‘এটা জাতীয়তাবাদ নয়, প্রতারণা’, জগন্নাথের মন্তব্যে বিজেপিকে একহাত অভিষেকের
- আপডেট : ১ নভেম্বর ২০২৫, শনিবার
- / 72
পুবের কলম, ওয়েবডেস্ক: ভারত–বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া তুলে দেওয়ার বক্তব্যে বিতর্কে জড়ালেন রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। শুক্রবার নদিয়ার মাটিয়ারিতে এক সভায় তিনি বলেন, “২০২৬-এ বিজেপি ক্ষমতায় এলে ভারত ও বাংলাদেশের মধ্যে আর কোনও সীমান্ত থাকবে না, দুই বাংলা ফের এক হবে।”
শনিবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় X-এ কড়া প্রতিক্রিয়া জানান, “এটা জাতীয়তাবাদ নয়, প্রতারণা।” তিনি বিজেপি সভাপতি জে.পি. নাড্ডার কাছে জগন্নাথের অবিলম্বে বহিষ্কার দাবি করেন।
অভিষেক আরও লেখেন, “বিজেপির নেতৃত্বে ভণ্ডামি নতুন উচ্চতায় পৌঁছেছে। নিজেদের দেশপ্রেমের মুখোশ খুলে দিক তারা।” একইসঙ্গে তিনি SIR প্রসঙ্গ টেনে বিজেপির রাজনীতি ‘ভণ্ডামি ও বিশ্বাসঘাতকতার বিপজ্জনক মিশ্রণ’ বলে কটাক্ষ করেন।



















