট্রোকেমিক্যাল লেনদেনের অভিযোগ করেছে স্টেট ডিপার্টমেন্ট। অভিযোগ, জেনেবুঝেই ইরানের সঙ্গে ব্যবসা করছিল ভারতীয় সংস্থাগুলি। যে কারণেই তাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।