রুবিঝনে শহর রাশিয়ার দখলে

- আপডেট : ১৩ মে ২০২২, শুক্রবার
- / 13
পুবের কলম ওয়েব ডেস্ক: লুহানস্কের বিলোহোরিভকার কাছে সিভারস্কি ডোনেটস নদীতে রুশ বাহিনীর অগ্রযাত্রাকে প্রতিহত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে ইউক্রেনীয়রা। একটি উপগ্রহ চিত্রে তা দেখা গিয়েছে। লড়াইটি নদীর একপাশ বরাবর চলছে, যেখানে রাশিয়ানরা দুটি সেতু তৈরি করেছিল। সূত্রের খবর, সেতু দু’টি বোমা মেরে ধ্বংস করে রাশিয়ার অগ্রযাত্রা আটকানোর মরিয়া চেষ্টা করছে ইউক্রেনীয় বাহিনী। বৃহস্পতিবার বিকালে স্যাটেলাইটে তোলা ছবি দেখে তা বিশ্লেষণ করেছেন গবেষকরা। তারপরই এই খবর প্রকাশ পায়। স্যাটেলাইটে দেখা গেছে, নদীর ঠিক পশ্চিমে একটি ঘন জঙ্গল থেকে ধোঁয়া উড়ছে। রাশিয়ান সেতু দুটি যে এলাকায় তৈরি করা হয়েছে, সেখানেও লড়াই চলছে বলে মনে হচ্ছে। আরও দেখা যায়, ধোঁয়া ওই অঞ্চলের বেশিরভাগ অংশ ঢেকে ফেলছে। কিন্তু দেখা গিয়েছে, তৃতীয় একটি সেতু তৈরির চেষ্টা করছে রুশ বাহিনী। লুহানস্কের আঞ্চলিক সামরিক প্রশাসক সেরহি হেইডে বুধবার বলেন, রাশিয়ানরা সিভারস্কি ডোনেটস নদীর ওপর সেতু নির্মাণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি আরও বলেন, ইউক্রেনীয় সেনাবাহিনী বারবার তাদের সেই চেষ্টায় বাধা দিচ্ছে। এদিকে, ইউক্রেন বাহিনীকে লুহানস্কের রুবিঝনে শহরে ব্যাপক শক্তি দেখিয়েছে রুশ সেনা। রুশ সেনার হামলায় সেই শহর ফেলে পালিয়েছে ইউক্রেনীয় সেনা। ফলে শহরটি আপাতত রাশিয়ার দখলে। এদিকে, মারিওপলের আজভস্তলেও ইউক্রেনীয় যোদ্ধাদের আটক করতে অভিযান জারি রেখেছে রুশ বাহিনী।