২৭ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ১০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

কড়া রাজ্য, ৩ জানুয়ারি থেকে বিমান চলাচলে নির্দেশিকা জারি নবান্নের

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৩০ ডিসেম্বর ২০২১, বৃহস্পতিবার
  • / 87

পুবের কলম, ওয়েবডেস্কঃ রাজ্যে আবার ক্রমবর্ধমান কোভিড গ্রাফ। বিমান চলাচলে নির্দেশিকা জারি করল রাজ্য । বৃহস্পতিবার এই নির্দেশিকা জারি করল নবান্ন। শহরে ব্রিটেনের বিমান অবতরণের ক্ষেত্রে জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। আগামী ৩ জানুয়ারি ২০২২ থেকে এই নিষেধাজ্ঞা বলবৎ করা হচ্ছে।

এদিন এই  বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন। যেখানে সাক্ষর করেছেন অতিরিক্ত মুখ্যসচিব বিপি গোপালিকার। অর্থাৎ ব্রিটেন থেকে আসা কোনও বিমান আগামী ৩ জানুয়ারি থেকে আর কলকাতায় অবতরণ করতে পারবে না।

আরও পড়ুন: উৎসব শেষে রুফটপ রেস্তরাঁ নিয়ে কড়া পদক্ষেপ: রাজ্যজুড়ে সমীক্ষা শুরু করছে নবান্ন

 

আরও পড়ুন: রাজ্য সরকারি কর্মচারীদের বিদেশ ভ্রমণের ক্ষেত্রে আরও কঠোর হচ্ছে নবান্ন

পরিস্থিতি যাতে নাগালের বাইরে না চলে যায় তাই আগেভাগেই সতর্ক হল রাজ্য সরকার। এদিন গঙ্গাসাগর থেকে কলকাতা উড়ে আসার আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন রাজ্যে ক্রমবর্ধমান করোনা সংক্রমণের পেছনে একটা বড় কারণ ব্রিটেন থেকে আসা বিমান। এবার সেই ব্রিটেন থেকে বিমান কলকাতায় আসার ক্ষেত্রে বিধি-নিষেধ আরোপ করল রাজ্য সরকার।  এদিন নবান্নের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৩ তারিখের পর থেকে ব্রিটেন থেকে আসা কোনও বিমান কলকাতা বিমানবন্দরে নামতে দেওয়া হবে না।

আরও পড়ুন: আমাদের পাড়া, আমাদের সমাধান : পঞ্চায়েত স্তরের কাজ দ্রুত শেষ করতে পরিকল্পনার নির্দেশ নবান্নের

 

বৃহস্পতিবার এই মর্মে একটি চিঠি কেন্দ্রকে পাঠিয়েছে নবান্ন। চিঠিতে অসামরিক বিমান মন্ত্রকের কাছে  ব্রিটেন থেকে কলকাতাগামী বিমানের উড়ান বন্ধ রাখার জন্য অনুরোধ করা হয়েছে। একইসঙ্গে এদিন নবান্নের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে অন্য দেশ থেকে কেউ কলকাতা বিমানবন্দরে এলেই তার আরটিপিসিআর টেস্ট বাধ্যতামূলক করতে হবে।

বৃহস্পতিবারের বুলেটিন অনুযায়ী,  এ রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত হয়েছেন ২ হাজার ১২৮ জন। এর মধ্যে কলকাতায় সংক্রমিত ১ হাজার ৯০ জন। মৃতের সংখ্যাও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ১২ জন করোনার বলি হয়েছেন। এর মধ্যে কলকাতায় মৃত্যু হয়েছে চারজনের। দার্জিলিংয়ে দুজনের।

 

উল্লেখ্য, গঙ্গাসাগরের দাঁড়িয়েই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় সংক্রমণ বৃদ্ধির জন্য ব্রিটেন থেকে আসা বিমানকেই দায়ী করেছিলেন। সে সময় তিনি জানিয়েছিলেন, এই ব্রিটেন থেকে আসা বিমান নিয়ে কি পদক্ষেপ নেওয়া হবে তা নিয়ে ভাবনাচিন্তা চলছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এহেন বক্তব্যের কয়েক ঘন্টার মধ্যেই রাজ্যের স্বরাষ্ট্র সচিব বিপি গোপালিকা অসামরিক বিমান মন্ত্রকের সচিবকে চিঠি দিয়ে আগামী তিন তারিখ থেকে ব্রিটেন থেকে আসা বিমান বন্ধ করার জন্য আবেদন করেন। মনে করা হচ্ছে ক্রমবর্ধমান ওমিক্রন আক্রান্তের সংখ্যা বাড়ার কারণে এই সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। শুধু ব্রিটেনে বিমান নামতে না দেওয়া,  ছাড়া আগামীদিনে রাজ্য আর কি কি পদক্ষেপ নেয় সেদিকেই তাকিয়ে রাজ্যবাসী।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কড়া রাজ্য, ৩ জানুয়ারি থেকে বিমান চলাচলে নির্দেশিকা জারি নবান্নের

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২১, বৃহস্পতিবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ রাজ্যে আবার ক্রমবর্ধমান কোভিড গ্রাফ। বিমান চলাচলে নির্দেশিকা জারি করল রাজ্য । বৃহস্পতিবার এই নির্দেশিকা জারি করল নবান্ন। শহরে ব্রিটেনের বিমান অবতরণের ক্ষেত্রে জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। আগামী ৩ জানুয়ারি ২০২২ থেকে এই নিষেধাজ্ঞা বলবৎ করা হচ্ছে।

এদিন এই  বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন। যেখানে সাক্ষর করেছেন অতিরিক্ত মুখ্যসচিব বিপি গোপালিকার। অর্থাৎ ব্রিটেন থেকে আসা কোনও বিমান আগামী ৩ জানুয়ারি থেকে আর কলকাতায় অবতরণ করতে পারবে না।

আরও পড়ুন: উৎসব শেষে রুফটপ রেস্তরাঁ নিয়ে কড়া পদক্ষেপ: রাজ্যজুড়ে সমীক্ষা শুরু করছে নবান্ন

 

আরও পড়ুন: রাজ্য সরকারি কর্মচারীদের বিদেশ ভ্রমণের ক্ষেত্রে আরও কঠোর হচ্ছে নবান্ন

পরিস্থিতি যাতে নাগালের বাইরে না চলে যায় তাই আগেভাগেই সতর্ক হল রাজ্য সরকার। এদিন গঙ্গাসাগর থেকে কলকাতা উড়ে আসার আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন রাজ্যে ক্রমবর্ধমান করোনা সংক্রমণের পেছনে একটা বড় কারণ ব্রিটেন থেকে আসা বিমান। এবার সেই ব্রিটেন থেকে বিমান কলকাতায় আসার ক্ষেত্রে বিধি-নিষেধ আরোপ করল রাজ্য সরকার।  এদিন নবান্নের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৩ তারিখের পর থেকে ব্রিটেন থেকে আসা কোনও বিমান কলকাতা বিমানবন্দরে নামতে দেওয়া হবে না।

আরও পড়ুন: আমাদের পাড়া, আমাদের সমাধান : পঞ্চায়েত স্তরের কাজ দ্রুত শেষ করতে পরিকল্পনার নির্দেশ নবান্নের

 

বৃহস্পতিবার এই মর্মে একটি চিঠি কেন্দ্রকে পাঠিয়েছে নবান্ন। চিঠিতে অসামরিক বিমান মন্ত্রকের কাছে  ব্রিটেন থেকে কলকাতাগামী বিমানের উড়ান বন্ধ রাখার জন্য অনুরোধ করা হয়েছে। একইসঙ্গে এদিন নবান্নের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে অন্য দেশ থেকে কেউ কলকাতা বিমানবন্দরে এলেই তার আরটিপিসিআর টেস্ট বাধ্যতামূলক করতে হবে।

বৃহস্পতিবারের বুলেটিন অনুযায়ী,  এ রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত হয়েছেন ২ হাজার ১২৮ জন। এর মধ্যে কলকাতায় সংক্রমিত ১ হাজার ৯০ জন। মৃতের সংখ্যাও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ১২ জন করোনার বলি হয়েছেন। এর মধ্যে কলকাতায় মৃত্যু হয়েছে চারজনের। দার্জিলিংয়ে দুজনের।

 

উল্লেখ্য, গঙ্গাসাগরের দাঁড়িয়েই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় সংক্রমণ বৃদ্ধির জন্য ব্রিটেন থেকে আসা বিমানকেই দায়ী করেছিলেন। সে সময় তিনি জানিয়েছিলেন, এই ব্রিটেন থেকে আসা বিমান নিয়ে কি পদক্ষেপ নেওয়া হবে তা নিয়ে ভাবনাচিন্তা চলছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এহেন বক্তব্যের কয়েক ঘন্টার মধ্যেই রাজ্যের স্বরাষ্ট্র সচিব বিপি গোপালিকা অসামরিক বিমান মন্ত্রকের সচিবকে চিঠি দিয়ে আগামী তিন তারিখ থেকে ব্রিটেন থেকে আসা বিমান বন্ধ করার জন্য আবেদন করেন। মনে করা হচ্ছে ক্রমবর্ধমান ওমিক্রন আক্রান্তের সংখ্যা বাড়ার কারণে এই সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। শুধু ব্রিটেনে বিমান নামতে না দেওয়া,  ছাড়া আগামীদিনে রাজ্য আর কি কি পদক্ষেপ নেয় সেদিকেই তাকিয়ে রাজ্যবাসী।