২৮ জুলাই ২০২৫, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

যুবকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য শান্তিনিকেতন থানা এলাকায়

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২২ অক্টোবর ২০২১, শুক্রবার
  • / 48

দেবশ্রী মজুমদার, বোলপুর:  এক যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য এলাকায়। বৃহস্পতিবার রাত্রে অসুস্থ স্ত্রীর চিকিৎসার অর্থ যোগার করতে গিয়ে আর ফেরে নি পেশায় গাড়ি চালক ওই যুবক। শুক্রবার সকালে তার মৃতদেহ উদ্ধার হয় শান্তিনিকেতন থানার অন্তর্গত পারুল ডাঙার উত্তরনারায়ণপুর হেলিপ্যাড গ্রাউন্ড থেকে।  মৃতের নাম  রতন দাস।  ওই এলাকার  বাসিন্দা গদাধর পালের গাড়ির চালক ছিলেন তিনি।

মৃত রতন দাসের বাড়ি একই থানার কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের জলজলিয়া গ্রামে। পরিবার সূত্রে জানা গেছে, সম্প্রতি  গদাধর পালের গাড়ি চালানোর কাজ ছেড়ে দেন মৃত যুবক। তারপরও মালিকের কাছে টাকা চাইতে যায়। তারপর আর বাড়ি ফেরে নি।  ময়নাতদন্তের জন্য দেহ বোলপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

আরও পড়ুন: ১১ মার্চ বসন্ত উৎসব বিশ্বভারতীতে, বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ

আরও পড়ুন: শিশু খুনে উত্তপ্ত শান্তিনিকেতন, অভিযুক্তের বাড়ি ঘিরে উত্তেজনা, নিয়ন্ত্রণে আনতে নামল পুলিশ সহ RAF
Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

যুবকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য শান্তিনিকেতন থানা এলাকায়

আপডেট : ২২ অক্টোবর ২০২১, শুক্রবার

দেবশ্রী মজুমদার, বোলপুর:  এক যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য এলাকায়। বৃহস্পতিবার রাত্রে অসুস্থ স্ত্রীর চিকিৎসার অর্থ যোগার করতে গিয়ে আর ফেরে নি পেশায় গাড়ি চালক ওই যুবক। শুক্রবার সকালে তার মৃতদেহ উদ্ধার হয় শান্তিনিকেতন থানার অন্তর্গত পারুল ডাঙার উত্তরনারায়ণপুর হেলিপ্যাড গ্রাউন্ড থেকে।  মৃতের নাম  রতন দাস।  ওই এলাকার  বাসিন্দা গদাধর পালের গাড়ির চালক ছিলেন তিনি।

মৃত রতন দাসের বাড়ি একই থানার কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের জলজলিয়া গ্রামে। পরিবার সূত্রে জানা গেছে, সম্প্রতি  গদাধর পালের গাড়ি চালানোর কাজ ছেড়ে দেন মৃত যুবক। তারপরও মালিকের কাছে টাকা চাইতে যায়। তারপর আর বাড়ি ফেরে নি।  ময়নাতদন্তের জন্য দেহ বোলপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

আরও পড়ুন: ১১ মার্চ বসন্ত উৎসব বিশ্বভারতীতে, বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ

আরও পড়ুন: শিশু খুনে উত্তপ্ত শান্তিনিকেতন, অভিযুক্তের বাড়ি ঘিরে উত্তেজনা, নিয়ন্ত্রণে আনতে নামল পুলিশ সহ RAF